• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
বিশ্বের সর্ববৃহৎ আলপনার উদ্বোধন
দু’পাশে বিস্তীর্ণ হাওরে সবুজ সমারোহ, তার মাঝে পিচঢালা কালো সড়কে বাহারি রঙের মনোমুগ্ধ বাঙালি সংস্কৃতির আলপনায় সেজেছে কিশোরগঞ্জের হাওরাঞ্চল। উদ্বোধনের পর হাজারও মানুষের ভিড়ে মুখরিত বিশাল আলপনার সড়ক। রোববার (১৪ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের মিঠামইন জিরোপয়েন্টে ১৪ কিলোমিটার আলপনার উদ্বোধন করেন ডাক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়া প্রমুখ। বাঙালি সংস্কৃতি ও সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশে পৃথিবীর সর্ববৃহৎ আলপনার আয়োজন করে, বাংলালিংক, এশিয়াটিক ও বার্জার যৌথভাবে। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সৃষ্টিশীলতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’-এ বরণে ১৪ কিলোমিটার রাস্তাজুড়ে আলপনা আঁকা হয়েছে।  ১৬ কিলোমিটার সড়কের ১৪ কিলোমিটার সড়কচিত্র অঙ্কনে ৬৫০ জন চিত্রশিল্পী, ২০০ ভলেন্টিয়ার, তিন ধরনের ৪০০ ব্রাশ বা তুলির আচরে, ১৬ হাজার লিটার লাল, নীল, বেগুনি, হলুদসহ হরেক রঙে সাজানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ রোডচিত্র। এ বিষয়ে ময়মনসিংহ নান্দাইল উপজেলার জহির আহমেদ বলেন, দুদিন ধরে ফেসবুকে পোস্ট দেখে মুগ্ধ হয়েছি। তাই ছেলে মেয়ে ও স্ত্রীসহ বেড়াতে এলাম। সত্যি বলছি এতো প্রাণবন্ত সৌন্দর্য এর আগে দেখেনি। সমাজকর্মী মুজাহিদ সরকার বলেন, হাওরে এই বছর বৈশাখে ভিন্নমাত্রার আনন্দ হচ্ছে। আলপনা ঘিরে তৈরি হয়েছে উৎসব। অন্যদিকে হাওরে চলতি বর্ষায় পর্যটক বাড়বে। হাওরে পর্যটক বাড়লে হোটেল-মোটেল তৈরি হবে। এতে নয়া কর্মসংস্থানের সৃষ্টি হবে।
১৪ এপ্রিল ২০২৪, ১৭:২৫

বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মাত্র ৩টি
বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস)।  তালিকায় এক হাজারের মধ্যে বাংলাদেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৯১ থেকে ৭০০ অবস্থানে, বুয়েট ৮০১ থেকে ৮৫০ অবস্থানে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ৮৫১ থেকে ৯০০ অবস্থানে রয়েছে। এ ছাড়া শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিবেশী ভারতের ৪৫টি এবং পাকিস্তানের ১৪টি জায়গা করে নিয়েছে। কিউএস র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা তিনটি বিশ্ববিদ্যালয় হলো এমআইটি, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেরা ১০ এর মধ্যে এশিয়ার মাত্রা একটি বিশ্ববিদ্যালয় আছে। সেটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। এদিকে, বৈশ্বিক র‌্যাংকিংয়ের পাশাপাশি বিভাগভিত্তিক তালিকাও প্রকাশ করেছে কিউএস। সেখানে কলা ও মানবিক বিভাগে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। ৫০১ থেকে ৫৫০ অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বুয়েট ৩০৫তম অবস্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০০ থেকে ৫৫০ অবস্থানের মধ্যে রয়েছে। সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ৪০১ থেকে ৫০০ অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।  লাইফ সায়েন্স ও মেডিসিন বিভাগ এবং ন্যাচারাল সায়েন্স বিভাগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।
১৩ এপ্রিল ২০২৪, ২২:১৮

বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে
বাঙালির আবহমান ও সমৃদ্ধশালী সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষে অষ্টমবার কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আয়োজিত হচ্ছে ‘আলপনায় বৈশাখ ১৪৩১' উৎসব। আলপনার রঙে রাঙানো হচ্ছে মিঠামইন-অষ্টগ্রাম হাওরের ১৪ কিলোমিটার সড়ক। শুক্রবার (১২এপ্রিল) বিকেল ৫টায় কিশোরগঞ্জের মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় আলপনা আঁকার উদ্বোধন করেন প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান (ডিবি) হারুন অর রশিদ; কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক এড. জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া, বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামান; বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বিশ্বরেকর্ড গড়ার অদম্য এই প্রচেষ্টা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, সম্প্রীতির আরও সুদৃঢ় হবে। এই বিশাল কর্মযজ্ঞ গ্রিনেজ বুক ওয়াল্ডে, বিশ্বের সর্ববৃহৎ আলপনা'র স্বীকৃতি পাবে, কিশোরগঞ্জ হাওরাঞ্চল বিশ্ববাসীর নিকট নতুনভাবে পরিচিত হবে। পর্যটন শিল্প আরো বিকশিত হবে। কিশোরগঞ্জ হাওরাঞ্চলে বাঙালি লোকসংস্কৃতি তুলে ধরতে মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে ৬৫০জন শিল্পী সর্ববৃহৎ আলপনা উৎসব ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ শুরু করেছেন। আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) মিঠামইনে ১৪ কিলোমিটার আলপনা আঁকা পরিদর্শন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  
১২ এপ্রিল ২০২৪, ২৩:৪৭

বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম কত?
৪৩ লাখ ডলারে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি গরু। প্রতি ডলার ১১০ টাকা ধরে যার পরিমাণ ৪৭ কোটি ৩০ লাখ টাকা। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলো শহরের আরন্দুতে এক নিলামে ‘নেলোর’ প্রজাতির গরুটি বিক্রি হয়েছে।  আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ‌নেলোর জাতের গরুগুলো উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এটি খুবই শক্তিশালী। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, খেতেও সুস্বাদু। নেলোর জাতের গরুর উৎপত্তি ভারতে। অন্ধ্র প্রদেশের নেলোর জেলার নাম থেকেই এই প্রজাতির নামকরণ করা হয়েছে। ১৮৬৮ সালে প্রথম জোড়া নেলোর গরু ব্রাজিলে রুপ্তানি করেছিল ভারত।  গত শতাব্দীর ছয়ের দশকে এই গরুর সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে ব্রাজিলে। এখন ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ গবাদি পশুর জাত হয়ে উঠেছে নেলোর গরু। সূত্র : দ্য ইকোনমিক টাইমস  
৩১ মার্চ ২০২৪, ২২:৩৫

বিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা
বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা।  ঢাকার বায়ুদূষণের মাত্রাও বেড়েছে। শনিবার (৩০ মার্চ) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বলছে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থাতেই রয়েছে। তবে সবচেয়ে বেশি দূষণ থাইল্যাণ্ডের চিয়াং মাই শহরের বাতাসে। সকাল সাড়ে ৯টার দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৭৩ স্কোর নিয়ে বায়ু দূষণের র্শীষে অবস্থান করছে থাইল্যাণ্ডের চিয়াং মাই শহর। ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ১৪৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা অস্বাস্থ্যকর হিসেবেই বিবেচিত। প্রসঙ্গত, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই বিবেচিত হয় ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে সাধারণত একিউআই নির্ধারণ করা হয়। যেমন : বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
৩০ মার্চ ২০২৪, ১০:৩২

বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ : মোরশেদ আলম
বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে তিনি এ মন্তব্য করেন। মোরশেদ আলম বলেন, বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। তার ক্যারিশমেটিক নেতৃত্ব এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাকে আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন। তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করেছে। মুক্তিযোদ্ধাদের ভাতা এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা শুরু করেছে আ.লীগ সরকার। যতদিন এই সরকার থাকবে ততদিন মুক্তিযোদ্ধারা মূল্যায়ন পাবেন। আমি এমপি হয়ে সেনবাগের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিয়েছি, আওয়ামী লীগে দুর্গ হিসেবে গড়ে তুলেছি। তাই দল এখন চাঙ্গা।  তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করা হয়েছে। এর কারণে আওয়ামী লীগ ২২ বছর ক্ষমতার বাইরে ছিল। মোরশেদ আলম বলেন, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। ভারতের আগরতলায় প্রশিক্ষণ নিয়েছি। দেশের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা ছিল আমার কাজ। বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছেন পৃথিবীর ইতিহাসে তা লেখা থাকবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশটি স্বাধীন হয়েছে। এ জাতি চিরদিন তাদের স্মরণ করবে। শহীদদের নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
২৬ মার্চ ২০২৪, ২০:৩৮

শিশুদের বিরল রোগের ‌‌‘জিন থেরাপি’ বিশ্বের সবচেয়ে দামি ওষুধ
মেটাক্রোম্যাটিক লিউকোডিস্ট্রফি বা এমএলডি নামক অতি বিরল রোগের জন্য নতুন একটি জিন থেরাপির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার পাইকারি মূল্য ৪ দশমিক ২৫ মিলিয়ন ডলার। এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ওষুধ। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গত সোমবার ওষুধটির অনুমোদন দেয়।  এমএলডি একটি বিরল এবং মারাত্মক রোগ যা সাত বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত করে। এই রোগে আক্রান্ত শিশুরা কখনও কখনও হাঁটতে এবং কথা বলার ক্ষমতা হারাতে শুরু করে। ওষুধটির প্রস্তুতকারক সংস্থা অরচার্ড থেরাপিউটিকসের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতি এক লাখ শিশুর মধ্যে একটি শিশু এমএলডি নামক বিরল রোগে আক্রান্ত হয়। বছরে এই সংখ্যা ৪০ শিশুর কম। অরচার্ড থেরাপিউটিকসের সহ-প্রতিষ্ঠাতা ডা. ববি গ্যাসপার বলেছেন, এটি একটি দৃষ্টান্ত স্থাপনকারী ওষুধ। এটিতে শিশুদের বিধ্বংসী রোগকে প্রতিরোধ করার সক্ষমতা রয়েছে।
২৪ মার্চ ২০২৪, ২১:০৫

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ কত
এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা সাতবার দেশটি এই খেতাব অর্জন করল। আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে বুধবার (২০ মার্চ)  জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ১৪৩টি দেশের ওপর জরিপ চালিয়ে এই রির্পোটা তৈরি করা হয়েছে। এরমেধ্যে প্রথম স্থানে ফিনল্যান্ড, দ্বিতীয় অবস্থানে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ সুইডেন, পঞ্চম ইসরায়েল, ষষ্ঠ নেদারল্যান্ডস, সপ্তম নরওয়ে, অষ্টম লুক্সেমবার্গ, নবম সুইজারল্যান্ড এবং দশম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সবচেয়ে শেষে রয়েছে আফগানিস্তানের নাম। সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৯তম। গত বছর এ অবস্থান ছিল ১১৮। ২০২২ সালে বাংলাদেশ ছিল ৯৪ নম্বরে। এ ছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ৯৩তম, পাকিস্তান ১০৮তম, মিয়ানমার ১১৮তম, ভারত ১২৬তম এবং শ্রীলঙ্কার অবস্থান ১২৮তম। উল্লেখ্য, সুখী দেশের তালিকা করতে ছয়টি মূল বিষয় বিবেচনা করা হয়। এগুলো হলো মাথাপিছু জিডিপি, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবন প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির উপলব্ধি।  
২০ মার্চ ২০২৪, ১২:২৭

‘হজ ব্যবস্থাপনাকে বিশ্বের মডেল হিসেবে দাঁড় করাতে চাই’
‌‘বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আমরা বিশ্বের মধ্যে একটি মডেল হিসেবে দাঁড় করাতে চাই’ বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা অফিসার্স ক্লাবে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ধর্মমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের হজ ব্যবস্থাপনাকে স্মার্ট করতে হবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হজ এ প্রত্যয়ে কাজ করতে হবে। বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আমরা বিশ্বের মধ্যে একটি মডেল হিসেবে দাঁড় করাতে চাই।’ তিনি বলেন, ‘সরকার হজযাত্রীদের কল্যাণে সম্ভাব্য সব ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। আল্লাহর মেহমানদেরকে আমরা যথাযথ সম্মানের সঙ্গে হজব্রত পালন করানোর জন্য যাবতীয় উদ্যোগ নিতে প্রস্তুত। এক্ষেত্রে হাবের সহযোগিতা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমাদের হজ ব্যবস্থাপনায় কোনো দুর্বলতা থাকলে সেগুলো চিহ্নিত করতে হবে এবং এর সম্ভাব্য সমাধানের সকল পথ বের করতে হবে। কী কী পদক্ষেপ নিলে হজযাত্রীরা আরেকটু বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে।’ ফরিদুল হক খান বলেন, ‘গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। বিশেষ করে হজ ব্যবস্থাপনায় নানান ধরনের ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে।’ তিনি বলেন, ‘আশকোনা হজক্যাম্প হজযাত্রীদের জন্য উপযোগী করা হয়েছে। ই-হজ ব্যবস্থাপনা চালু করা হয়েছে। জেদ্দা হজ টার্মিনালে বাংলাদেশ প্লাজা স্থাপন করা হয়েছে। গত ১৫ বছরে রেকর্ডসংখ্যক ১৩ লাখ ৯০ হাজার ৬৩৫ জন হজযাত্রী হজব্রত পালন করেছেন।’
১৯ মার্চ ২০২৪, ২৩:০৫

বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা প্রকাশ
বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সবগুলো দেশই আফ্রিকা মহাদেশের। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় এক নম্বরে রয়েছে দক্ষিণ সুদান। বাকি দেশগুলো হলো, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মোজাম্বিক, মালাউই, নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কার। ২০১১ সালে স্বাধীনতা লাভ করা দক্ষিণ সুদানে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা, চলমান সংঘর্ষ এবং অপ্রতুল অবকাঠামোর কারণে জীবনযাত্রার মান খুবই নিম্ন। বাকি দেশগুলোতেও রয়েছে সংঘাত, অবকাঠামোর অভাব, বৃষ্টিনির্ভর কৃষিব্যবস্থা, জনসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং খাদ্যের সংকট। এমনকি কঙ্গো এবং মোজাম্বিকের মতো বড় বড় দেশগুলোও দারিদ্র্যে জর্জরিত। বিভিন্ন দেশের মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে মাথাপিছু জিডিপির সমন্বয় করে তালিকাটি তৈরি করেছে আইএমএফ। এ ছাড়াও একটি দেশে বসবাসের খরচ আমলে নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন দেশের জীবনযাত্রার মান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আইএমএফের এই প্রতিবেদনের উদ্দেশ্য হলো এসব দেশে দারিদ্র্যের মূল কারণগুলোর ব্যাপারে বিশ্বকে জানানো। যাতে সবাই সচেতন হয়।
১৫ মার্চ ২০২৪, ২৩:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়