• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগম মারা গেছেন
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগম (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান। ন্যাপ কমিউনিস্ট পাটির ছাত্রী ইউনিয়নের  বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক মাষ্টারের সহধর্মিণী এবং উপজেলার ভাটেরচর গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। কোহিনূর বেগম পাঁচ মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসানের উপস্থিতিতে বেলাব থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বেলাব উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি বলেন, উপজেলাতে উনিসহ চারজন বীর মুক্তিযোদ্ধা ছিল। কোহিনূর বেগম অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দেশের একজন সূর্যসন্তান ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি তার মাগফিরাত কামনা করি।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯

জুলেখা বেগম হয়ে পর্দায় আসছেন ডলি জহুর
দেশের খ্যাতিমান একজন অভিনেত্রী ডলি জহুর। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, চলচ্চিত্র সব জায়গায় সমান পদচারণা এবং জনপ্রিয়তা তার। বিশেষ করে নব্বইয়ের দশকের সিনেমায় নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে ডলি জহুর ছিলেন অনেকটা অপ্রতিদ্বন্দ্বী। কাজ করেছেন দেড় শতাধিক চলচ্চিত্রে। দুবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ বছর পেয়েছেন আজীবন সম্মাননাও। নন্দিত এই অভিনেত্রী বর্তমানে কাজ করছেন খুবই কম। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শনিবার রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘জুলেখা বেগম’। আফসানা বেগমের মূল গল্পে এটি নাট্যরূপ দিয়েছেন শ্যামল শিশির। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় নাকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ডলি জহুর। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, রমিজ রাজু, দোলন দে, আশরাফ কবির, নূর আলম নয়ন। নাটকে দেখা যাবে- এক সমযের তুখোড় ও জনপ্রিয় খল অভিনেত্রী জুলেখা বেগম। বস্তির প্রান্তে দুই কক্ষের স্যাঁতস্যাঁতে বাড়িটাই যার একমাত্র সঙ্গী। যে বাড়ির খসে পড়া পলেস্তারা, ক্ষত-বিক্ষত দেয়াল, ভাঙা আয়নায় দেখা যায় জুলেখা বেগমের জীবন বাস্তবতা। যৌবনে চলচ্চিত্রাঙ্গনে প্রচুর চাহিদা থাকলেও এই ষাটোর্ধ্ব বয়সে দিন কাটছে প্রতি মুহূর্তের অনিশ্চয়তায়, নিঃসঙ্গতায়। মাঝেমধ্যে দু-একটা দৃশ্যে অভিনয়ের ডাক আসে। এসব ছোটখাটো চরিত্রে অভিনয় করে যে টাকা পান তা দিয়েই টেনেটুনে চলে তার সংসার। চরম হতাশায় একদিন জুলেখা বেগম এতদিনের পাওয়া সার্টিফিকেট, মেডেল, ট্রফি সব ছুঁড়ে ফেলেন। পরদিন সকালেই জানতে পারেন সরকার তাকে আজীবন সম্মাননা দেবে। নানাভাবে বঞ্চিত জুলেখা বেগমের বিশ্বাস হ য়না আজীবন সম্মাননা পাওয়ার খবর!
১২ জানুয়ারি ২০২৪, ১৭:১৪

নৌকা নিয়েও পিছিয়ে মমতাজ
অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মাঝে ৭৪টি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে আছে মমতাজ বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমেদ টুলু (ট্রাক)- ৪১,০৪০ ও মমতাজ বেগম (নৌকা)- ২৩,৭৬১ ভোট পেয়েছেন। এর আগে,  নির্বাচনে নিজের অবস্থা সম্পর্কে মমতাজ আরটিভিকে বলেন, আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো ভোটারদের সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস যে যাই বলুক না কেনো এবারও জয় নৌকারই হবে। প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।
০৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫৭

জয়ের ব্যাপারে যা জানালেন মমতাজ
আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে আওয়ামী লীগ থেকে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সংগীতশিল্পী মমতাজ বেগম। এদিন ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পাশাপাশি জয়ের ব্যাপারে গণমাধ্যমে কথা বলেন এই গায়িকা।  মমতাজ বলেন, একজন প্রার্থী হিসেবে আমি দেখলাম এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুবই কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে— সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে কেন্দ্রে। আর সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।   নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে গায়িকা বলেন, আগেও বলেছি এবং এখনও বলছি, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। কারণ, মানুষের কাছে খুব জনপ্রিয় মার্কা হচ্ছে নৌকা।  এই ফোক সম্রাজ্ঞী বলেন, সাধারণ মানুষ ব্যক্তি মমতাজ হিসেবেও আমাকে ভীষণ ভালোবাসে। মানুষের দ্বারে দ্বারে আমি গিয়েছি। তারা নৌকা ও আমাকে বেছে নিয়ে ভোট দেবে। এখানে নৌকা মার্কা শতভাগ জয়ী হবে।   প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হন তিনি। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।    
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়