• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
অসহনীয় গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) রাউন্ড রবিন লিগ শুক্রবার শেষ হয়েছে। সুপার লিগে কোন ৬ দল খেলবে, তা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। গেলবারের মতো এবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আবাহনী। এ ছাড়াও শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগে উঠেছে। তবে লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়নের মতো দলের সুপার লিগে জায়গা হয়নি। এদিকে শনিবার (২০ এপ্রিল) ক্লাব কর্তাদের সঙ্গে সভা শেষে সুপার লিগের প্রথম ২ রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। অত্যধিক গরমের কারণে ক্লাবগুলোর চাহিদার ভিত্তিতে সুপার লিগের সূচি করা হয়েছে। সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর ভাষ্য, বেশিরভাগ ক্লাবগুলোর চাহিদার ভিত্তিতে প্রতি ম্যাচের মাঝে দুইদিন করে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২২ এপ্রিল) প্রথম রাউন্ডের খেলা মাঠে গড়াবে। দুইদিন বিরতি দিয়ে ২৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াবে। অন্যদিকে ২৩, ২৬ ও ২৯ এপ্রিল বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে রেলিগেশন লিগের ম্যাচ মাঠে গড়াবে। ২৩ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ সিটি ক্লাব, ২৬ এপ্রিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব এবং ২৯ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ডিপিএল সুপার লিগের প্রথম দুই রাউন্ডের সূচি : তারিখ  দল  প্রতিপক্ষ সময় ভেন্যু ২২ এপ্রিল আবাহনী লিমিটেড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব  সকাল ৯টা মিরপুর ২২ এপ্রিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্স সকাল ৯টা বিকেএসপি ৩ ২২ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব সকাল ৯টা ফতুল্লা ২৫ এপ্রিল আবাহনী লিমিটেড গাজী গ্রুপ ক্রিকেটার্স সকাল ৯টা ফতুল্লা ২৫ এপ্রিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব সকাল ৯টা বিকেএসপি ৩ ২৫ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সকাল ৯টা মিরপুর  
২০ এপ্রিল ২০২৪, ১৯:৩৫

বিরতি কাটিয়ে ফের শুটিংয়ে তানিন
অভিনয়ের মানুষেরা লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দ শোনা ছাড়া শান্তি পান না। ক্যামেরায় সামনেই যেন শান্তি এবং অভিনয়ের আনন্দ। তাই শান্তির জায়গায়, অভিনয়ের আনন্দে ক্যামেরার সামনে ফিরলেন চিত্রনায়িকা তানিন সুবহা। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়ে ৭ মার্চ উত্তরায় শুটিং করলেন তানিন। শুটিং স্পট থেকে অভিনেত্রী তানিন সুবহা বলেন, সাময়িক সময়ের জন্য কাজে বিরতি নিয়েছিলাম। অনেক দিন পর কাজে ফিরতে পেরে ভালো লাগছে। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে। প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে বেশ আনন্দিত আমি। ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন ছাড়া আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। তানিন সুবহা জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। নাটকগুলো ঈদ আয়োজনে প্রচার হবে। প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ সিনেমাগুলো।
০৯ মার্চ ২০২৪, ১৯:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়