• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
বিয়ের জন্য যেমন মেয়ে পছন্দ জায়েদ খানের
জায়েদ খান। সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত এক নাম। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় সিনেমাসহ নানা বিষয় নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন একটি গণমাধ্যমের অনুষ্ঠানে। সেখানে তাকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। কেমন পাত্রী চান, বিয়ের জন্য- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, আমি যে ধরনের পরিবার থেকে আসছি সে অনুযায়ী ঘরোয়া মেয়ে চাই। এছাড়া আমি একটা কথা সব সময় বলি, আগে দর্শনধারী তারপর গুণবিচারি। মানে দেখতে তাকে অবশ্যই সুন্দরী হতে হবে। যেন রাস্তা থেকে হেঁটে গেলে সবাই চেয়ে থাকে। তিনি আরও বলেন, অবশ্যই তাকে সৎ হতে হবে। তার প্রতিটি কাজকর্মে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। এগুলো হলেই চলবে। টাকা-পয়সাওয়ালা পরিবারের মেয়ে হতে হবে- এটি আমার কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়। ঈদে মুক্তি পাওয়া ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান ছাড়াও ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ অভিনয় করেছেন।
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৪

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সুস্মিতা সেন
বলিউড অভিনেত্রী  সুস্মিতা সেন। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজোড়া খ্যাতির অধিকারিণী তিনি। বলিউডে অভিষেক তার ঠিক দুই বছর পর। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। তার পর ‘বিবি নম্বর ওয়ান’, ‘সির্ফ তুম’, ‘ফিজা’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’-র মতো অসংখ্য ফিল্মে অভিনয় করেছেন।  এই নায়িকার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত ব্যক্তিগত জীবনের জন্য। বলা ভালো তার প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। তবু কোনো দিনই কোনো কিছু লুকিয়ে করায় বিশ্বাসী নন সুস্মিতা সেন। কখনো রণদীপ হুডা, কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁ মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, আবার কখনো ললিত মোদী, আবার কখনো বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার। বয়স তার পঞ্চাশ ছুঁইছুঁই। তবু ঘর বাঁধা হয়নি। এই মুহূর্তে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে তার সংসার। সঙ্গে রয়েছেন প্রাক্তন প্রেমিক রোহমনও। এবার সুস্মিতা জানিলেন, বিয়ে করবেন তিনি। মুখ খুললেন তার প্রাক্তনদের নিয়েও। বছর খানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পরে নতুন করে নিজের জীবন ফিরে পেয়েছেন। সেই সঙ্গে জীবনে ফিরে এসেছে পুরনো প্রেমও। তিনি রোহমান। এই মুহূর্তে একসঙ্গেই আছেন তারা। তবে সম্পর্কে আছেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। সুস্মিতা জানান, প্রাক্তনদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্কই রয়েছে তার। শুধু তাই নয়, তিনি কৃতজ্ঞ জীবনে এমন কিছু বন্ধু পেয়ে। তিনি স্বীকার করেন, যেকোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর বন্ধুত্ব থাকতেই পারে। তবে সেটারও নির্দিষ্ট সীমা রয়েছে। রোহমন তার জীবনে ফিরে আসায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি প্রাক্তন প্রেমিকেই থিতু হবেন অভিনেত্রী? সেই সময় শুধুই জানান, বিয়েতে তার অনীহা নেই। তবে এবার সুস্মিতা জানান, তিনি বিয়ে করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বিয়ে করার জন্য আমি কখনোই সামাজিক চাপ অথবা বয়সের তোয়াক্কা করি না। তবে বিয়ে করার ইচ্ছে আছে। কিন্তু জীবনে সেই সঠিক মানুষটাকে আসতে হবে। যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে সেগুলো মিলে গেলেই বিয়ে করবে নেব। তার আগে এই বেশ ভালো আছি।  
০৬ এপ্রিল ২০২৪, ২১:৫৩

বিয়ের পর যে কারণে সিনেমা ছেড়ে দিতে চান পূজা চেরি
ক্যারিয়ারে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। সিনেমায় পূজার সঙ্গী হয়েছেন আদর আজাদ। বর্তমানে তাই এই সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা। এদিকে দিন কয়েক আগেই মা হারিয়েছেন পূজা। ফলে ঈদ ও সিনেমা নিয়ে এখন খুব একটা উচ্ছ্বসিত নন তিনি। কিন্তু তবুও পেশাগত কারণে সিনেমার প্রচারণা করছেন। কারণ তার মায়েরই স্বপ্ন ছিল নায়িকা হবেন পূজা। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই নিজের কাজ গুলো সুন্দরভাবে গুছিয়ে করতে চান।  তবে সম্প্রতি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন পূজা। এসময় তিনি জানান, বিয়ের পর পূজার পরিবার যদি চায় তাহলে আর সিনেমা করবেন না। বিদায় নেবেন শোবিজ দুনিয়া থেকে। পূজা বলেন, এবার ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে, সেটা অবশ্যই অনেক আনন্দের। আবার অন্যদিক থেকে ভীষণ কষ্টেরও। কেননা— এই ঈদে আমার মা নেই। এরপরও আমাকে অভিনয় এবং সিনেমার প্রোমোশনে যেতে হবে। কারণ এটা আমার পেশা। যে পেশায় সফলতা পেলে সবথেকে বেশি খুশি হবে আম্মু। এজন্য তার স্বপ্ন পূরণে কাজটি মন দিয়ে করতে চাই আমি। মাকে হারানোর পর এখন পরিবারই সবকিছু উল্লেখ করে চিত্রনায়িকা বলেন, পরিবার যদি চায় বিয়ের পর সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে, তাহলে ছেড়ে দিব। আমার মায়ের নায়িকা হওয়ার ইচ্ছা ছিল। তিনি হতে পারেননি। তবে আমাকে বানিয়েছেন। আর এখন মা নেই। এখন পরিবারই আমার কাছে সব। পূজা আরও বলেন, পরিবার চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। আমার কাছে তাদের চাওয়াই সব। আর এই ঈদে কোনো আনন্দ নেই আমার। শপিংও নেই। সিনেমার প্রচারে বের হব,  পরে ফের বাসায় চলে যাব। প্রসঙ্গত, রোমান্টিক ধাঁচের সিনেমা পূজা অভিনীত ‘লিপস্টিক’। গ্রাম থেকে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসে বুচি নামের এক কিশোরী। একপর্যায়ে নায়িকাও হয়ে যান। কিন্তু এরপরই শুরু হয় তার ভিন্ন এক জীবন। সিনেমায় বুচির চরিত্রে অভিনয় করেছেন পূজা।  
০৬ এপ্রিল ২০২৪, ০৯:১৮

এবার বিয়ের পিঁড়িতে বসছেন কঙ্গনা
এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সিনেমা পাড়ায় জোর গুঞ্জন চলছে, ভারতের লোকসভা ভোটের পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন এই অভিনেত্রী!  ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, কঙ্গনার হবু স্বামী বিদেশে থাকেন এবং জনপ্রিয় ব্যবসায়ী। বলিউডের সঙ্গে তার কোনো সংযোগই নেই। বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা। এবার তাদের গাঁটছড়া বাঁধার পালা।    শোনা যাচ্ছে— হিমাচল প্রদেশে ছিমছামভাবেই কঙ্গনার বিয়ের আসর বসবে। ইতোমধ্যে জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের কাছ থেকে নিজের বিয়ের পোশাকও তৈরি করে ফেলেছেন এই অভিনেত্রী। জানা গেছে, সম্প্রতি ইংরেজি এক গণমাধ্যমে ভুল করে কঙ্গনার বিয়ের তথ্য ফাঁস করে দেন তার ফ্যাশন ডিজাইনার।     অতীতে একাধিকবার প্রেমে জড়ালেও কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি কঙ্গনার। প্রেমের জেরে বহুবার বিতর্কের মুখেও পড়েছেন তিনি। বর্তমানে ফিল্মি ক্যারিয়ারে খারাপ সময় পার করছেন কঙ্গনা। একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে অভিনেত্রীর। ব্যক্তিগত জীবনেও বছরখানেক ধরে একাকী জীবনযাপন করছেন কঙ্গনা। বর্তমানে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় তাকে।        তবে সাম্প্রতিক সময়ে রাজনীতি নিয়েও আগ্রহ প্রকাশ করছেন কঙ্গনা। অনেকের ধারণা— মোদির হাত ধরেই রাজনীতিতে নাম লেখাতে চান তিনি। তবে বিজেপির পক্ষ থেকে এখনও সবুজ সংকেত দেওয়া হয়নি তাকে।  সূত্র : কলকাতা টিভি   
২৩ মার্চ ২০২৪, ১৫:৫৮

স্ত্রী পরিচয় দিয়ে নারীকে দীর্ঘদিন ‘ধর্ষণ’, আ.লীগ নেতা আটক
দিনাজপুরের হিলিতে বিয়ের নাটক সাজিয়ে স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও পরবর্তীতে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় হিলির মুন্না মটরসের মালিক মুশফিকুর রহমান মুন্নাকে (৪২) আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।  আটককৃত ব্যক্তি ২নং বোয়ালদাড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম।  শনিবার (১৬ মার্চ) ভোররাতে উপজেলার বোয়ালদাড় গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত মুশফিকুর রহমান মুন্না বোয়ালদাড় গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন।  ওসি দুলাল হোসেন বলেন, কৌশলে বিয়ের নাটক সাজিয়ে স্ত্রীর পরিচয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও পরবর্তীতে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় আসামি মুশফিকুর রহমান মুন্নাকে (৪২) শনিবার ভোররাতে তার নিজ বাড়ি বোয়ালদাড় থেকে আটক করা হয়েছে। এ সময় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১৬ মার্চ ২০২৪, ২০:৪৮

বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাত করান ‘বাহুবলী’র অভিনেত্রী
‘বাহুবলী’ খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রামায়া কৃষ্ণান। এই অভিনেত্রীর গোপন প্রেম নিয়ে চলছে নানা আলোচনা। শোনা যাচ্ছে বিয়ের আগেই এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। একটা সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতও করান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯৯৯ সালে দক্ষিণী পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে প্রথম সিনেমায় কাজ করেন রামায়া। এরপর একটা সময় ঘণিষ্ঠতা বাড়ে দুজনের। বিবাহিত পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের খবর গোপন ছিল না অন্দরমহলে। সকলেই জানতেন তাদের প্রেমের কথা। কে এসের অনেক সিনেমাতেই কাজ করেন তিনি। সেখান থেকেই দুজনের সম্পর্ক গড়ায় পরিণয়ে। এরপর একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী। বিষয়টি জানতে পারেন রবিকুমারের স্ত্রী। হুমকি দেন রামায়াকে। যে কারণে সন্তানের জন্ম ও পরিচয় দিতে অস্বীকার করেন পরিচালক। ফলে একপর্যায়ে এসে গর্ভপাতের সিদ্ধান্ত নেন রামায়া। আর সেজন্য নাকি কে এস রবিকুমারের থেকে ৭৫ লাখ টাকাও চেয়ে নেন অভিনেত্রী। যদিও গণমাধ্যমের কাছে বিভিন্নসময় প্রেম-গর্ভপাতের বিষয়টি অস্বীকার করেছেন দুজনেই। তবে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের এই ‘গোপন সম্পর্কের’ খবর এখনও চর্চিত হয় বিভিন্ন সময়ে। পরে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। যার নাম হৃত্বিক কৃষ্ণান। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গেই সুখের সংসার এই অভিনেত্রীর। রামায়া কৃষ্ণান দক্ষিণের জনপ্রিয় একজন অভিনেত্রী। দুই যুগের বেশি সময় ধরে কাজ করছেন। নিজের ক্যারিয়ারে প্রায় ২৬০টি সিনেমা করে ফেলেছেন তিনি। রামায়াকে সর্বশেষ দেখা গেছে রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ চলচ্চিত্রে। এর আগে বক্স অফিসে ঝড় তোলা ‘বাহুবলী’তে মায়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন।
১১ মার্চ ২০২৪, ১৪:৪৮

বিয়ের ২২ দিন পর বর জানলেন নববধূ ৪ মাসের অন্তঃসত্ত্বা, অতঃপর...
স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় স্বামীর। এরপর স্থানীয় চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর স্বামী নিশ্চিত হন তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের মাত্র ২২ দিন পর এমন খবরে স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মার্চ) আলমডাঙ্গা থানা পুলিশ ওই কিশোরী ও তার সৎ বাবা আলতাফ হোসেনকে (৪৫) পুলিশ হেফাজতে নিয়েছে। এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী নববধূ জানিয়েছে, তার সৎ বাবা তাকে বিভিন্ন সময় ধর্ষণ করেছেন। এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।  এদিকে ঘটনার পরপরই বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে নিজের স্বামীর নামে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন। অভিযুক্ত আলতাফ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে কিশোরী নববধূর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন স্বামী। বিষয়টি সন্দেহজনক হলে স্ত্রীকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে এসে পরিবারকে জানান তিনি। দুই পরিবারের মধ্যে আলোচনা শেষে ডিভোর্সের সিদ্ধান্ত হয়। অভিযুক্ত আলতাফ হোসেনের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ গ্রামে। তিনি গত ১৭ বছর আলমডাঙ্গা উপজেলার একটি গ্রামের দুই কন্যাসন্তানের জননীকে বিয়ের পর থেকে ঘর জামাই হিসেবে থাকতেন।  আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক শেখ গনি মিয়া গণমাধ্যমকে বলেন, ওই কিশোরী ও তার সৎ বাবাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। মেয়েটি জানিয়েছে তার সৎ বাবা তাকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছেন। সৎ বাবাও ধর্ষণের বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।
০৮ মার্চ ২০২৪, ১৬:০৭

বিয়ের সঠিক বয়স কত? জানা জরুরি
প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে ‘বিয়ে' শব্দটি অন্যরকম একটা আকর্ষণ সৃষ্টি করে। কেমন একটা মাদকতা কাজ করে, হৃদয়ে সহজেই শিহরণ জাগায় এই একটা শব্দ। বিয়ে জীবনকে করে সুশৃংখল। আবার এই বিয়েই জীবনটা করে দিতে পারে এলোমেলো। ভুল মানুষকে নির্বাচন করে আফসোস করতে হতে পারে সারা জীবন। নির্বাচন করতে হবে সঠিক মানুষকে।  পাশাপাশি বিয়ে হতে হবে সঠিক সময়। তাহলে কোন বয়সে বিয়ে করা উচিত? জীবনের কোন পর্যায়ে থাকলে বিয়ে করার সময়টাকে সবচেয়ে উপযুক্ত মনে হয়? বিয়ের সেরা সময় কোনটা? শুধু বয়স নয়, বিয়ের প্রসঙ্গ আসলে এর সঙ্গে জড়িয়ে থাকে আরও কিছু ব্যাপার। যিনি বিয়ে করবেন, সেই ছেলে বা মেয়েটি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত কি না, নিজেকে উপযুক্ত ভাবছেন কি না, এমন ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক অনেক বিষয় কাজ করে। আবার বেশি বেশি ভাবতে গিয়ে অনেকের সঠিক সময়ে বিয়েটাই করা হয়না। যাই হোক নির্দিষ্ট বয়সে বিয়ে করা উচিত। যে বয়সে সংসার দায়িত্ব নেওয়া, স্থির চিত্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা যায়। কিংবা জীবনটাকে গুছিয়ে নেওয়ার সবচেয়ে ভালো সময়।  হ্যা, বিশেষজ্ঞরা গবেষণা করে বলছেন বিয়ের জন্য শ্রেষ্ঠ সময় ২৮ থেকে ৩০ বছর। এই বয়সটাতেই কোনো ব্যক্তির সঙ্গে সারা জীবন কাটানোর পক্ষে সঠিক যুক্তি খুঁজে পায় মানুষ। এই বয়সেই পরিণতবোধ আসে। তারুণ্যের অস্থিরতা কাটতে থাকে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জীবনের এ পর্যায়ে এসে বুঝতে পারে, আসলেই এ মানুষটা তার যোগ্য কি না। কর্মজীবনেও এই বয়সে এসে স্থিতি আসে মানুষের জীবনে। তাই ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যেই বিয়েটা করা ভালো। সন্তান নেওয়া ও তাকে একটা পর্যায় পর্যন্ত অভিভাবকের ছায়া দেওয়ার জন্যও ভালো সময় পাওয়া যায়। তবে জীবনে অতীতে সম্পর্ক ভেঙে যাওয়ার বেদনা থাকতে পারে। অনেকে প্রতারণার ঘটনায় বিয়েতে বিতৃষ্ণায় ভুগতে পারেন। যদি এ ধরনের ঘটনা জীবনে থাকে, তবে বাস্তববাদী ও স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আঘাত আসতে পারে। অতীতের কষ্ট ভুলে নতুন সম্ভাবনাকে ইতিবাচকভাবে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।
০৭ মার্চ ২০২৪, ০২:২০

যে কারণে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যাননি তারা
অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ে হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকা। এমনকি রিয়ান্না, মার্ক জুকারবার্গ, বিল গেটসও গিয়েছিলেন সেখানে। তবে বলিউডের কিছু তারকাকে দেখা গেল না সেখানে। আম্বানিদের অনুষ্ঠানে যাননি হৃতিক রোশন। মনে করা হচ্ছে, পেশীতে চোট পাওয়ার কারণে যেতে পারেননি তিনি। অনুষ্ঠানের একদিন আগেই ক্রাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করে অভিনেতা জানিয়েছিলেন, পেশীতে চোট পেয়েছেন। অনুষ্ঠানে করণ জোহরের অনুপস্থিতি সকলের মনে প্রশ্ন তৈরি করেছে। গত বছর রাধিকা-অনন্তের এনগেজমেন্টে দেখা গিয়েছিল তাকে। কিন্তু প্রি-ওয়েডিংয়ে কেন তিনি নেই, আপাতত সেই উত্তর জানার চেষ্টায় ভক্তরা। আম্বানিদের প্রি-ওয়েডিংয়ে প্রিয়াঙ্কা চোপড়াও আসেননি। যদিও গিয়েছিলেন অভিনেত্রীর মা মধু চোপড়া। ধারণা করা হচ্ছে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ততার কারণে ভারত যেতে পারেননি প্রিয়াঙ্কা। ‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে আম্বানিদের অনুষ্ঠানে যেতে পারেননি কার্তিক আরিয়ানও। উপস্থিত ছিলেন না কৃতি শ্যাননও। সামনেই তাকে দেখা যাবে ‘ক্রু’ ছবিতে। অনুষ্ঠান শুরুর আগের দিনও আম্বানিদের প্রশংসা করেছেন কঙ্গনা। কিন্তু প্রি ওয়েডিংয়ে দেখা যায়নি এই অভিনেত্রীকে। কাজলকেও দেখা যায়নি আম্বানিদের অনুষ্ঠানে। যদিও অজয় দেবগণ ও তার মেয়ে নাইসা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে ছিলেন না বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিরাট-আনুশকার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে লন্ডনে ফেব্রুয়ারি মাসে। দম্পতি এখনও ইংল্যান্ডে আছেন বলেই জানা গেছে।
০৫ মার্চ ২০২৪, ১৯:২১

বুলগেরিয়ার পোমাকদের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান
বুলগেরিয়ার দক্ষিণাঞ্চলের রডপি পর্বতমালায় অবস্থিত রিবনভো গ্রামের মানুষেরা মনে করেন, তাদের বিয়ের অনুষ্ঠানের ঐতিহ্যটা অনন্য৷ তাই তারা একে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে আবেদন করেছেন৷ প্রায় আড়াই দিন ধরে বিয়ের অনুষ্ঠান চলে৷ এই সময়ে ঐতিহ্যবাহী বিভিন্ন রীতি, অভ্যর্থনা ও নাচে অংশ নেন হবু বর ও কনে৷ অনুষ্ঠানের প্রথম দিন বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনেরা কনের যৌতুক কাঠের ফ্রেমে ঝুলিয়ে দেন৷ বিশেষ করে কম্বল, বিছানার চাদর, লাল হারেম প্যান্ট ইত্যাদি৷ গ্রামবাসীর দেখার জন্য এটি করা হয়৷ দ্বিতীয় দিন বিয়ের মিছিল গ্রাম প্রদক্ষিণ করে৷ এদিন অনুষ্ঠানে আরো অনেককিছু হয়৷ নবদম্পতিকে উপহারের টাকা দিয়ে সাজানো হয়৷ পুরো গ্রাম অনু্ষ্ঠানে অংশ নেয়৷ রিভনভোর মানুষেরা তাদের ঐতিহ্য নিয়ে গর্বিত৷ কারণ, তাদের বিয়ের অনুষ্ঠানের ঐতিহ্য অনন্য৷ তাই তারা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হতে আবেদন করেছে৷ ইউনেস্কো অ্যাপ্লিকেশন ইনিশিয়েটিভের মুস্তফা আমিন বলেন, ‘‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে, রিভনভোর বিয়ের অনুষ্ঠানের ঐতিহ্যকে বুলগেরিয়া ও ইউনেস্কো, সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিক৷ তাহলে বুলগেরিয়ার অন্য সম্প্রদায়ের মতো আমরাও পরিচিত হয়ে উঠতে পারবো৷'' কনের বাড়িতে গেলিনা নামে একটি অনুষ্ঠান হয়, যা বিশুদ্ধতা আর নতুন শুরুর প্রতীক৷ সেই সময় কনেকে খুব নিখুঁতভাবে, দক্ষতার সঙ্গে সাজানো হয়৷ প্রাচীনকাল থেকে এটা চলে আসছে বলে জানা যায়৷  এরপর বাড়ির সামনে জড়ো হওয়া মানুষদের সামনে কনেকে হাজির করানো হয়৷ ঐতিহ্য মেনে এই সময় তাকে চোখ বন্ধ রাখতে হয়।
০৩ মার্চ ২০২৪, ১৬:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়