• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু । শনিবার (২০ এপ্রিল) বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি জানানো হয়েছে। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, শুক্রবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।   তিনি আরও বলেন, আজ দুপুরের পর তার শারীরিক পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।    আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা কামনা করে দোয়া চান শায়রুর কবির খান।  
২০ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

রাবির হলের কক্ষে শিক্ষার্থীর বুকে ছুরিকাঘাত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলে নিজ কক্ষে থাকা অবস্থায় ছুরিকাঘাতে আহত হয়েছেন জয়দেব সাহা নামের এক শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জয়দেব সাহা  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থী শাহ মখ্দুম হলের হলের ৩৪১ নং রুমে থাকতেন। তার বাড়ি নোয়াখালীতে। ওই শিক্ষার্থীর রুমমেট সাজ্জাদ বলেন, অনেকদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। আমি খবর দেওয়ার পর বাসা থেকে তার ছোট ভাই এসেছিল। আজ একসাথে খাওয়া-দাওয়াও করেছে।  আহত জয়দেব জানান, তার ছোট ভাই তাকে ছুরি মেরেছে। শাহ মখ্দুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ঘটনা শোনামাত্র আমি হলে এসেছি। তাকে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে রামেকের ৪নং ওয়ার্ডে ভর্তি আছে। সে নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছে নাকি অন্য কেউ করেছে, এ বিষয়ে এখনও জানা যায়নি।  
২৩ মার্চ ২০২৪, ০১:৩৫

কিছুক্ষণ পর পরই ছেলেকে বুকে চেয়ে মায়ের আর্তনাদ
ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া জাহাজে থাকা বাংলাদেশি ২৩ নাবিকদের মধ্যে ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খান লক্ষ্মীপুরের বাসিন্দা। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরের রাখালিয়া গ্রামে। প্রায় ১ মাস আগে তার বাবা আজহার মিয়া মারা যান। এখনও গৃহকর্তা হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। এর মধ্যেই পরিবারের ছোট ছেলে সাগরে ডাকাতদের কবলে রয়েছে। এ শোকে আইয়ুবের মা হোমায়রা বেগম কান্নায় ভেঙে পড়েছেন। কিছুক্ষণ পর পরই ছেলেকে বুকে চেয়ে আর্তনাদ করে ওঠেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে রায়পুরের রাখালিয়া গ্রামের বাড়িতে গিয়ে আইয়ুবের মাকে ছেলের জন্য আর্তনাদ করতে দেখা যায়। আইয়ুব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের বিরন বেপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। তিনি রাখালিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি থেকে এইচএসসি পাস করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং পাশ করেন। প্রায় ১ বছর ধরে ইন্টার্নি করছে আইয়ুব। জানতে চাইলে হোময়রা জানান, সোমবার বিকেলে আইয়ুব তার সঙ্গে শেষবার কথা বলেছে। মঙ্গলবার তার অন্য ছেলেদের সঙ্গেও কথা হয়েছে। কেউ তাকে কিছু জানায়নি। গত রাতে তিনি নাতিনের কাছ থেকে শুনে মেঝো ছেলেকে ফোন দিয়ে বিষয়টি জানতে চান। মেঝো ছেলে তাকে জানিয়েছে, আইয়ুবের জন্য চিন্তা না করতে। ভারত মহাসাগরে আইয়ুবদের জাহাজ সোমালিয়ান জলদস্যুরা অস্ত্র ঠেকিয়ে কব্জা করেছে। এসব শোর পর থেকেই কান্নাই তার (হোমায়রা) সম্বল, সারারাত তিনি ঘুমাতে পারেননি। আইয়ুবের কোন খবরও পাওয়া যাচ্ছে না। তার ছেলে কিভাবে, কেমন আছে? এসব বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
১৩ মার্চ ২০২৪, ১৭:৫২

বুকে ব্যথা নিয়ে রাবি অধ্যাপক শামসুজ্জোহার মৃত্যু
হঠাৎ বুকে ব্যথা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এছামীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে জানান, দুপুরের দিকে বুকে ব্যথা অনুভব করলে ড. এছামীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকেলের দিকে ইন্তেকাল করেন তিনি। শুক্রবার রাত সাড়ে আটটায় রাবি কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আর আগামীকাল পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। অধ্যাপক মো. শামসুজ্জোহা এছামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শিক্ষা ও গবেষণায় ড. শামসুজ্জোহা এছামীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন উপাচার্য। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। উল্লেখ্য, ড. এছামী ২০০২ সালের ৩০ ডিসেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন তিনি। তিনি রাবি শিক্ষক ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
১৯ জানুয়ারি ২০২৪, ২১:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়