• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
বিরামপুর সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ উদ্ধার
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি।  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া। তিনি জানান, ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে রাতে ভারতে সাপের বিষ পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দলকে ঘাসুড়িয়া সীমান্তে অভিযানে পাঠানো হয়। এ সময় বিজিবির দলটি সীমান্তের ২৮৯ এর ১নং সাব পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড় নামক স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে ১ কেজি পরিমাণ সাপের বিষ উদ্ধার করে। তিনি আরও জানান, পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।  ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
১১ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

কারাগারে বুশরাকে বিষ দেওয়া হয়েছে, দাবি ইমরান খানের
কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ এপ্রিল) আদিয়ালা কারাগারে বসা আদালতে শুনানির সময় ইমরান খান নিজেই এই অভিযোগ করেন। বিচারকের উদ্দেশে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা বলেন, সাব-জেলে বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে। তার ত্বক ও জিহ্বায় বিষপ্রয়োগের স্পষ্ট চিহ্ন রয়েছে। আমি জানি, এর পেছনে কার হাত রয়েছে। এসময় ইমরান খান আদালতের কাছে তার কারাবন্দী স্ত্রীকে বিষপ্রয়োগের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে বুশরার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ চান। আদালত পিটিআই নেতার অভিযোগের প্রেক্ষিতে কোনো নির্দেশ জারি করেননি। তবে তার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য লিখিত আবেদন জমা দিতে বলেছেন। এর আগে, আদালতে হাজিরা দেওয়ার ফাঁকে সাংবাদিকদের কাছে একই অভিযোগ করেছিলেন বুশরা বিবি। তিনি বলেছিলেন, শবে মেরাজের সময় কারা কর্তৃপক্ষের দেওয়া খাবার ও পানি খুবই তেতো ছিল। তখন তার খাবারে ‘তিন ফোঁটা টয়লেট ক্লিনার’ মেশানো হয়েছিল। বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। অন্যদিকে বুশরা বিবি এখন রাজধানী ইসলামাবাদে ইমরান খানের বানি গালার বাড়িতে বন্দী রয়েছেন। ওই বাড়িকেই সাব–জেল ঘোষণা করেছে পাকিস্তানের প্রশাসন।
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৩৪

প্রতিবেশীর বিষে প্রাণ গেল ৯ হাঁসের 
নোয়াখালীর কবিরহাটে পূর্বশত্রুতার জের ধরে ধান খেতে কীটনাশক বিষ প্রয়োগ করে ৯টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চর গুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।    ভুক্তভোগী রোওশন আরার লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মো. মাহবুল (৬৫), আবদুল হক (৩৫), আবুল বাসার (৩০)। তারা তার পাশের বাড়ির প্রতিবেশী। ওই নারী ছোট পরিসরে কিছু হাঁস, মুরগি পালন করে নিজের জীবিকা নির্বাহ করেন। কিন্তু ব্যক্তিগত ক্রোধের কারণে প্রতিবেশীরা তাকে না জানিয়ে তাদের ধানের জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেন। বৃহস্পতিবার সকালে ৯টি হাঁস তাদের জমিতে পানি খাওয়ার জন্য গেলে আকস্মিক বিষক্রিয়ায় সঙ্গে সঙ্গে ৫টি হাঁস মারা যায়। আরও ৪টি হাঁস মারা যাওয়ার উপক্রম হলে জবাই করে দেন ওই গৃহবধূ।  কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ভুক্তভোগী নারী মৃত ৯টি হাঁস থানায় নিয়ে আসেন। ওসি সাহেব হাঁসগুলো দেখে মাটিতে পুঁতে ফেলার জন্য নির্দেশ দেন। তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২

‘সাম্প্রদা‌য়িকতার বিষ বৃক্ষ সমূ‌লে উৎপাটন কর‌বে আওয়ামী লীগ’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দে‌শে ‌বিএন‌পির গড়া সাম্প্রদা‌য়িকতার বিষ বৃক্ষ সমূ‌লে উৎপাটন কর‌বে আওয়ামী লীগ। সাম্প্রদায়িক শক্তির মুলোৎপাটনই একুশে ফেব্রুয়ারির শপথ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরের স্বত্ব জাতীয়তাবাদের দিকনির্দেশনা আসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষা যোদ্ধা। অতঃপর একাত্তরে আমরা বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আমরা প্রথমে ভাষা যোদ্ধা। অতপর একাত্তরে আমরা বীর মুক্তিযোদ্ধা।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১

বিষ প্রয়োগে ৪০০ কবুতর হত্যা
যশোরের মণিরামপুরে মটরশুটি খেতে বিষ প্রয়োগ করে প্রায় ৪০০ কবুতর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার তাজপুর গ্রামে খেতের মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই ৪০০ কবুতরগুলো মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ ঘটনায় ওই খেত মালিক সাজ্জাতের কোনো আফসোস নেই বলে জানিয়েছেন তিনি। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাজ্জাত হোসেন যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে। জানা যায়, উপজেলার মুক্তারপুর তালসারি তেঁতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে ওই খেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪শ কবুতর মারা গেছে। তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকরা জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। এ ন্যক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন তারা। এ বিষয়ে খেতের মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, লাভের আশায় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, কবুতরকে মেরে ফেলার বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার জেলে
সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকারের সময় শেখ নাফিজ হোসেন (৪৭) নামের এক জেলেকে গ্রেপ্তার করেছে কোবাদক স্টেশনের বনরক্ষীরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হাড়িপোতা খাল থেকে তাকে আটক করা হয়। এ সময় বিষ দিয়ে শিকার করা নয় কেজি চিংড়ি মাছ, চার বোতল বিষ, একটি নৌকা ও ভেসালী জাল জব্দ করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন বলেন, অনুমতি না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে নাফিজ হোসেন ৪১ কম্পার্টমেন্টাল হাড়িপোতা খালে বিষ ঢেলে মাছ শিকার করছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারি চক্রের ব্যাপারে তথ্য দিলে বন বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৪

প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা
ফরিদপুরের সালথায় প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন হোসাইন নামের এক কিশোর। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। হোসাইন উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের কৃষক সেকেন মাতুব্বরের ছেলে। ৮ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১২ বছর বয়সী প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হোসাইন। একপর্যায়ে ওই কিশোরীকে বিয়ে করবে বলে তিনি পরিবারকে জানান। কিন্তু এ প্রস্তাবে রাজি হননি পরিবারের সদস্যরা। এতে অভিমানে রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন হোসাইন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ বিষয়ে সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, ছেলেটির পাশের বাড়ির একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। মেয়েরা আর্থিকভাবে দুর্বল হওয়ায় এবং তাদের বিয়ের বয়স না হওয়ায় ছেলের বাবা রাজি হননি। এতে ছেলেটি আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, কিশোর হোসাইন এক কিশোরীর প্রেমে পড়ে। বিষয়টি তার পরিবার মেনে না নেওয়ায় বিষ খেয়ে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০

বিষ প্রয়োগে ১২ পাখির মৃত্যু, মালিককে জরিমানা 
শরীয়তপুরের ডামুড্যায় কৃষি জমিতে (গম খেত) বিষ প্রয়োগ করায় ১২ পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ওই জমির মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জমিতে বিষ প্রয়োগের ফলে বিভিন্ন প্রজাতির ঘুঘু ও শালিক পাখির মৃত্যু হয়। ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামের খনারপাড় এলাকায় ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে। কিছু পাখি জমিতে রশ্মি দিয়ে টানিয়ে রাখতে দেখা যায়। পরে পাখির মৃত্যুর বিষয়টি চারদিকে জানাজানি হলে ওই কৃষক পাখিগুলো মাটিতে পুতে রাখেন। ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, আমি জানতে পেরে ডামুড্যা থানার ওসিকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি স্থানীয় ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানতে পারি ১০ থেকে ১২টি পাখি মেরেছেন কৃষক শাজাহান মাদবর। পরে কৃষি জমিতে বিষ প্রয়োগ করে পাখি হত্যা করার দায়ে শাজাহানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।  তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৬ (১) (ক) অনুচ্ছেদ লঙ্ঘনের অপরাধে ২৬ অনুচ্ছেদ অনুসারে এই জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কাজ আর করবেনা, এই মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে।
১২ জানুয়ারি ২০২৪, ১৯:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়