• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বেনাপোলে ৭৬ হাজার ৪শ’ ডলারসহ নারী যাত্রী আটক
যশোরের বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। ভারত থেকে আসা সেই নারীর নাম নাসরিন আক্তার বলে জানা গেছে।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।  ওই সময় তার ব্যাগ তল্লাশি করে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার উদ্ধার করতে সক্ষম হন তারা।   নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তার পাসপোর্ট নম্বর অ-১১৩২২২২০। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারিনটেনডেন্ট কামাল হোসেন জানান, গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে যে ভারত থেকে এক বাংলাদেশি নারী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে প্রবেশ করবেন। গোপন তথ্য পাওয়ার পর ইমিগ্রেশন কাস্টমসে অবস্থান নেয় শুল্ক গোয়েন্দার একটি দল। বেলা ১১টার দিকে ইমিগ্রেশনের সময় ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী ওই নারীকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকা।  আটক ওই নারী যাত্রীর বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়