• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 
মুন্সীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) মুন্সীগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো. আবুজাফর রিপন এ কার্যক্রমের উদ্বোধন করেন।  এ সময় সদর উপজেলায় দুস্থ, অসহায় ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ৬০০ প্যাকেট উপহার বিতরণ করা হয়।  প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি মিনিকেট চাল, দুই কেজি পোলাওয়ের চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই প্যাকেট লাচ্ছা সেমাই, এক কেজি ডাল ও এক কেজি চিনি রয়েছে।  এ সময় জেলা প্রশাসক বলেন, সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ঈদের আনন্দ ও সৌহার্দ্যের বাণী ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উপহার দিয়েছেন। সবাইকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা করেছি। এ যাত্রার সকল পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতের জন্য সরকার কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে। উপহার বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) জনাব ফেরদৌস ওয়াহিদ, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিফা খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আতাউর রাব্বীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 
০৯ এপ্রিল ২০২৪, ১৮:০২

সন্দ্বীপে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ 
সন্দ্বীপে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিমস এলাইভ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, কিসমিস বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকাল ৩ টায় মুছাপুর ৫ নং ওয়ার্ডের আজিম শাহ ফকিরের তেমাথা সংলগ্ন দিলদার আজিমের বাসভবনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সংগঠনের ফাউন্ডার সাংবাদিক অপু ইব্রাহিম, সাংবাদিক ইলিয়াছ সুমন, সংগঠনের স্বেচ্ছাসেবক দিলদার আজিম, মেহেদী হাসান রাব্বি, জাহিদ আরমান জিসান, আজিম শাহ ফকির জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন, ধোপারহাটের ব্যবসায়ী ইসমাইল হোসেন কবির সওদাগর, সংগঠক মাসুদ ফারভেজ, ছাত্রনেতা মো. শরীফ, ফাহিম নেওয়াজ ইপ্তু।
০৯ এপ্রিল ২০২৪, ০৯:২২

হিলি স্থলবন্দরের শ্রমিকদের মাঝে সেমাই-চিনি বিতরণ
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম নিয়মিত হয়ে থাকে। হিলি স্থলবন্দরে প্রায় ৫০০ শ্রমিক কাজ করে থাকেন। ঈদুল ফিতর উপলক্ষে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তীর পক্ষ থেকে সেমাই এবং চিনি বিতরণ করা হয়েছে।  সোমবার (৮ এপ্রিল) দুপুরে হিলি স্থলবন্দরের ৫০০ শ্রমিকের মাঝে এক কেজি সেমাই এবং এক কেজি চিনি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হিলি পানামা পোর্ট লিংক এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুর রহমানসহ অনেকেই।  হিলি স্থলবন্দরের শ্রমিকরা জানান, বাজারে সব জিনিসপত্রেরই দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পানামা পোর্ট থেকে তাদের সেমাই ও চিনি দেওয়া হয়েছে। তা পেয়ে তারা অনেকটাই খুশি।  এ বিষয়ে হিলি পানামা পোর্ট লিংক এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর। এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তীর পক্ষ থেকে সেমাই এবং চিনি বিতরণ করা হয়েছে। আগামীতের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 
০৯ এপ্রিল ২০২৪, ০৮:৫১

অসুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের চিকিৎসা সহায়তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।  বুধবার (৩ এপ্রিল) সকালে মোহনপুর উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব চেক বিতরণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। এ সময় সংসদ সদস্য আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে। ঈদ আসলে অতীতে এই কাজগুলো হয়নি।  এখন অসুস্থ রোগীদের সহায়তা করছেন প্রধানমন্ত্রী। তিনি সব সময়ই মানুষের পাশে দাঁড়ান। এরই অংশ হিসেবে আজকের এই সহায়তা প্রদান।   তিনি বলেন, আজকে যে সহযোহিতা দেয়া হচ্ছে, এই টাকায় হয়তো আপনাদের চিকিৎসা হবে না। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যে সহযোগিতা সেটি হবে। আমি মনে করি এটি দেশরত্ন শেখ হাসিনার অনুদান। এটি টাকার জায়গাতে ছোট মনে হলেও আন্তরিকতার জায়গা থেকে অনেক বড়।   মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, আওয়ামী লীগ নেতা এনামুল হক প্রমুখ। পরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ জন রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে চেক দেয়া হয়। একই সময় জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮টি পরিবার ও ৫ শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।  
০৩ এপ্রিল ২০২৪, ২৩:৪৬

ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজানে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে গরীব-দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এ ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগীতায় রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল বিতরণ করা হয়। ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ৯ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ডইন্টেলিজেন্স) মো. নুরুল আফছার ভূঁইয়া, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ কে এম ফসিহুর রহমান প্রমূখ। মাহে রমজানে ভাসানচরের গরিব ও দুস্থ রোহিঙ্গারা ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে উদ্ভাসিত হন এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
০২ এপ্রিল ২০২৪, ২১:২৮

ফেনীতে দুস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ
ফেনীতে ৩০০ জন গরিব-দুঃস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফেনী বিজিবি। রোববার (৩১ মার্চ) বিকেলে দাগনভূঞা উপজেলায় জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা সেক্টরের আওতাধীন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই মানবতার সেবায় ও দুঃস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশে দুঃস্থ ও বিপন্ন মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।  এতে উপস্থিত ছিলেন উপঅধিনায়ক মেজর মো. নাজমুস সাকিব খান, সহকারী পরিচালক মো. আবুল লেইচ, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন। এ সময় মেজর নাজমুস সাকিব খান জানান, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতারি ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের।  ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা। এর আগে জায়লস্কর স্কুল মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় ৩০০ জন অসহায় মানুষকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি।
০১ এপ্রিল ২০২৪, ০০:৫৫

হাবিপ্রবিতে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানমসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। ঈদ উপহার বিতরণ সম্পর্কে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ও ঈদ সামগ্রী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খালেদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ তাদের সংগঠন পরিচালনা করে থাকে। এখন সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আর কিছুদিন পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দরিদ্র ও অসচ্ছল কিছু পরিবারের মুখে হাসি ফোটানো এবং ঈদ আনন্দে শামিল করার লক্ষ্যেই আমাদের এ ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন।
২৮ মার্চ ২০২৪, ২৩:৫১

প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
২০২৩ সালে ৫ অক্টোবর মাঠে গড়িয়েছিল ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মাইক্লোর সহযোগিতায় প্রেডিক্ট এবং উইন গিফটস ক্যাম্পেইন আয়োজন করেছিল আরটিভি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নিজেদের প্রেডিকশন জানিয়ে বিজয়ী হয়েছিলেন মোট ৪৮ জন। মাইক্লোর সহযোগিতায় ইতোমধ্যেই বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দিয়েছে আরটিভি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। এই ম্যাচে ইংলিশদের ৯ উইকেটে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল কিউইরা। সে ম্যাচে প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতায় বিজয়ী হন মিতু ইসলাম। আসরের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে বেছে নিয়ে পুরস্কার জিতেছেন সাইফুল ইসলাম। লিগ পর্বের আরেক হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামে মাইটি অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভারতকে প্রেডিক্ট করে পুরস্কার বিজয়ী হন ফরহাদ রেজা। বিশ্বকাপের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ ধরা হয়েছিল ভারত-পাকিস্তান লড়াইকে। এই ম্যাচে দুর্দান্ত এক জয় পায় স্বাগতিকরা। সেই সঙ্গে আরটিভির প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জুবাইয়ের হোসেন সিয়াম। বিশ্বকাপের শ্রীলঙ্কা ম্যাচটি ছিল বাংলাদেশের কাছে মহাগুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচে জিততে না হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতো টাইগাররা। শেষ পর্যন্ত লঙ্কানদের হারিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছিল সাকিব বাহিনী। এই বিজয়ী হিসেবে বাংলাদেশকে বেছে নিয়ে পুরস্কার জিতেছেন সুমন শাহ। প্রথম দুই ম্যাচ হেরে আসরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মাইটি অস্ট্রেলিয়া। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্থ করে ফাইনাল নিশ্চিত করে অজিরা। এই দিন প্রেডিক্ট প্রতিযোগিতায় বিজয়ী হন শাহিন মিশু। বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। দেশটির সব থেকে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে রোহিত-কোহলিদের কাঁদিয়ে হেক্সা মিশন সফল করে অস্ট্রেলিয়া। এই ম্যাচে অজিদের বেছে নিয়ে বিজয়ী হয়েছিলেন কুমিল্লার রাস্তি চৌধুরী নাভিল। প্রেডিক্ট এবং উইন গিফটস ক্যাম্পেইনের ৪৮ জন বিজয়ী হলেন :  মিতু ইসলাম, আরিয়ান শোভন, শরিফুল ইসলাম, শাহেদ আহমেদ, ফারহাদ রেজা, টি এম সিদ্দিকুর রহমান, এস এ বৃষ্টি, তামান্না ইসলাম, তাজমিরা আক্তার, তুষার মজুমদার, প্রান্ত দেবনাথ, জুবাইয়ের হোসেন সিয়াম, তৌফিক ইমন, আহমেদ স্বাধীন, নাফিস কামাল, সানোয়ার হোসেন, আদিবা সুলতানা মৌ, জহির আবেদীন রাদ, শারমিন সুলতানা ঊষা, চৈতী শাহা, রোজিনা জেয়া, তৌহিদুল ইসলাম সোহান, ফারজানা আক্তার রোমা, জালাল হোসেন, জামাল উদ্দিন খারশেদ, আলিনা সীমা, নাহিয়ান ইবনে আজিজ, আবির ফারহান, তাইয়েবা তাসকিন লামিয়া, রিফাত হাওলাদার, শরিফুল ইসলাম, শাকিল হোসেন, আরাফাত ইসলাম সুজন, রাসেল আহমেদ, আব্দুল্লাহ আল তাইফ, লাজিনা আক্তার লুজু, মহিউদ্দীন আহমেদ, সুমন শাহা, সাইফুল ইসলাম, রিহাদ জেকেআর, দেওয়ান সাদিয়া শারমিন, মাজহারুল ইসলাম মাজহার, ইমরুল কায়েস প্রণয়, ফাতিয়া আয়াত, শিউলি খান, রুবেল হোসেন, শাফিন মিশু ও রাসতি চৌধুরী। মাইক্লোর সহযোগিতায় বিজয়ীদের হাতে ইতোমধ্যেই পুরস্কার হাতে তুলে দিয়েছে আরটিভি। পুরস্কার হাতে পেয়ে একজন বিজয়ী বলেন, বিশ্বকাপের সময় আমি অনেকগুলো ম্যাচে প্রেডিকশন দিয়েছিলাম। তবে একটিতে বিজয়ী হয়েছি। পুরস্কারটা হাতে খুবই ভালো লাগছে, আরটিভি এবং মাইক্লোকে ধন্যবাদ। আরটিভির এই আয়োজনের প্রশংসা করে আরেক বিজয়ী বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। আরটিভির মতো দেশের বাকি প্রতিষ্ঠানগুলোরও এমন উদ্যোগ নেওয়া উচিত। এতে সবার মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।
২৯ মার্চ ২০২৪, ১১:৫৬

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি
বাংলাদেশের ৫৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষীরা উপস্থিত ছিলেন।  মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় বাংলাহিলি আইসিপি ক্যাস্প কমান্ডার ফজলু রহমান ভারত হিলির ৬১ ব্যাটালিয়নের শ্রী যশবীর শিং এর হাতে মিষ্টির চারটি প্যাকেট উপহার দেন।  বাংলাহিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার ফজলু রহমান বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুর মতো। আমরা সীমান্তে বিএসএফ-বিজিবি এক সঙ্গে দায়িত্ব পালন করে থাকি। আমাদের সম্পর্ক ভালো রাখার জন্য বিভিন্ন দিবসে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। 
২৬ মার্চ ২০২৪, ১৫:৪৭

হাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে হাবিপ্রবি মজার স্কুল। সোমবার (২৫ মার্চ) বিকেলে হাবিপ্রবি স্কুল মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় হাবিপ্রবি ‘মজার ইস্কুল’ কর্তৃক আয়োজিত এ কার্যক্রমে প্রায় ১২০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে সেমাই, চাল, চিনিসহ ঈদ সামগ্রী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. মাহাবুব হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আইভি রহমান হলের হল সুপার প্রফেসর আদিবা মাহজাবিন নিতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, আমরা যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি তা হলো আমাদের ছেলে মেয়েগুলো ভালো সিজিপিএ ও ভালো মানুষ হওয়ার জন্য এসব মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসবে। আমি মনে করি, মানুষ হওয়ার ক্ষেত্রে হাবিপ্রবি ‘মজার ইস্কুল’ অনেক বড় একটা ক্ষেত্র। যেখান থেকে মানবিক দিকগুলো ফুটে উঠবে এবং পরবর্তী জীবনে তা বাস্তবায়ন করবে।
২৬ মার্চ ২০২৪, ১৩:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়