• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
যাদের হাতে উঠল ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’
ঘোষিত হয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত ও মর্যাদাপুর্ণ পুরস্কার ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড (এসএজি)।’ শনিবার (২৪ ফেব্রুয়ারি) ৩০ তম ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে। এ বছর স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে (এসএজি) বাজিমাত করেছে ‘ওপেনহেইমার’ ও ‘দ্য বিয়ার।’ তবে বাফটা’র মতো ফের হতাশ হয়েই ফিরতে হয়েছে বছরের সবচেয়ে আলোচিত ও সফল চলচ্চিত্র বার্বি’কে। এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিলিয়ান মারফি, ওপেনহেইমার থেকে। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিলি গ্ল্যাডস্টোন, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য। গোল্ডেন গ্লোব ও বাফটা জয়ের পর সেরা পার্শ্ব-অভিনেত্রীর গিল্ড পুরস্কারও জিতেছেন ডা’ভাইন জয় র‍্যানডলফ। ‘দ্য হোল্ড ওভার’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার উঠেছে রবার্ট ডাউনি জুনিয়রের হাতে। টেলিভিশন সিরিজের পুরস্কারে এইচবিও-এর ‘সাকসেশন’ জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। সেরা কমেডি সিরিজ হয়েছে ‘দ্য বিয়ার। ’সেরা অ্যাকশন সিরিজ হয়েছে ‘দ্য লাস্ট অব আস।’ ড্রামা সিরিজে ‘দ্য লাস্ট অব আস’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন পেড্রো পাসক্যাল। সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এলিজাবেথ ডেবিকির হাতে, ‘দ্য ক্রাউন’-এর জন্য। কমেডি সিরিজ ‘দ্য বিয়ার’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আয়ো অ্যাদিবিরি এবং সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেরেমি অ্যালেন হোয়াইট। হলিউডের পুরস্কারের মঞ্চে এসএজিকে বলা হয় অস্কারের পূর্বাভাস। সাধারণত যে অভিনয়শিল্পীরা এসএজি জেতেন, তাদের হাতেই উঠে বছরসেরার অস্কার। গিল্ড মেম্বাররাই অ্যাকাডেমি মেম্বার হিসেবে অস্কারে ভোট দেবেন। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোট। ১০ মার্চ বসবে অস্কারের আসর।  শবিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন মিলনায়তনে বসেছিল এসএজি’র ৩০তম আসর। ২০২৩ সালের সেরা অভিনয়শিল্পীদের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনের মাধ্যমে। হলিউডে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে নেটফ্লিক্স।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৮

বিদেশি মদ ও বিয়ার নিয়ে রোহিঙ্গাসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফ থানাধীন কোয়াইংছড়ি পাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ১৩০ বোতল বিদেশি মদ ও ৭১৫ ক্যান বিয়ার উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এ সময় এক রোহিঙ্গাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন বর্তমানে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নয়াপাড়া মাদুরান মেম্বারের ভাড়া বাসা এবং উখিয়া বালুখালী-২, ১১ নম্বর ক্যাম্প, ব্লক-বি/১৪ এর বাসিন্দা মৃত আব্দুল গাফফারের ছেলে শামসুর রহমান (২২), সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হারিয়াখালীর মৃত আব্বাস আলীর ছেলে কলিমুল্লাহ (২৭) ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আচারবুনিয়ার মৃত সৈয়দ আহমদের ছেলে আমির হোসেন (৩৫)। তিনি জানান, সোমবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী দুইটি ব্যাটারিচালিত ইজিবাইকযোগে (টমটম) মাদক নিয়ে সাবরাং ইউনিয়ন পরিষদ থেকে সাবরাং জিরো পয়েন্ট রোডস্থ কোয়াইংছড়ি পাড়া তিন রাস্তার মোড়ের দিকে আসছে। পরে কোয়াইংছড়ি পাড়া তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি ব্যাটারিচালিত দুটি ইজিবাইক থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন ব্যক্তি টমটমের চালক এবং একজন রোহিঙ্গা নাগরিক বলে জানায়। এ ছাড়া জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গে থাকা ব্যাটারিচালিত টমটমে বিয়ার ও বিদেশি মদ রয়েছে। পরে টমটম দুটি জব্দ করে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেহ ও টমটম তল্লাশি করে ১৩০ বোতল বিদেশি মদ ও ৭১৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ-বিয়ারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
১৬ জানুয়ারি ২০২৪, ২২:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়