• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
এক চার্জে ১২০০ কিলোমিটার, দাম শুরু ৩.৪৭ লাখ থেকে
বিশ্বের গাড়ি শিল্পে বৈদ্যুতিক গাড়ি (Electric Car) বড় এক মাত্রা যোগ করেছে। এই গাড়ি পরিবেশবান্ধব। অন্যদিকে এটি জ্বালানি-সাশ্রয়ী। এই গাড়ির জ্বালানি খরচ প্রচলিত গাড়ির পাঁচ ভাগের একভাগ মাত্র। এত সুবিধা থাকার পরও যত এটি জনপ্রিয় হওয়ার কথা ছিল, ততটা হচ্ছে না। এর অন্যতম কারণ এর চার্জিং সমস্যা। তবে বৈদ্যুতিক গাড়ির চার্জ নিয়ে ভয়ের দিন শেষ হতে চলেছে। চীনের গাড়ি উৎপাদনকারী কোম্পানি ফার্স্ট অটো ওয়ার্কার্স (এফএডব্লিউ) এমনই এক বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসেছে এক চার্জেই যা চলতে পারবে ১ হাজার ২০০ কিলোমিটার। খবর মিলেছে ফাস্ট অটো ওয়ার্কার্স অর্থাৎ এফএডব্লিউ বেস্টুন ব্র্যান্ডের অধীনে Xiaoma ছোট বৈদ্যুতি হ্যাচব্যাগ চালু করেছে। ইতোমধ্যে বিভিন্ন রিপোর্ট সূত্রে খবর মিলেছে এই মাস থেকে গাড়িটির প্রাক বিক্রয় শুরু হবে। এমনও খবর সামনে আসছে যে প্রাথমিকভাবে এই গাড়িটি Wuling Hongguang MINI EV এর সাথে প্রতিদ্বন্ধিতা করবে। যা এই Bestune Xiaoma দাম রাখা হয়েছে আনুমানিক ৩.৪৭ লক্ষ থেকে ৫.৭৮ লক্ষ টাকা। প্রসঙ্গত, এই বছরের শুরু থেকেই সাংহায় অটো শোতে Bestune Xiaoma উন্মোচিত করেছিল। এর হার্ড টপ এবং কনভার্টেবল উভয়ই সংস্করণ প্রদর্শন করা হয়েছিল। তবে জানা গেছে বর্তমানে শুধুমাত্র হার্ডটপ ভেরিয়েন্ট বিক্রি করা হচ্ছে। গাড়িটিতে একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। ড্যাশবোর্ডেও রয়েছে একটি আকর্ষণীয় ডুয়াল টোন থিম। এতে ইভি ও রেঞ্জ এক্সটেন্ডার ডেডিকেটেড চ্যাসিস রয়েছে। বর্গাকার হেডল্যাম্প ঐ গাড়ির পিছনে টেলল্যাম্প লক্ষ্যণীয়। জানা যাচ্ছে, এই মাইক্রো ইভি পিছনের এক্সেল এর ওপর অবস্থিত একটি সিঙ্গেল ২০ কিলোওয়াট বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হয়। গাড়িটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দিয়ে সজ্জিত। তবে পাওয়ার ট্রেন সম্পর্কে এর থেকে বেশি বিস্তারিত তথ্য মেলেনি। নিরাপত্তার ক্ষেত্রে গাড়িটিতে দেওয়া হয়েছে এয়ার ব্যাগ। গাড়িতে তিন দরজার কনফিগারেশন রয়েছে। V আর্কিটেকচার সমর্থিত এই গাড়ির আরও আপডেট অতি শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
০৯ এপ্রিল ২০২৪, ০১:০০

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ২ কৃষকের
গোপালগঞ্জের কাশিয়ানীতে ধান খেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।  রোববার (২৪ মার্চ) সকালে কাশিয়ানী থানার রামদিয়া তদন্তকেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন নিশ্চিন্তপুর গ্রামে বিশ্বম্বর বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (৫৫) এবং একই গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (৪৫)।  স্থানীয়রা জানায়, নিশ্চিন্তপুর গ্রামের তাজের বিশ্বাস ও হারুন বিশ্বাস শনিবার রাতে তাদের ধানের জমিতে ইঁদুর মারার জন্য জিআই তারের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতে ধানখেতে সেচ দেয়ার জন্য বাড়ি থেকে বের হন সনাতন বিশ্বাস ও কালু শেখ। এরপর দীর্ঘ সময় পারও তারা বাড়িতে ফিরে আসেননি। পরে পরিবারের লোকজন তাদেরকে খুঁজতে গিয়ে কৃষক তানজের বিশ্বাস ও হারুন শেখের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের জিআই তারে তাদেরকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখ। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে ওই কৃষকদের বাড়ি নিয়ে যায়। কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন বলেন, মরদেহ স্বজনেরা ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যায়। তবে কার জমিতে বৈদ্যুতিক ফাঁদ দিয়েছে বা কার বাড়ি থেকে বিদ্যুৎ লাইন এনেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   
২৪ মার্চ ২০২৪, ১৩:৪৯

হাওরে চুরি ৩ বৈদ্যুতিক টান্সফর্মার, ৪ চোর গ্রেপ্তার
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রামের হাওরে সেচপাম্পের তিনটি বৈদ্যুতিক টান্সফর্মার চুরির ঘটনায় চার চোরসহ টান্সফর্মারের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) ইটনা, অষ্টগ্রাম ও করিমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ইটনা উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম গ্রামের আওলাদ হোসেনের ছেলে মো. সায়েম (২২), একই ইউনিয়নের বড়হাটির গ্রামের সোনা উল্লাহ ছেলে মাইনুল ইসলাম (২৬), নয়াহাটি গ্রামের সিজিল ঠাকুরের ছেলে মো. লিটন ঠাকুর (২৫) ও কিশোরগঞ্জ সদর উপজেলার তেরহাসিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে জুয়েল মিয়া (৩৭)। থানা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের হাওরে একটি সেচপাম্পের তিনটি টান্সফর্মার চুরি হয়। এ ঘটনায় বুধবার মামলা দায়ের হলে উদ্ধার অভিযান শুরু করে অষ্টগ্রাম থানা পুলিশ। শুক্রবার গোপন খবরের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে ইটনা উপজেলার বড়িবাড়ী ফেরীঘাট থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ৬টি তামার কয়েল ও চোরাই পণ্য পরিবহনে জড়িত ব্যাটারীচালিত একটি অটোরিকশা এবং অষ্টগ্রামের ভাতশালা হাওরের ভুট্টাখেত থেকে ট্রান্সফর্মারের ৩টি খালি টাংকি (ঢাকনাসহ) উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, বুধবার মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
২২ মার্চ ২০২৪, ১৭:৪৫

গাজীপুরের টঙ্গীর স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন
গাজীপুরের টঙ্গীতে মিল গেট এলাকায় একটি কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  মঙ্গলবার (১২ মার্চ) ভোরে টঙ্গীর মিল গেট এলাকায় এসএস স্টিল মিলের নিজস্ব ১১ কেভি দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন। তিনি বলেন, আজ ভোর ৬টা ৩৫ মিনিটে গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় এসএস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
১২ মার্চ ২০২৪, ১৫:৩৩

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, ২ বন্ধু নিহত
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।  মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)।  আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম বলেন, সোহাগ আমার আপন ভাতিজা। আনুমানিক ৬টায় রাজবাড়ি থেকে তার তিন দিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে রাজন আর সোহাগ বের হয়। ভোরে তারা বাড়ি থেকে কেন বের হলো সেটা জানতে পারিনি। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লেগে মারা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছে। আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনদিন আগে রাজনকে মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, সকালে আলিপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে।
১২ মার্চ ২০২৪, ১৫:১২

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউপির চিলাদী গ্রামে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার চিলাদী উত্তর-পশ্চিম পাড়া অটোচালক আবদুল হান্নানের বসতঘরে আগুন লাগে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি  পরিবারটির। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সোমবার দুপুরে হঠাৎ আবদুল হান্নানের বসতঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। 
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭

মেট্রোরেল চলাচল শুরু
বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ার এক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোরেল চলাচল শুরু হয়। রেল কর্তৃপক্ষ জানায়, মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে পড়ায় মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়। এর আগে, ৭ ফেব্রুয়ারি দুটি ঘুড়ি ও ঘুড়ির সুতা পল্লবী থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় মেট্রোরেল চলাচল ব্যহত হয়। এদিকে, গত ১১ ফেব্রুয়ারি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়, মেট্রোলাইনের আশপাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি বা অনুরূপ কোনো বস্তু যাতে কেউ না ওড়াতে পারে, সে জন্য আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো যাচ্ছে।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯

বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েলসহ গ্রেপ্তার ৩
ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তথ্যমতে ফেনী শহরের পাগলা মিয়া সড়কে সেলিমের ভাঙারির দোকান থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ৫ কেজি ওজনের তারও (কয়েল) উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে তাদের আদালতে হাজির করা হলে আরিফ হোসেন শুক্কুর নামে একজন ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ সূত্র জানায়, ৪ ডিসেম্বর ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি এলাকায় ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনায় ফেনী পল্লি বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনা তদন্তে তিনজনকে শনাক্ত করে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদী গ্রামের আমিন মিয়ার ছেলে আরিফ হোসেন শুক্কুর (২৮), কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর মোল্লা বাড়ির মোবারক হোসেনের ছেলে (বর্তমানে ফেনী শহরের হাজারী রোডের পশ্চিম মাথায় বাবুল চৌধুরীর ভাড়াটিয়া) মো. সুমন মিয়া (৩৬) ও কুমিল্লার একই বাড়ির জহির জামির আলীর ছেলে (বর্তমানে হাজারী রোডের পশ্চিম মাথা ফটিক চৌধুরীর ভাড়াটিয়া) মো. সেলিমকে (৩০) গ্রেপ্তার করে। এরমধ্যে শুক্কুরের নামে এর আগে ৯টি, সুমনের নামে ৫টি ও সেলিমের নামে ২টি মামলা রয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থৈয়াই অংপ্রু মারমা গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ৩ জনই পেশাদার ট্রান্সফরমার চোর। বুধবার তাদের আদালতে সোপর্দের পর শুক্কুর ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়