• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বেপরোয়া বাইকারদের দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী
কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছেন লাখ লাখ মোটরসাইকেল চালক। সুযোগ পেলেই যখন ইচ্ছা উঠে যাচ্ছেন ফুটপাতে, কখনও বা চলছেন উল্টোপথে। এতে দুর্ঘটনাও বাড়ছে। ফলে প্রতিনিয়ত সড়কে আতঙ্ক নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, গতবছর সারাদেশে মোট ৬ হাজার ৫২৪টি সড়ক দুর্ঘটনার মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ২ হাজার ৫৩২টি। এরমধ্যে শহরেই ৩০১টি দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতির হিসেবে চলতি বছরের শুধু ফেব্রুয়ারিতে ১৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২১০ জন নিহত এবং ১২৯ জন আহত হয়েছেন। পথচারীরা বলেন, মোটরসাইকেল চালকদের যন্ত্রণায় স্কুলের বাচ্চারাও ঠিকমতো রাস্তা পার হতে পারে না। জেব্রাক্রসিং কিংবা ফুটপাত কোনো কিছুই তারা ছাড়ছেন না। রাস্তায় একটু জ্যাম দেখলেই মোটরসাইকেল নিয়ে ফুটপাতে উঠে যান। এতে আমাদের চলাচলে সমস্যায় পড়তে হয়। এদিকে কয়েকজন মোটরসাইকেল চালকের দাবি, ‘কেউই নিয়ম মানে না। সবাই শটকাট খুঁজে।একজনের দেখা দেখি অন্যরাও উল্টোপথে মোটরসাইকেল নিয়ে চলাচল করে।’ এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. মঞ্জুরুল ইসলাম বলেন, একসঙ্গে অনেকগুলো মোটরসাইকেল এসে এমন পরিস্থিতি তৈরি করে যে, আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ পাই না।  একজন-দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। যখন ২০-৩০টি মোটরসাইকেল একসঙ্গে হয়ে যায় তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেও অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগাম টানতে বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, ফুটপাতে যেন মোটরসাইকেল উঠতে না পারে, সেজন্য নকশাগত পরিবর্তন আনতে হবে। এ ছাড়া এন্ট্রি ও এক্সিটে বার দিতে হবে, যেন ফুটপাতে মোটরসাইকেল প্রবেশ করতে বা বের হতে না পারে। একইসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কে মোটরসাইকেল সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে।
২৪ মার্চ ২০২৪, ২০:০৫

বাড়ির সামনে বেপরোয়া লরির চাপায় স্কুলছাত্রের মৃত্যু
নেত্রকোণার মোহনগঞ্জে মাটিভর্তি বেপরোয়া গতির লরির চাপায় বাইসাইকেলে থাকা এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ওই স্কুলছাত্রের নাম রাব্বি মিয়া (১২)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এনামুল (১৫) নামে আরেক কিশোর। ঘটনার পর লরিচালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত রাব্বি তেতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে পাকা রাস্তায় সাইকেল চালাচ্ছিল এনামুল। আর তার পেছনে বসা ছিল রাব্বি। এসময় হাওর থেকে মাটিভর্তি একটি লরি বেপরোয়া গতিতে এসে তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে পেছনে বসা রাব্বি ঘটনাস্থলেই নিহত হন। আর এনামুলের পা ভেঙে যায়। ঘটনার পর এলাকাবাসী লরিচালককে আটক করে। আহত এনামুলকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লরি জব্দ করে ও এর চালক আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত রাব্বির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এনামুলের চাচা জুলহাশ মিয়া জানান, হাওরের খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে বিক্রি করছে এলাকার একটি চক্র। দিনে ১৫-২০টি লরি বেপরোয়া চলাফেরা করছে। সন্ধ্যার দিকে একটি লরি রাব্বি ও এনামুলকে চাপা দেয়। এতে রাব্বি ঘটনাস্থলে নিহত হন। আর এনামুলের পা ভেঙে যায়। মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪

বেপরোয়া গাড়িচালকের মতো ফখরুলরা : কাদের 
মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বেপরোয়া গাড়িচালকের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি অনেক বেপরোয়া উক্তি করেছে। বেপরোয়া গাড়িচালকের মতোই রাজনীতিতে বেপরোয়া তারা। নির্বাচনের আগে জনগণের জানমাল রক্ষার নামে তাদের বিভিন্ন কর্মসূচি পরেও সচেষ্ট থাকবে।  শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী। দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপি বার বার ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায়। তাদের কথা মতো না চললেই উগ্রবাদী আচরণ শুরু করে। ওবায়দুল কাদের বলেন, যাদের হাতে রক্তের দাগ, যারা দেশে অপরাজনীতি শুরু করেছে, তারাই আওয়ামী লীগের ওপর দায় চাপাতে চায়। তারা কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে প্রকাশ্যে নেত্রীকে প্রাইম টার্গেট করে হত্যার চেষ্টাসহ অনেক হত্যা সংঘটিত করেছে।  ‘আওয়ামী লীগ হত্যার রাজনীতি শুরু করেছে’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ফখরুল এমন তথ্য কোথা থেকে পেলেন। গুম-খুনের সঙ্গে বিএনপিই জড়িত। তারা নিজেদের লোককে গুম করে, হত্যা করে; আর এখন সেই দায় আওয়ামী লীগের ওপর দিতে চায়। সালাউদ্দিন, ফরহাদ মাজহারদের গুমের নাটকও দেশের মানুষ দেখেছে। প্রকৃত ঘটনা আড়াল করার জন্য বিএনপি অপকৌশল শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুলরা জেল থেকে বেরিয়ে একই নাটকের পুনরাবৃত্তি করছে। তারা নাকি ঘুরে দাঁড়াবে! কবে ঘুরে দাঁড়াবে, তাদের চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি। বিএনপির হাতে এখন কোনো ইস্যু নেই উল্লেখ করে এরপর তিনি বলেন, বিএনপি নেতারা এখন জনগণের কাছে নিজেদেরই ছোট করছে। গায়ে পড়ে ইস্যু তৈরি করছে তারা। নির্বাচন হয়ে গেছে, দেশে কোনো খারাপ পরিস্থিতি নেই। তারা বলেছিল এই সরকার টিকবে না। আমাদের প্রধানমন্ত্রী নাকি নির্বাচিত নন, তাহলে তিনি জার্মানির আন্তর্জাতিক সিকিউরিটি কাউন্সিলে নিমন্ত্রণ পান কীভাবে? এ ছাড়া মিয়ানমারের বিষয়ে ‘ইন্টেলিজেন্স ডিপ্লোম্যাসি’ প্রয়োজন উল্লেখ করে কাদের বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে তাদের সব পক্ষের গতিবিধি লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।    
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৭

বেপরোয়া ট্রাক্টরের চাপায় সাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় রফিকুল ইসলাম বাচ্চু (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। তার বাড়ি জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে।  সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গলেহা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  স্থানীয়রা জানায়, বিকেলে গলেহা বাজার থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ রফিকুল ইসলাম বাচ্চু। বাইসাইকেলে রওনা হওয়া মাত্রই পঞ্চগড় থেকে চাকলাগামী দ্রুত গতির বেপরোয়া একটি পাথরবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যান তিনি। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাক্টরসহ চালক তরিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তরিকুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলা সাতমেরা ইউনিয়নের শতরংপাড়া এলাকায়।   এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার বলেন, এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪১

ক্ষমতায় যেতে বেপরোয়া কর্মকাণ্ড করছে বিএনপি : নানক
ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বেপরোয়া কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার হাইকমিশনার মুশতাহা জাওয়ারার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নানক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপি একটি নামসর্বস্ব দলে পরিণত হয়েছে। তারা দেশের উন্নয়নকে ব্যাহত করতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য তারা এখন বেপরোয়া কর্মকাণ্ড পরিচালনা করছে। এ সময় সহিংস কর্মকাণ্ডের পথ পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। গাম্বিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে নানক বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে গাম্বিয়া আগ্রহ প্রকাশ করেছে। সাক্ষাতে বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পঞ্চমবারের মতো সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন গাম্বিয়ার হাইকমিশনার। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়