• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বিয়েতে রাজি না হওয়ায় বরের দুলাভাইকে হত্যা
বাগেরহাটে বিয়েতে রাজি না হওয়ায় বরের দুলাভাইকে হত্যার অভিযোগ উঠেছে কনের পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জেলার মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত আজিজুল হক (৪৫) খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বোন জামাই। মোল্লাহাট উপজেলার আংড়া  গ্রামে শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে মোহাম্মাদ আলী গাজীর ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। এদিন বরপক্ষ কনেকে দেখতে তাদের বাড়িতে যায়। কিন্তু ছেলের মেয়ে পছন্দ না হওয়ায় তারা ফিরে আসারা সময় তাদের ওপর হামলা করে কনে পক্ষ। এতে বরের দুলাভাই আজিজুল নিহত হন। বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আমরা আগেই বলেছিলাম ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তে আজ আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন তারা আমাদের ওপর হামলা করেছে। এতে আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন। আমি এ ঘটনার বিচার চাই। ঘটনা জানাতে কনেপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।   মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, আজিজুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।  
১২ এপ্রিল ২০২৪, ২৩:৫৭

প্রেমের বিয়েতে পরিবার রাজি না হওয়ায় ৭ তলা থেকে লাফ 
ফেনীতে নির্মাণাধীন বহুতল ভবনের ৭ তলা থেকে পড়ে রাকিব হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে স্থানীয় পৌরসভার সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব পৌর ৭ নম্বর ওয়ার্ড সৈয়দনগর এলাকার সেলাম মিয়ার ছেলে।  নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিজ এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাকিবের। কিছুদিন ধরে প্রেমিকার সঙ্গে বিয়ের জন্য পরিবারকে চাপ দিতে থাকে সে। বিয়ের উপযুক্ত সময় না হওয়ায় পরিবার থেকে বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া হয়নি।  বুধবার সকালে ঘর থেকে বের হওয়ার সময়ও বিয়ে না করালে মারা যাবে বলে বের হয়ে যায় রাকিব। এর কিছুক্ষণ পর ভ্যাট অফিসের নির্মাণাধীন হোয়াইট হাউজ ভবনে ৭ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। নিহত রাকিবের বড় ভাই বাবু বলেন, রাকিব সহজসরল প্রকৃতির ছিল। শুনেছি সে এলাকার একটি মেয়েকে পছন্দ করতো। ওই মেয়ে সম্পর্কে আমাদের এক ভাইয়ের মেয়ে। এ ছাড়াও তাদের এখনো বিয়ের জন্য উপযুক্ত বয়স না হওয়ায় আমরা বিষয়টি গুরুত্ব দেইনি। তাছাড়া রাকিব এমন সিদ্ধান্ত নেবে এটি আমারা কেউই বুঝতে পারেনি। ভবনের মালিক মো. এনামুল হক বলেন, ছেলেটিকে প্রায়ই ভবনের আশপাশে ঘুরাঘুরি করতো। ঘটনার সময় ভবনের দারোয়ান ছিলো না৷ সম্ভবত এ সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে সে ভবনের ভেতর ঢুকে পড়ে। তবে তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে আমরা সবাই মর্মাহত হয়েছি। ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের ৭ তলা থেকে পড়ে এ যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, ছেলেটি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
১৪ মার্চ ২০২৪, ১৭:৫৭

আম্বানির ছেলের বিয়েতে যাওয়ার পথে বিপত্তিতে অন্তঃসত্ত্বা দীপিকা
আম্বানির ছেলের বিয়ের দাওয়াত রক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছেন অন্তঃসত্ত্বা দীপিকা। যেহেতু আম্বানির ছেলের বিয়ে বলে কথা, তাই যেতে তো হবেই। সেজন্য বেরিয়ে পড়েন দীপিকা-রণবীর। তবে পথে বাঁধে বিপত্তি। মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নামতেই দীপিকা-রণবীরকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ভক্ত অনুরাগীরা। হবু মাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন অনেকেই। আর সেই পরিস্থিতিতে দায়িত্বশীল স্বামীর ভূমিকা নেন রণবীর সিং। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখেন তিনি। দীপিকার পাশ থেকে এক মুহূর্তের জন্য সরেননি রণবীর। দীপিকা এমনিতে সবসময় হাসিখুশি থাকেন। তবে হবু মা যেন এখন একটু বেশিই খুশি। আনন্দ ছড়াচ্ছিল তার চোখে-মুখে। প্রসঙ্গত, বাফটা অ্যাওয়ার্ডের সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ করেন অনেকেই। তারপর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু সে সময় প্রকাশ্যে দীপিকা বা রণবীর সিং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দীপিকা ও রণবীর। দীপিকা প্রায় তিনমাসের অন্তঃসত্ত্বা। এ বছরের সেপ্টেম্বরেই মা হতে চলছেন তিনি।
০৩ মার্চ ২০২৪, ২১:৫৭

পিএসএল রেখে আম্বানির ছেলের বিয়েতে পোলার্ড
চলমান পিএসএলে শান মাসুদ ও শোয়েব মালিকদের দল করাচি কিংসের হয়ে খেলছেন পোলার্ড। দলের গুরুত্বপূর্ণ খেলা রেখে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিবাহপূর্ব অনুষ্ঠানে যোগ দিয়েছেন কাইরন পোলার্ড।  রোববার (৩ মার্চ) মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে পোলার্ডের করাচি কিংসের।  কিন্তু ক্যারিরিয়ান এই তারকা ভারতে চলে যাওয়ার কারণে এই ম্যাচে তাকে দলে পাবে। বিয়ের অনুষ্ঠান শেষ করে সোমবার দলের সঙ্গে যোগ দেবেন পোলার্ড। পরের ম্যাচ কুয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে পোলার্ডের দল। দীর্ঘ ১৩ বছর ধরে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন পোলার্ড। ২০২৩ সালের আসরে অবসর নেওয়ার পর তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মুম্বাই। অপরদিকে মুম্বাইয়ের মালিক হলেন মুকেশ আম্বানি। যে কারণেই মূলত, আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যাওয়ার বাধ্যবাধকতা পোলার্ডের। পোলার্ড ছাড়াও বিবাহপূর্ব এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতীয় ও বিশ্বের অনেক জনপ্রিয় তারকা। ভারতীয়দের মধ্যে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার, বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাসহ জাতীয় দলের অনেকে। আন্তর্জাতিক তারকাদের মধ্যে ছিলেন- নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, পপ তারকার রিহান্না, ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরান ও ডোয়াইন ব্রাভোসহ আরও অনেকে। পিএসএলের চলতি আসরে ব্যাট হাতে দারুণ খেলছেন পোলার্ড। নিজ দল করাচির সর্বোচ্চ রানসংগ্রাহক সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা। এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৯৬ রান করেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
০৩ মার্চ ২০২৪, ১৫:৩৮

প্রেমিকার বিয়েতে প্রেমিকের হামলা, অতঃপর....
নারায়ণগঞ্জে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রেমিকার বিয়েতে দলবেঁধে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই প্রেমিকের নাম কাউসার। সে ভুলতা ভায়েলা এলাকার বাসিন্দা। কনের বাবা মহিউদ্দিন হাজী বলেন, কাউসার আমার মেয়ে সাদিয়া আক্তারকে (১৮) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বুধবার ঘরোয়াভাবে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। সাদিয়ার বিয়ের খবর পেয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে কাউসার ও তার লোকজন পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে হামলা চালিয়ে আমার মেয়েকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে আমাদের বাধায় তাকে নিয়ে যেতে পারেনি। পরের দিন বিকেলে কাউসার আবারও দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে এসে বরপক্ষকে হামলা চালায়। তাদেরকে বাঁচাতে আমরা এগিয়ে এলে কাউসার বাহিনীর হামলায় পনির, নিপা আক্তার, বৃষ্টিসহ মোট ৮ জন আহত হন। হামলাকারীরা বরপক্ষের লোকজনকে মারধর করে তাড়িয়ে দেয়। এ সময় হামলাকারীরা রান্না করা খাবার ফেলে দেয় ও ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।  এ বিষয়ে অভিযুক্ত কাউসার বলেন, বরযাত্রীদের ওপর হামলার ঘটনা মিথ্যা। এ ব্যাপারে আমার জানা নেই। আর সাদিয়ার সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আছে। ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, মহিউদ্দিন হাজীর বাড়িতে যেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়ের পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।   
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

এবার ভাগ্নির বিয়েতে ভাইরাল হওয়া ‘জামাল কুদু’ গানে নাচলেন ববি
বলিউড অভিনেতা ববি দেওল, মাঝে লাইমলাইট থেকে দূরে ছিলেন। তার অভিনীত সিনেমা বক্স অফিসে সাফল্য পাচ্ছিল না। তবে গত বছর ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। সিনেমাটির ‘জামাল কুদু’ গানে মদের গ্লাস মাথায় নিয়ে নেচে মুগ্ধতা ছড়ান ববি দেওল। এবার ভাগ্নি নিকিতা চৌধুরীর বিয়েতে গ্লাস মাথায় নিয়ে নেচে ফের আলোচনায় ববি দেওল। যার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এতে দেখা যায়, মঞ্চে দাঁড়ানো বর-কনেসহ অনেকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘জামাল কুদু’ গান। এ গানের তালে নাচছেন ববি দেওল। মাথায় গ্লাস নিয়েই ভাইরাল স্টেপে পা মেলালেন পরিবারের অন্য সদস্যরা। তবে ববিকে এই মামলায় টেক্কা দেওয়া অসম্ভব! হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ববির বোন অজিতা দেওলের মেয়ে নিকিতা চৌধুরী। উদয়পুরে বসেছে তার রাজকীয় বিয়ের আসর। ভাগ্নির প্রাক-বিয়ের অনুষ্ঠানে জমিয়ে নাচেন মামা ববি দেওল। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিখ্যাত কবি বিজন সমাদ্দারের লেখা কবিতাকে গানে রূপান্তর করা হয়। এর সংগীতায়োজন করেছিলেন ইরানের খাতারেহ গ্রুপ। ১৯৫০ সালে প্রথম সমবেতভাবে গানটি কণ্ঠে তুলেন খারাজেমি গার্লস হাই স্কুলের গায়করা। গানটি মুক্তির পর বিয়ের গান হিসেবে দারুণ জনপ্রিয়তা লাভ করে। ‘অ্যানিমেল’ সিনেমার জন্য ইরানের এই গান নতুন করে তৈরি করেন ভারতের হর্ষবর্ধন রামেশ্বর। প্রসঙ্গত,  ‘জামাল কুদু’ গানের অর্থ ব্যাখ্যা করে এ প্রতিবেদনে জানানো হয়েছে, এ গানের মুখ হলো— ‘জামাল জামালেক জামালু জামাল কুদু’। এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘ওহ, আমার ভালোবাসা, আমার প্রিয়, আমার মিষ্টি ভালোবাসা।’ পরের অন্তরার অর্থ দাঁড়ায়, ‘ওহ, আমার প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলো না/ আমাকে ছেড়ে নতুন জীবন শুরু করেছো/ আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি।’
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৬

বিয়েতে আমিরের কান্না ছিল অভিনয়, ফাঁস করলেন মেয়ে ইরা
বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরাকে বিয়ে দিয়েছেন গত ৩ জানুয়ারি ধুমধাম করে। মেয়ের বিয়েতে অন্যান্য বাবাদের মতো আবেগপ্রবণ হয়ে এই অভিনেতাও কেঁদেছিলেন। কিন্তু সেই কান্নাকাটি নাকি তার অভিনয় ছিল বলে ফাঁস করেছেন আমির কন্যা। বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে এমন দাবি করেন ইরা খান। তবে, আমির-কন্যা এ জানাতেও ভোলেননি যে, পরে নাকি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তার বাবা। শুধু আমিরের ওই আবেগপ্রবণ মুহূর্তেরই নয়, আরও অনেক মজাদার মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন ইরা। মুম্বাইয়ে নিজের আইনি বিয়েতে শাড়ি বা লেহেঙ্গা নয়, হারেম প্যান্ট, ব্লাউজ ও ওড়নায় সেজেছিলেন ইরা। অন্য দিকে, আট কিলোমিটার দৌড়ে গেঞ্জি ও হাফপ্যান্ট পরে সোজা বিয়ের মঞ্চে এসে উঠেছিলেন নূপুর। সব অনুষ্ঠানের পালা শেষ তবে এখনো নিজের বিয়ের ছবি দেখেই চলেছেন আইরা। বিয়ের ছবি সামাজিকমাধ্যমে সবার সঙ্গে ভাগও করে নিচ্ছেন আমির-কন্যা।
২৩ জানুয়ারি ২০২৪, ১৭:৩২

মৌসুমীর বিয়েতে সজলের ২ টাকার কয়েন উপহার
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার (১২ জানুয়ারি) দীর্ঘদিনের প্রেমিক আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। পারিবারিক সম্মতি পেতেই বসেছেন বিয়ের পিঁড়িতে। তার আগে অনুষ্ঠিত হয়েছে গায়েহলুদ। এ অনুষ্ঠানে হাজির হয়ে মৌসুমী হামিদকে দুই টাকার কয়েক উপহার দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। মৌসুমী হামিদকে দুই টাকার কয়েন উপহার দেওয়ার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন আব্দুন নূর সজল। তারপর থেকে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। কিন্তু মাত্র দুই টাকার কয়েন কেন উপহার দিলেন সজল? কারণ ব্যাখ্যা করে সজল বলেন, আমার এই দুই টাকার কয়েনে আছে, আশীর্বাদ, ভালোবাসা, মায়া-মহব্বত। মৌসুমী (মৌসুমী হামিদ) জানে যে, ও আমার বেশি প্রিয় একজন মানুষ। যে কিনা লম্বায় আমার চেয়ে অনেক বেশি। তারপরও এটা নিয়ে আমাদের মাঝে কখনো জটিলতা হয়নি। বরং গর্বের সঙ্গে আমরা দুজন দুজনার পাশে দাঁড়াই। আর সেই লম্বা মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, এজন্য আশীর্বাদ স্বরূপ দিয়েছি এই দুই টাকার কয়েন। মৌসুমী হামিদের হবু বরের নাম আবু সাঈদ রানা। বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় তাদের গায়েহলুদ। সেখানে উপস্থিত হয়ে মৌসুমী হামিদকে আশীর্বাদ করেন সজল। প্রসঙ্গত, বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।
১২ জানুয়ারি ২০২৪, ২০:১৪

বিয়েতে কাঁদলেন আমির খান, ভিডিও ভাইরাল
বর-কনে বেশে মুখোমুখি দাঁড়িয়ে ইরা খান ও নূপুর শিখর। ইরার পরনে সাদা রঙের গাউন, নূপুর পরেছেন স্যুট-কোট। ক্রিশ্চিয়ান ঐহিত্য মেনে শপথ পাঠের পর বর-কনে পরস্পরের ঠোঁটে চুম্বন করেন। তারপর আংটি বদল করেন তারা। বিয়ের প্রতিটি অধ্যায় শেষ হওয়ার পর উপস্থিত অতিথিরা হাততালি দেন। এ সময় অতিথিদের সারিতে প্রাক্তন স্ত্রী রীনার পাশে দাঁড়িয়ে ছিলেন আমির খান। মেয়ের বিয়ের দৃশ্য দেখতে দেখতে আবেগপ্রবণ হয়ে পড়েন মিস্টার পারফেকশনিস্ট। একপর্যায়ে চোখের জল ধরে রাখতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ব্যক্তিগত জীবনে রীনা দত্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন আমির খান। এ সংসার আলো করে জন্ম নেয় কন্যা ইরা খান। কয়েক দিন আগে বাবার জিম ট্রেইনার নূপুর শিখরের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন ইরা। বুধবার (১০ জানুয়ারি) ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাদের বিয়ের আসর। এর আগে সংগীতশিল্পী মিশাল কিরপালানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইরা খান। প্রায় দুই বছর প্রেম করার পর ভেঙে যায় এই সম্পর্ক। এরপর বাবার জিম ট্রেইনার নূপুর শিখরের সঙ্গে সম্পর্কে জড়ান ইরা। ২০২০ সালে করোনা সংকটের কারণে ভারতে লকডাউন ঘোষণা করা হয়। এ সময় তার বাবা আমির খানের বাড়িতে ছিলেন ইরা খান। ওই সময়ে নূপুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ইরার। প্রথমে দোটানায় থাকলেও নূপুরের প্রেমের প্রস্তাবে রাজি হন ইরা। বুঝতে পারেন তিনিও নূপুরকে নিয়ে ভাবেন। ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্কের যাত্রা শুরু হয়; যা গতকাল পরিণয় পেয়েছে।               View this post on Instagram                       A post shared by Varinder Chawla (@varindertchawla)
১১ জানুয়ারি ২০২৪, ১৭:০২

আমিরকন্যার বিয়েতে এলাহিকাণ্ড (ভিডিও)
মেয়ে ইরার বিয়েতে কোনো খামতি রাখেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’—খ্যাত বলিউড অভিনেতা আমির খান। গত ৩ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমিরকন্যা।  বুধবার (১০ জানুয়ারি) রাজস্থানের উদয়পুরে বসেছিল তাদের বিয়ের আসর। রাজকীয় আয়োজনেই অনুষ্ঠিত হয় ইরা-নূপুরের বিয়ে। এ যেন রীতিমতো এলাহিকাণ্ড। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই বিয়ের ভিডিও।       ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, বুধবার বিকেল ৪টায় ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন ইরা-নূপুর। তবে বিয়েতে ইসলাম কিংবা হিন্দু রীতি অনুসরণ না করে ক্রিশ্চিয়ান ঐতিহ্য রীতিতে বর-কনে সেজেছিলেন ইরা-নূপুর। এসময় ইরার বাবা আমির খান, মা রীনা দত্ত ছাড়াও দুই পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।    নেটিদুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা রঙের লম্বা গাউনে বধূ সেজেছেন ইরা খান। আর নূপুর পরেছেন স্যুট-কোট। বিয়ের পর নবদম্পতি একসঙ্গে ফটোসেশনেও অংশ নেন। এরপর একসঙ্গে নাচতে দেখা যায় ইরা-নূপুরকে।  বিয়ের আনুষ্ঠানিকতার জন্য কয়েক দিন আগেই উদয়পুরে উড়ে যান বর-কনে। বিয়ের কার্ডের সময়সূচি অনুযায়ী, গত ৮ জানুয়ারি মেহেদি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন জানুয়ারি সকাল ৭টা থেকে ১০টার মধ্যে প্রাতরাশ পর্ব রাখা হয়।   পরে বেলা সাড়ে ১১টা নাগাদ মেহেদি অনুষ্ঠান শুরু হয় ইরার। স্থানীয় মেহেদিশিল্পীরা নূপুরের নামের মেহেদি লাগান আমিরকন্যার হাতে। রাত ৮টায় নৈশভোজের আয়োজন রাখা হয়। রাত ১০টা নাগাদ শুরু হয় ইরা-নূপুরের পাজামা পার্টি (রাতের পোশাকে পার্টি)। গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঝলমলে সংগীত অনুষ্ঠান। সন্ধ্যা ৭টা থেকে সংগীতের আসর বসে। ১০ জানুয়ারি ইরা-নূপুরের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন। এদিন রাতে মারাঠি রীতিতে আবারও বিয়ে করেন। পরে বিকেল ৪টা থেকে তাজ আরাবল্লি রিসোর্টের ময়ূরবাগে তাদের বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়।    সূত্র : ইন্ডিয়া টুডে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
১১ জানুয়ারি ২০২৪, ১২:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়