• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বিপিএলে অংশ নিতে আগ্রহী নোয়াখালীসহ ৪ দল
জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। নানান ঘটনা প্রবাহ শেষে অধরা শিরোপার স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। এদিকে নামিদামি বিদেশি ক্রিকেটার, উন্নত সম্প্রচার ব্যবস্থা, দর্শক উপস্থিতি; সব মিলিয়ে এবারের বিপিএল ছিল দুর্দান্ত। জমজমাট এই টুর্নামেন্টে আরও ৪ দল অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে আন্তর্জাতিক ব্যস্ততায় নতুন দল যোগ করার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তার দাবি, বর্তমান ৭টি দলের কেউ সরে দাঁড়ালে এই চারটি দলের যেকোনো একটি শট পেতে পারে। বিপিএলের সদস্য সচিবের ভাষ্য, বিপিএলে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই আরও চার দল আবেদন করেছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নতুন করে দল বাড়ানোর সম্ভাবনা খুবই কম। বর্তমান সাত ফ্র্যাঞ্চাইজির কেউ সরে দাঁড়ালে সেক্ষেত্রে ওই চার দলের কারো সুযোগ মিলতে পারে।   তিনি যোগ করেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’ ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’
০৫ মার্চ ২০২৪, ১৫:৫১

বিপিএলে কে কোন পুরস্কার পেলেন
বিপিএলের দশম আসরে অনেকগুলো সমীকরণের বেড়াজাল পেরিয়ে প্লে-অফ খেলার সুযোগ পেয়েছিল ফরচুন বরিশাল। টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আসরের সব থেকে সফল ও শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতে বরিশাল পেয়েছে ২ কোটি টাকা। আর ফাইনালে প্রথমবারের মতো হারের স্বাদ নেওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে ১ কোটি টাকা। গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পরে থেকেই তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা হয়েছে। চলতি বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নাম সরিয়ে নিয়েছেন এই টাইগার ড্যাশিং ওপেনার। তবে বিপিএলের দশম আসরে দুর্দান্ত পারফরম করে সর্বোচ্চ রান সংগ্রহক এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন তামিম। সেই সঙ্গে আসরের সর্বোচ্চ রান করেছেন তিনি। ১৫ ম্যাচে ৩৫ গড়ে ৪৯২ রান করেছেন দেশ সেরা এই ব্যাটার। চলতি বিপিএলে দুর্দান্ত ঢাকা নামের প্রতি অবিচার করলেও ব্যতিক্রম ছিলে পেসার শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২২ উইকেট তুলে নিয়ে এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা। আর টুর্নামেন্ট সেরা ফিল্ডারের ৩ লাখ টাকা পুরস্কার পেয়েছেন দুর্দান্ত ঢাকার নাইম শেখ। বিপিএলের ফাইনালে চার ওভার বোলিং করে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট ও ৩০ বলে ৪৬ রানের কার্যকরি এক ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন কাইল মায়ার্স। প্লেয়ার অব দ্য ফাইনাল: কাইল মায়ার্স ১ উইকেট ও ৪৬ রান (৫ লাখ টাকা), বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: নাঈম শেখ– ৮ ক্যাচ (৩ লাখ টাকা), সর্বোচ্চ উইকেট শিকারি: শরিফুল ইসলাম – ২২ উইকেট (৫ লাখ টাকা), সর্বোচ্চ রান সংগ্রাহক: তামিম ইকবাল– ৪৯২ রান (৫ লাখ টাকা), প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: তামিম ইকবাল– ৪৯২ রান (১০ লাখ টাকা)।
০২ মার্চ ২০২৪, ০১:১৫

বেইলি রোড ট্র্যাজেডির জন্য বিপিএলে এক মিনিট নীরবতা
বিপিএলের দশম আসরের ফাইনালে বরিশালের মুখোমুখি হয়েছে বরিশাল ও কুমিল্লা। এই ম্যাচের  শুরু আগে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনে পুড়ে নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন সবাই। শুক্রবার (১ মার্চ) ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল। এদিন মাঠে নামার আগে ৬ টা ২৫ মিনিটে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনে পুড়ে নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন সবাই। গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। মাত্র দুই ঘণ্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৪৩ জনের। আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যানুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। চার বছর পর পর আসে লিপ ইয়ার বা অধিবর্ষ। ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ সে হিসেবে বিশেষ এক দিন। এমন দিনকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের নিয়ে অনেকেই গিয়েছিলেন রাজধানীর নাম করা রেস্টুরেন্টটিতে। কে জানতো, প্রিয়জনদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত নিমিষেই রূপ নেবে বিষাদে! মুখরোচক সব খাবারের রেস্তোরাঁয় ঠাসা ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যত সময় যাচ্ছে, লাশের সারি যেন আরও দীর্ঘ হচ্ছে। হাসপাতালগুলোতে স্বজনদের মাতমে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে।
০১ মার্চ ২০২৪, ১৮:৫৯

বিপিএলে এবার প্রাইজমানি কে কত পাবে
শিরোপার লড়াইয়ে বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।  তামিম, মুশফিকদের সঙ্গে মিলার, মায়ার্সদের ব্যাট জ্বলে উঠলে বিপিএলের দশম আসরে প্রথম শিরোপার স্বাদ পেতে পারে তারকায় ঠাসা ফরচুন বরিশাল। তবে তামিম বাহিনীর স্বপ্ন ভেঙ্গে হ্যাটট্রিকসহ পঞ্চম শিরোপা ঘরে তুলে উল্লাসে মাততে চায় কুমিল্লা। এদিকে দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গত আসরের থেকে এবারের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি।  এবারও দুই কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল। অন্যদিকে এক কোটি টাকা পাচ্ছে রানার্স-আপ দল। এ ছাড়া আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা। তবে এখানেই শেষ নয়; ফাইনাল সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সবচেয়ে বেশি উইকেট শিকারির জন্যও পুরস্কার থাকছে। এই ক্যাটাগরিতে সবাই ৫ লাখ টাকা করে পাবেন। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডারের জন্য থাকছে ৩ লাখ টাকার প্রাইজমানি। বিপিএল ২০২৪-এর পুরস্কারের তালিকা : ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় : ৫ লাখ টাকা টুর্নামেন্টের সেরা ফিল্ডার :  ৩ লাখ টাকা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি :  ৫ লাখ টাকা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক : ৫ লাখ টাকা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট : ১০ লাখ টাকা রানার-আপ দল : ১ কোটি টাকা চ্যাম্পিয়ন দল : ২ কোটি টাকা
০১ মার্চ ২০২৪, ১২:৫০

বিপিএলে আবারও সাকিব-তামিম দ্বৈরথ 
চলতি বিপিএলে দলগত লড়াইকে ছাড়িয়ে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বাড়তি গুরুত্ব পেয়েছে রংপুর-বরিশাল ম্যাচ। চট্টগ্রামে সেই দ্বৈরথ দেখেছিল ক্রিকেট ভক্তরা। আরও একবার সেই লড়াই দেখার সুযোগ পেয়েছে দর্শকরা। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মাঠে নামবে সাকিবের রংপুর এবং তামিমের ফরচুন বরিশাল। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৩৬ রানের সহজ লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।  দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামে রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লাকে ১৮৬ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ৯ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। এতে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হাত ছাড়া করে রংপুর। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও বরিশাল। দুই দলে মধ্যে জয়ী ফাইনালে কুমিল্লার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে। লিগ পর্বের প্রথম দেখায় রংপুরকে হারিয়ে আসর শুরু করেছিল বরিশাল। তবে চট্টগ্রামে সেই হারের প্রতিশোধ নিয়েছিল সাকিবের রংপুর। বরিশালকে এক উইকেটে হারিয়েছিল সাকিব-সোহানরা।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪

বিপিএলে খেলতে পারবেন তো মোস্তাফিজ?
২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন অনুশীলনে মাথায় চোট পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার মোস্তাফিজুর রহমান। তবে সিটি স্ক্যানের পর ফ্র্যাঞ্চাইজিটির ফিজিও জাহিদুল ইসলাম সজলের মন্তব্য, শুধু বাইরের অংশে মোস্তাফিজের মাথার চোট। অভ্যন্তরীণ কোনো চোট নেই। এদিকে ফিজের কনকাশন নিয়ে দুশ্চিন্তায় বিসিবির মেডিকেল বিভাগ। গণমাধ্যমে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর ভাষ্য, মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। অন্যদিকে চলতি বিপিএলে ৯ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কুমিল্লা। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকার লড়াইয়ে এখনও দলটির হাতে তিন ম্যাচ বাকি রয়েছে। মাথায় আঘাত পাওয়ায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো টাইগারদের অটোচয়েজ এই পেসার খেলবেন কি না, তা নিয়েও নানান প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে দেবাশিষ চৌধুরীর জবাব, খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট… এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪ থেকে ৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা। এর আগে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানায়, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৬

বিপিএলে সেঞ্চুরি করে গেইল-ডি ভিলিয়ার্সদের পাশে হৃদয়
গত বিপিএলে সিলেটের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন তারুণ তাওহদী হৃদয়। ২০২৩ সালটা জাতীয় দলের হয়ে দুর্দান্তভাবে শেষ করেছেন তিনি। ফলে চলমান বিপিএলের অনেক আগেই কোটি টাকা খরচ করে দলে ভিড়িয়ে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুর্দান্ত ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে প্রতিদানও দিয়েছেন হৃদয়। দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০৮ রানের ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। যেখানে ৭ ছক্কা ও ৮ চারে ইনিংস সাজিয়েছেন তিনি। এতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এ ছাড়াও বিপিএলে সেঞ্চুরিয়ানদের নামের পাশে জায়গা করে নিয়েছেন এই তরুণ ব্যাটার। এরপর আগে বিপিএলে পাঁচ বাংলাদেশি সেঞ্চুরি পেয়েছেন। যাদের মধ্যে রয়েছে তামিম ইকবাল, সাব্বির রহমান, নাজমুল হাসান শান্ত, শাহরিয়ার নাফিস। এবার তাদের পাশে নাম লেখালেন হৃদয়। এ ছাড়াও বিপিএলে বিদেশিদের মধ্যে গেইল, ডি ভিলিয়ার্স ও হেলসদের বড় বড় তারকা ক্রিকেটারদের স্পর্শ করেছেন তিনি। বিপিএলের আগের নয় আসর এবং চলতি বিপিএলে এই এক মাত্র সেঞ্চুরি মিলে মোট ৩০ টি সেঞ্চুরি হয়েছে। যেখানে পাঁচটি সেঞ্চুরির মালিক ক্যারিবিয়ান তরকা ক্রিকেটার ক্রিস গেইল। জনসন চালর্স ও তামিম ইকবালের রয়েছে দুটি করে শতক রানের ইনিংস।  তাছাড়া বাকি সবার একটি করে সেঞ্চুরি রয়েছে। চলমান বিপিএলে হৃদয়ের সেঞ্চুরিটায় দশম আসরে প্রথম সেঞ্চুরি। আসরের প্রথম কয়েক ম্যাচে রান না পেলেও বীরের বেশে রানে ফিরেছেন এই তারকা ব্যাটার। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ২৫০ রান করেছেন তিনি। এতে সেরা ব্যাটারদের মধ্যে এক লাফ দিয়ে তৃতীয়স্থান দখল করেছেন তিনি। তার পিছনে রয়েছে মুশফিকুর রহিম ও এনামুল হক বিজয়।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৫

বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক
চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ঢাকা পর্ব শেষে দল সিলেটে উড়াল দিলেও সেখানে যাননি তিনি। হঠাৎ করেই দুবাইয়ে পাড়ি জমিয়েছে এই ক্রিকেটার। এবার জানা গেছে, ঘরোয়া এই টুর্নামেন্টের দশম আসরে আর খেলবেন না শোয়েব। মূলত, পারিবারিক কারণেই সেখানে গেছেন তিনি। জানা গেছে, গত মঙ্গলবারই (২৩ জানুয়ারি) দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তিনি। সেখানে গিয়েই পারিবারিক ঝামেলার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান। এদিকে শোয়েবের জায়গায় নতুন করে শুক্রবার দলটিতে যোগ দিচ্ছেন আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদ। এ ছাড়া ক্যারিবিয়ান কাইল মায়ার্সও দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও তৃতীয় বিয়ে ইস্যুতে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় শোয়েব মালিক। বিপিএলের নিজেদের প্রথম ম্যাচে ঠিক আগমুহূর্তে তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন তিনি। নানান আলোচনা-সমালোচনার মাঝে মাঠে নেমে রান খরায় ভুগেছেন তিনি। ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সব মিলিয়ে মোটের ওপর ২৯ রান পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে ১৭ রানের পর পরের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫ ও ৭ রান। এ ছাড়া বল ঘুরিয়ে তিন ম্যাচে তার শিকার এক উইকেট।
২৫ জানুয়ারি ২০২৪, ১৩:১৭

বিপিএলে তিন হাজারি ক্লাবে প্রথম তামিম
প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সোমবার (২২ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েন বাঁহাতি এই ওপেনার। এদিন ৩ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৩৫ রান দূরে ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক। এরপর খুলনার বিপক্ষে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসের ১২তম ওভারে নাসুমের বলে সিঙ্গেল নিয়ে এই রেকর্ডে নাম তুলেন তিনি। এই মাইলফলকে নাম লেখাতে ৯০ ইনিংস খেলেছেন তামিম। ৩৮ দশমিক ৩ গড় এবং ১২২ দশমিক ৮ স্ট্রাইক রেটে ৯০ ইনিংসে তামিমের মোট রান ৩ হাজার ৫। তামিমের আরেক সতীর্থ মুশফিকুর রহিমও তিন হাজারের প্রায় কাছাকাছি রয়েছেন। তামিমের পাশে নাম লেখাতে মুশির আর ২৪ রান প্রয়োজন। বিপিএলে ১১৩ ইনিংসে ৩৮ দশমিক ১৫ গড়ে মুশফিকের রান ২ হাজার ৯৭৬।  তামিম-মুশির পর আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যোজন-যোজন পিছিয়ে থাকা মিস্টার সাইলেন্ট-কিলারের রান ২ হাজার ৩২৯। এ ছাড়া ২ হাজার ২৫৪ রানে চারে ইমরুল কায়েস এবং ২ হাজার ১৬০ রানে তালিকার পাঁচে আছেন এনামুল হক বিজয়।
২৩ জানুয়ারি ২০২৪, ১০:২৩

অজিদের বিপিএলে না আসার কারণ জানালেন রোস
চলমান বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছে দুর্দান্ত ঢাকা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দলটিতে নতুন করে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলেক্স রোস। প্রথম দিন অনুশীলন শেষে বিপিএল খেলার উচ্ছাস প্রকাশ করেছেন এই অজি ক্রিকেটার। রোববার (২১ জানুয়ারি) গণমাধ্যমের কাছে বিপিএল খেলার উচ্ছাস প্রকাশ করে রোস বলেন,  আমি খুবই এক্সসাইটেড। ফ্লাইটে থাকতে আমি ম্যাচ দেখেছি। সবাই দারুণ খেলেছে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে নেটে অনেকক্ষণ অনুশীলন করেছি। আমি এলপিএলে খেলেছি। তিনি আরও বলেন, এখানের উইকেটের সাথে মিল রয়েছে অনেকটাই। তবে পিচে গেলে আরও ভালো বুঝতে পারব। আশা করছি বল হাতেও কিছু করে দেখাতে পারব। আমার প্রথম টি-টোয়েন্টি উইকেট পেলে খারাপ হবে না। দলের যখন প্রয়োজন হবে তখন ব্যাট হাতেও অবদান রাখতে পারব। বল স্পিন হওয়ায় সুইপ শট খুবই গুরুত্বপূর্ণ। আসরে সিলেটের হয়ে খেলছেন আরেক অজি ক্রিকেটার বেন কাটিং। তার সঙ্গে বাংলাদেশের কন্ডিশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না বেন কাটিং আমাকে কোনো টিপস দেয়নি এখন। ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা হয়নি বেনের সঙ্গে। সে খুব সম্ভাবত ক্রিকেট নিয়ে ভুল পরামর্শ দিতে পারে আমাকে (হাসি)। বিপিএলে অজি ক্রিকেটারদের কম দেখার কারণ হিসেবে রোস বলেন, ‘অস্ট্রেলিয়ানদের বিপিএল না খেলার অনেকগুলো কারণ রয়েছে। ছেলেরা বেশিরভাগ সময় ঘরোয়ার ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করে। বিশেষ করে কেউ ভিক্টোরিয়ার হয়ে খেলছে কেউ চার দিনের কেউবা ওয়ানডে। এসব নিয়েই তাদের ব্যস্ততা, এ ছাড়া তো বিগ ব্যাশ রয়েছে।
২১ জানুয়ারি ২০২৪, ১৮:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়