• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
সাকিবের পরিবর্তে যাকে দলে নিলো বিসিবি
সিরিজ জয়ের মিশনে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা তানজিম হাসান সাকিব ইনজুরির কারণে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। রোববার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের চোট নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, তানজিম সাকিব তার ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। যে কারণে আজ অনুশীলন করতে পারেনি এবং আগামীকাল ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট না। সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন এই পেসার। প্রথম ওয়ানডেতে ৩ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদান ছিল তার। সবমিলিয়ে সিরিজে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। অন্যদিকে সদ্য শেষ হওয়ার বিপিএলে বল হাতে ভালো করতে ব্যর্থ হয় হাসান মাহমুদ। তাই শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েন এই ডান হাতি পেসার। তাকে সাকিবের ইনজুরিতে কপাল খুলেছে হাসানের।  
১৭ মার্চ ২০২৪, ১৬:৪৪

অবশেষে তামিমের সঙ্গে বৈঠক করেছে বিসিবি
বিপিএল শেষ হলেও নিশ্চিত হয়নি তামিম ইকবালের জাতীয় দলের ভবিষ্যৎ। বিপিএলের মধ্যেই দেশ সেরা এই ওপেনারের ব্যাটারের সঙ্গে বসার কথা থাকলেও সময় বের করতে ব্যর্থ হয় বিসিবি। অবশেষে তামিমের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০ ফেব্রুয়ারি) তামিম ইকবালে সঙ্গে বৈঠক করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এবং এনায়েত হোসেন সিরাজ। এই তথ্য নিশ্চিত করেছেন জালাল ইউনুস নিজেই। এই বিষয়ে জালাল বলেন, আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেবো। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো। বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর এবারের বিপিএলে চমক দেখিয়েছেন তামিম ইকবাল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহক এবং টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে এই ড্যাশিং ওপেনারের হাতে। বিপিএল শেষে তামিম জানিয়েছিলেন তাকে দলে ফেরাতে হলে অনেক কিছু পরিবর্তন করতে হবে। যদি তার সঙ্গে বিসিবি একমত হয় তাহলেই জাতীয় দলে ফিরবেন তিনি। চলতি বছরে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যার মধ্যে তিনটি এই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে এবং পরে রয়েছে আরও তিনটি ম্যাচ। যে কারণে ওয়ানডেতে চলতি বছর তামিম ইকবাল নাও ফিরতে পারেন। 
১১ মার্চ ২০২৪, ১৪:৩৭

বেটিং অ্যাপকাণ্ডে সাকিবের বোনের নাম, যা বলছে বিসিবি
বেটিং অ্যাপের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়েন সাকিব আল হাসান। এবার বেটিং সাইটের সঙ্গে তার বোন জান্নাতুল হাসানের নাম উঠে এসেছে। জানা গেছে, আলোচিত বেটিং অ্যাপকাণ্ডে ভারতজুড়ে তোলপাড় চলছে। ইতোমধ্যেই ভারতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাপটিতে বিনিয়োগের অভিযোগ উঠেছে। দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তে বাংলাদেশি ক্রিকেটার সাকিবের বোন জান্নাতুল হাসানের নামও এসেছে। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের ভাষ্য, আজকে সকালেই খবরটি দেখলাম। এখনই আমরা এটি নিয়ে মন্তব্য করতে চাই না। সাকিবের সঙ্গে এ প্রসঙ্গে কোনো কথা হয়নি। এদিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মন্তব্য, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। অন্যদিকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমে জানিয়েছেন, আমরা ক্রিকেটার সাকিবের বোন বা এই সংক্রান্ত বেটিং অ্যাপ নিয়ে কাজ করছি না। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদের দাবি, তাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই। এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের অনলাইন ও আজতাক’র প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। জানা গেছে, এই অ্যাপকাণ্ডের তদন্তে ইতোমধ্যে ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে গ্রেপ্তার করা হয়েছে। ইডির সূত্রে প্রতিবেদনে বলা হয়, 11wicket.com নামক বেটিং অ্যাপে সুরুজ চোখানি বাংলাদেশে বিনিয়োগ করেন। তিনিই সাকিবের বোনের নাম প্রকাশ্যে এনেছেন। সুরুজের দাবি, সেই বিনিয়োগে টাইগার অলরাউন্ডারের বোন জান্নাতুল হাসানেরই বড় অংশীদারিত্ব ছিল। এর আগে, গত বছরে মহাদেব বেটিং অ্যাপে (অনলাইন গেমিং প্ল্যাটফর্ম) বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ইডি। সেই ঘটনায় উঠে আসে ভারতের অনেক রথী-মহারথীর নাম। এর আগে, ২০১৯ সালের অক্টোবরে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। এরপর বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে নানান আলোচনা-সমালোচনার পর সেখান থেকে সরে এসেছিলেন টাইগার পোস্টারবয়।
১০ মার্চ ২০২৪, ২০:০৪

জরুরি বোর্ড সভায় বসছে বিসিবি
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। অন্যদিকে আগামী ১১ মার্চ থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। ইতোমধ্যেই ঘরোয়া এই টুর্নামেন্টের সূচিও প্রকাশিত হয়েছে। আবার ১২ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। এরই মাঝে বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্রস্তুতি নিচ্ছে বিসিবি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই অনুষ্ঠিত হতে পারে বিসিবির এ জি এম। সর্বশেষ ২০২২ সালের জুনে বিসিবির এ জি এম অনুষ্ঠিত হয়। এবার প্রায় ২০ মাস পর আরেক এ জি এম অনুষ্ঠিত হচ্ছে। বিসিবির সূত্র জানিয়েছে, আগামী ৩১ মার্চ এই বার্ষিক সভা হতে পারে। তবে শনিবার (৯ মার্চ) সকালে বোর্ড সভা শেষে চূড়ান্ত ঘোষণা আসবে। জানা গেছে, এ জি এমই এই বোর্ড সভার প্রধান আলোচ্য বিষয়। সব মিলিয়ে তিনটি বিষয়ে আলোচনা হতে পারে। এ জি এম ছাড়াও নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে পারেন বোর্ড পরিচালকরা। এসব কিছুর বাইরে আরও দুই বা তিনটি বিষয় নিয়ে সভায় আলোচনা হতে পারে।
০৮ মার্চ ২০২৪, ১২:৩২

বিপিএলের প্রাইজমানি প্রকাশ করলো বিসিবি
দারজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসরের ফাইনাল। আগামীকাল শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে কুমিল্লা ও বরিশাল। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিপিএলের প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। এবারের আসরের প্রাইজমানি গত আসরের মতোই থাকছে। এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা। এ ছাড়া  টুর্নামেন্টের এবারের সর্বোচ্চ উইকেট শিকারি ও সেরা রান সংগ্রাহক পাবে সমান ৫ লাখ টাকা করে। তাদের সম পরিমাণ অর্থ পুরস্কার থাকছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য। আর আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে। বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা : ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়:- ৫ লাখ টাকা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক:  ৫ লাখ টাকা টুর্নামেন্টের সেরা ফিল্ডার:  ৩ লাখ টাকা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ১০ লাখ টাকা রানার-আপ দল: ১ কোটি টাকা চ্যাম্পিয়ন দল: ২ কোটি টাকা স্তর চ্যাম্পিয়নশিপ লিগে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৫

বিপিএল নিয়ে হাথুরুসিংহের বিস্ফোরক মন্তব্যের জবাবে যা জানাল বিসিবি
বিপিএল মানেই সমালোচনা এটা অনেক পুরনো কথা। তবে ঘরের মানুষ যখন সেই সমালোচনা করে তাহলে তো আরও বেশি গায়ে লাগবে সেটাই স্বাভাবিক। সম্প্রতি বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করে বোমা ফাটিয়েছেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। যার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল শেষ করে শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তাই ছুটি শেষ করে ঢাকায় ফিরেছেন লঙ্কান হেডমাস্টার। এরপর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন হাথুরু। বাংলাদেশ কেন টি-টোয়েন্টিতে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না। বিপিএলে ভালোমানের বিদেশি খেলোয়াড় আসছেন কম। যারাও আসছেন, পুরো টুর্নামেন্ট খেলছেন না। যার যখন ইচ্ছে হুট করে চলে যাচ্ছেন আরেক টুর্নামেন্টে। খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেই দল সাজাতে হচ্ছে। ফলে স্থিতিশীলতা থাকছে না টুর্নামেন্টের। হাথুরু বিপিএলের ওপর আইসিসিকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি। হাথুরুসিংহের এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। বিশেষ করে বিপিএলের আয়োজনের সঙ্গে জড়িত ক্রিকেট সংশ্লিষ্টরা কেউই টাইগারদের প্রধান কোচের বক্তব্য ভালোভাবে নেয়নি। বিসিবির বেতনভুক্ত কোচ হয়ে টুর্নামেন্ট চলাকালীন সময়েই এভাবে প্রকাশ্যে সমালোচনা করতে পারেন কিনা সেই প্রশ্নও অনেকের। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, হাথুরুর এমন বক্তব্যে তারাও বিব্রতকর। তিনি বলেন, আমরা হাথুরুর সাক্ষাৎকারটি পড়েছি। বিষয়টি আমাদের নজরেও এসেছে। এটা নিশ্চিতভাবেই বিব্রতকর। আমরা তার সঙ্গে কথা বলেছি। এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এবং আপনাদের জানাবো।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৩

তামিমকে দলে ফেরানোর বিষয়ে যা জানালো বিসিবি
গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন তামিম ইকবাল। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি এই টাইগার ওপেনারের। সদ্য প্রকাশ হওয়া বিসিবির কেন্দ্রীও চুক্তিতেও নেয় তামিম। তবে তাকে দলে ফিরাতে বিপিএল শেষে আলোচনা বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় তার কাছে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান বিপিএল শেষেই বসবেন তারা। তিনি বলেন, আমাদের বোর্ড সভাপতি উনি আমাকে এবং আরও কয়েকজনকে বলেছেন তামিমের সাথে বসার জন্য। যেহেতু ঢাকায় আসছে এখন আর বেশিদিন নেই বিপিএল খেলা। বিপিএল খেলা শেষ হলেই আমরা তার সাথে বসব। এর আগে গত ১২ ফেব্রুয়ারি বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমি এখান থেকে নাম বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে।  তিনি আরও বলেন, আমি নিজেও বসবো। উনারা বসার পর আমি নিজেও বসবো। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানতে পারব। 
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২

সহ-অধিনায়ক প্রসঙ্গে যা জানাল বিসিবি
তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। ফলে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। আগামী বছরের জন্যে টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত’র কাঁধে তিন ফরম্যাটের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। নানান সমালোচনা আর বিতর্কের পর নির্বাচক প্যানেল থেকে মিনহাজুল আবেদীন নান্নুকে বাদ দেওয়া হয়েছে। হাবিবুল বাশার সুমনও বাদ পড়েছেন। আগামী এক বছরের বিসিবি কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত হয়েছে। এদিকে সামনে জাতীয় দলের ঠাসা সূচি। তাই মাঠে কে হচ্ছেন শান্ত’র ডেপুটি; সেই বিষয়টিও নিশ্চিতভাবে বিসিবির বোর্ড সভায় আলোচনা হয়েছে। তবে এতো কিছুর মাঝেও বিষয়টি একপ্রকার ধোঁয়াশায়। বিস্ময়ের ব্যাপার হচ্ছে ডেপুটি ইস্যুতে হয়নি কোনো সুবন্দোবস্ত। বহুল প্রতীক্ষিত সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্য, সহ-অধিনায়ক আমরা সিরিজ বাই সিরিজ করতে চাচ্ছি। সমস্যা হচ্ছে, সবগুলোতে সব খেলোয়াড় থাকবে কি-না, নিশ্চিত নই। একজন খেলোয়াড় সব ফরম্যাটে থাকবে কি-না, নিশ্চিত না। কেউ টেস্ট বা ওয়ানডেতে থাকলে টি-টোয়েন্টিতে না-ও থাকতে পারে। আবার ওয়ানডে বা টি-টোয়েন্টিতে থাকলে টেস্টে না-ও থাকতে পারে। এ সময়ে ক্রীড়ামন্ত্রীর দাবি, সহ-অধিনায়ক পদের জন্য কে এগিয়ে, সেটা-ও অনেকটা নির্ধারিত। বিসিবির বসের ভাষ্যমতে, আমরা মোটামুটি নিশ্চিত করে ফেলেছি কে থাকবে; তবে ওই নির্দিষ্ট সিরিজে কে থাকবে, সেটার ওপর নির্ভর করে এটা পরিবর্তন হতে পারে। এজন্য আমরা সময় নিচ্ছি। সহ-অধিনায়ক সামনেই ঘোষণা করা হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১

ব্যাটিং-বোলিং কোচ নিয়ে যা জানাল বিসিবি
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ কিছু কোচের পোস্টই ফাঁকা। বৈশ্বিক মহারণের পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি। এ ছাড়া কোচিং স্টাফে ফাঁকা ব্যাটিং, স্পিন বোলিং এবং ফিল্ডিং কোচও। বিশ্বকাপের পর এসব জায়গা পূরণে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদে কাজ করতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে অনেকেই আবেদনপত্র জমা দেন। এ ছাড়া স্থানীয় অনেক সাবেক ক্রিকেটারও আবেদন করেন। আর মার্চে শ্রীলঙ্কা সিরিজের আগেই এসব কোটা পূরণ করতে আগ্রহী বিসিবি। সেজন্য কোচদের সাক্ষাৎকার নিয়ে শর্ট লিস্টও তৈরি করেছে বিসিবির কমিটি। সোমবার (১২ ফেব্রুয়ারি) ছিল বিসিবি বোর্ড সভা। সেখানে দুইজন করে ব্যাটিং ও পেস বোলিং কোচের নাম সুপারিশ করেছে নিয়োগ কমিটি। সেই তালিকা হতেই একজন করে নেওয়া হবে। সভা শেষে বিসিবি বস নাজমুল হাসান পাপনের ভাষ্য, কোচ নিয়োগ কমিটি ব্যাটিং কোচ হিসেবে দুইজনের নাম সুপারিশ করেছে। এই দুজনের একজনকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হবে। এর মধ্যে স্টুয়ার্ট ল’ আগে জাতীয় দলের হেড কোচ ছিলেন। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের কোচ তিনি।  জানা গেছে, পেস বোলিং কোচ হিসেবে দেশি মাহবুব আলী জাকি ও ওয়েস্ট ইন্ডিজের কলিমোর নাম প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কলিমোর এইচপির পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে এসব পদে দিলেও স্পিন বোলিং কোচ চেয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি বিসিবি। তবে রঙ্গনা হেরাথকে বছরে ২০০ দিন কাজ করার প্রস্তাব দিয়েছিল বিসিবি। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

তরুণদের নিয়ে হতাশ বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন একঝাঁক অভিযোগ। দল গঠন থেকে অনুশীলন; সব মিলিয়ে ডালাভর্তি সুযোগ-সুবিধার অভিযোগের পসরা। ঘরোয়া এই টুর্নামেন্টের গত নয়টি আসরের চিত্র এমনটাই বলছে। এ ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক না মোটানোর অভিযোগ তো নিত্যদিনের সঙ্গী।  তবে দেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের চলতি আসরে ভিন্ন চিত্রও লক্ষ্য করা গেছে। এবার আসরের শুরু থেকেই আধুনিক প্রযুক্তির (ডিআরএস সিস্টেম, স্পাইডার ক্যাম ও রোবটিক ক্যামেরা) ব্যবহার চোখে পড়ার মতোই। এদিকে ‘হোম অব ক্রিকেটে’র রহস্যময় উইকেট সমালোচকদের আবারও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দিনের ম্যাচগুলোয় রান খরার দেখা মিললেও রাতের ম্যাচে রান বন্যা দেখা যাচ্ছে। যদিও উইকেট নিয়ে ক্রিকেটারদের কোনো অভিযোগ নেই। আর এমন উইকেটে দীর্ঘদিন ধরে পরীক্ষিত সিনিয়র ক্রিকেটাররা পারফর্ম করতে পারলেও আহামরি ভালো কিছুই করতে পারছেন না নতুন ও উঠতি ক্রিকেটাররা। যা কিনা বিসিবি পরিচালক আকরাম খানের কাছে হতাশার। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরামের মন্তব্য, ওরকম পারফরম্যান্স চোখে পড়ছে না। বিসিবির এই পরিচালকের ভাষ্যমতে, এখনও খেলোয়াড়দের অনেক সুযোগ আছে। তরুণদের নিয়ে যে আশা করেছিলাম, বিপিএল থেকে বের হয়ে আসবে, ওরকম পারফরম্যান্স চোখে পড়ছে না। সিনিয়র খেলোয়াড়রাই পারফর্ম করছে। রিয়াদ, মুশফিক, তামিম, ইমরুল কায়েস ওরাই পারফর্ম করছে। তিনি যোগ করেন, এটা পারফর্ম করার যথার্থ জায়গা। এখানে এক্সপোজার বেশি। বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। এখানে ভালো ফিল্ডিং করলেও চোখে পড়বে। এই সুযোগ খেলোয়াড়দের ভালোভাবে নেওয়া উচিত।
২৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়