• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
ভিসা কার্ড নিয়ে এলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
ভিসা নেটওয়ার্কের আওতায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মাল্টিকারেন্সি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড নিয়ে এলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ইএমভি চিপযুক্ত এবং থ্রিডি সিকিউরড কন্ট্যাক্টলেস সুবিধাসহ বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, শপিং আউটলেট এবং বিভিন্ন হাসপাতালের জন্য বেঙ্গল কার্ডে রয়েছে আকর্ষণীয় অফার।  রোববার (১০ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেঙ্গল কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন।  এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী ও এস এম ফারুকী হাসান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, ভিসার দক্ষিণ এশিয়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আশিষ চক্রবর্তী, আইটিসি পিএলসি এর বিজনেস ডিরেক্টর ওসমান হায়দার, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
৩৮ মিনিট আগে

নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি বিভাগ প্রোগ্রামার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি পদের নাম: প্রোগ্রামার (এসও-ইও) বিভাগ: তথ্য প্রযুক্তি বিভাগ পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন/ব্যাংকিং সফটওয়্যার পরিচালনা করার জন্য যথেষ্ট দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৪ মার্চ ২০২৪, ০৯:১১

বগুড়ায় ১২২তম বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন
বগুড়ার শেরপুর উপজেলায় বৈকাল বাজার সড়ক সংলগ্ন মেসার্স আয়েশা প্লাস্টিকের তত্ত্বাবধানে ১২২তম বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন হয়েছে।  শনিবার (৩ ফেব্রুয়ারি) বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) আব্দুল হামিদ ফিতা ও কেক কেটে শপটি উদ্বোধন করেন । আন্তর্জাতিক মানের নিত্য ব্যবহার্য গৃহস্থালির প্লাস্টিক পণ্যসামগ্রী ও গুণগত মানের বাহারি ডিজাইনের প্লাস্টিক ফার্নিচার নিয়ে এক্সক্লুসিভ শপটি যাত্রা শুরু করে।  এ সময় আব্দুল হামিদ বলেন, এক্সক্লুসিভ শপের প্রধান উদ্দেশ্য গুণে ও মানে সেরা পণ্যটি সুলভ মূল্যে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্সক্লুসিভ শপ থেকে ক্রেতারা অতি সহজেই তাদের পছন্দের পণ্যসামগ্রী কিনতে পারবেন।  উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক হারুন অর রশিদ এবং ডিজিএম ফজলে রাব্বী, স্থানীয় পরিবেশক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সমন্বয় করেন মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক খায়রুল ইসলাম।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৪

সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল ‘বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’
‘বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার ২০২৪’-এ সেরা প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। গত ২৪ থেকে ২৭ জানুয়ারি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ১৬তম ফেয়ারে এ পুরস্কার প্রদান করা হয়। বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবদুল হামিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এমপি মোরশেদ আলম।  এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। নির্বাচিত শ্রেষ্ঠ প্যাভিলিয়নগুলোকে পুরস্কার বিতরণ করেন মোরশেদ আলমসহ অন্যরা।
৩০ জানুয়ারি ২০২৪, ১২:০১

লক্ষ্মীপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখা উদ্বোধন
লক্ষ্মীপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ২৯তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সদর উপজেলার পোদ্দার বাজারে এ উপশাখার উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. কায়কোবাদ, চৌমুহনী ব্রাঞ্চের ব্যবস্থাপক মশিউর রহমান, পোদ্দার বাজার উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ আশিকুর রহমান, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের উপপরিবেশ-বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম পাটোয়ারী। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, আমাদের ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সঙ্গে ব্যাংককে সম্পৃক্ত করা। গ্রামের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে বদ্ধপরিকর আমরা। আমরা আশা করছি, আমাদের ব্যাংকের মাধ্যমে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন।  
৩০ জানুয়ারি ২০২৪, ১৬:৩৫

আকর্ষণীয় সব ফিচার নিয়ে যাত্রা শুরু ‘রিভো’র
বাজারে এলো বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মোবাইল ব্র্যান্ড রিভো মোবাইল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আনা বিভিন্ন ফিচারের ফোনগুলো পাওয়া যাবে বাংলাদেশের সর্বত্র। সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কয়ারে আনুষ্ঠানিকভাবে কেক কেটে রিভো মোবাইল উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপের পরিচালক ও লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু। তিনি বলেন বেঙ্গল গ্রুপের সুনাম ধরে রাখবে রিভো মোবাইল এবং বিশ্বে বাংলাদেশের ফিচার ফোনের ব্র্যান্ড ছড়িয়ে দেবে রিভো মোবাইল। অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী নাহিদুল ইসলাম বলেন গুণগতমান সম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার, ব্যাটারিসহ মোবাইল ফোনের পিসিবিএ উৎপন্ন করা হচ্ছে। এ ছাড়াও অনুষ্ঠানটিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২৯ জানুয়ারি ২০২৪, ১৪:৫২

লোকবল নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বয়স বেশি হলেও চলবে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির এসএমই এবং অ্যামেজিং কর্পোরেট বিজনেস বিভাগ আরও/আরএম (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড পদের নাম: আরও/আরএম (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) বিভাগ: এসএমই এবং অ্যামেজিং কর্পোরেট বিজনেস পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, আর্থিক পরিষেবা, এসএমই পণ্য বিষয়ে জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় যথেষ্ট জ্ঞান থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২২ থেকে ৫০ বছর  কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪

ঝালকাঠিতে বেঙ্গল সিমেন্টের পার্টনার মিট অনুষ্ঠিত
‘এসেছি গড়তে এসেছি জয় করতে’এই স্লোগানে ঝালকাঠিতে বেঙ্গল সিমেন্ট এর শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের থানা রোড় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার শতাধিক রিটেইলার ইঞ্জিনিয়ার এবং কন্টাক্টারদারা অংশগ্রহণ করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেডের ডিরেক্টর অপারেশনস আফসানা হক। মেসার্স এশান এন্টারপ্রাইজ স্বত্ত্বাধিকারী ফেরদৌস আহমেদ টিটুর সভাপতিত্বে বিশেষ অথিথি ছিলেন বেঙ্গল সিমেন্ট হেড অব সেলস ইঞ্জিনিয়ার সরোজ কুমার বড়ুয়া, এজিএম মো. মাঈনুল হাসান শিমুলসহ বরিশাল অঞ্চলের আরএসএম, এএসএম সকল অফিসাররা উপস্থিত ছিলেন। পরে সেরা বিক্রেতা এবং র‍্যাফেল-ড্র এর মাধ্যমে রিটেইলারদের পুরস্কৃত করা হয়। এশান এন্টারপ্রাইজ, মেসার্স আদ্বুল রাজ্জাক এন্ড সন্সের আয়োজনে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।  
১৬ জানুয়ারি ২০২৪, ২১:২৩

বেঙ্গল মাল্টিমিডিয়ার ফিল্ম ডিস্ট্রিবিউশন ম্যানেজার মনজুর রহমান মারা গেছেন
মারা গেছেন বেঙ্গল মাল্টিমিডিয়ার ফিল্ম ডিস্ট্রিবিউশন ম্যানেজার মনজুর রহমান। শনিবার (৬ জানুয়ারি) ভোর ৪টায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। জানা গেছে, ঢাকা থেকে রাত ১১টায় চেয়ারম্যান পরিবহনে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন মনজুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারি)। তিনি ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।  যাওয়ার সময় লেবুখালী সেতুতে ওঠার আগে চাকা খুলে গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান মনজুর রহমান। আজ বাদ আছর দশমিনা বেতগী বাজার হাটখোলায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুর আগে ব্যক্তিগত জীবনে দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন তিনি।  
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়