• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
৩ গুণীজনের ওয়াজেদ মিয়া স্বর্ণপদক অর্জন
দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ‘ওয়াজেদ মিয়া স্বর্ণপদক-২০২৪’ পেয়েছেন তিন গুণীজন। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, কথাসাহিত্যিক ও লোকসাহিত্য গবেষক রাজু অনার্য, ক্রীড়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক ফুটবলার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান কোচ সুজিত কুমার ব্যানার্জী (চন্দন) এবং সংগঠক হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী এই পদক পেয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সংবর্ধনা অনুষ্ঠানে এই তিন গুণীজনকে সংবর্ধনা ও পদক দেওয়া হয়। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ড. এম. এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন। পদক পাওয়া গুণীজনেরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এই স্বীকৃতি তাদের কাজের গতিকে আরও বেগবান করবে। নিজ নিজ কাজের ক্ষেত্রে আরও এগিয়ে যেতে উৎসাহ পাবেন তারা। ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনায় ড. এম. এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার নন্দী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান প্রমুখ।  
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৩

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ
দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে এম.এ ওয়াজেদ ফাউন্ডেশন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পীরগঞ্জ উপজেলা প্রশাসন, এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মৃতিচারণ, ফাতেহাপাঠ, মিলাদ মাহফিল, গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রয়াত বিজ্ঞানীর বাসভবন লালদীঘির ফতেহপুরের জয়সদন, উপজেলা পরিষদ মিলনায়তন ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হবে। সকালে বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা হবে। সকালে জয় সদন প্রাঙ্গণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ, বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ ও উপজেলা জামে মসজিদে বিশেষ মোনাজাত, বিকেলে দলীয় কার্যালয়ে স্মৃতিচারণ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলা প্রশাসকের উদ্যোগে গোপিনাথপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও শিক্ষার্থীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত বিজ্ঞানীর ভাতিজা পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম এসব কর্মসূচী নিশ্চিত করেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত থাকবেন পীরগঞ্জ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।    
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২

ট্রেন দুর্ঘটনা রোধ করবে ক্ষুদে বিজ্ঞানী জিহাদের ট্রেন সিকিউরিটি সিস্টেম
সম্প্রতি ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনে নারী ও শিশুসহ চারজন নিহতের ঘটনা নাড়া দেয় পুরো দেশকে। এ ছাড়া হরতাল-অবরোধে ট্রেনে আগুন, ট্রেনের স্লিপার খুলে নেওয়া এবং অরক্ষিত রেলক্রসিং এ দুর্ঘটনা নতুন কিছু নয়। এসব দুর্ঘটনা রোধে ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ আবিষ্কার করে সাঁড়া ফেলেছেন চুয়াডাঙ্গার ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ। তার আবিষ্কৃত ইংরেজি-বাংলায় কথা বলা এআই বেইজড আর্টিফিসিয়াল রোবটও বেশ প্রশংসা কুড়িয়েছে।  মঙ্গলবার (২৩ জানুয়ারি) দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের স্টলে ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ এবং এআই বেইজড আর্টিফিসিয়াল রোবট প্রদর্শন করেন জাহিদ।  ‘ট্রেন সিকিউরিটি সিস্টেম’ সম্পর্কে এই শিক্ষার্থী বলেন, বর্তমানে হরতাল-অবরোধে ট্রেনে আগুন দেওয়া, ট্রেনের স্লিপার খুলে নেওয়া ও অরক্ষিত রেলক্রসিং এর কারণে ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। যদি কোনো দুর্গম জায়গায় ট্রেনে আগুন লাগে তাহলে সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভব হয় না। ফলে যদি তাৎক্ষণিক আগুন না নেভানো যায় তাহলে পুরো ট্রেনে আগুন লেগে যাবে। এই সিস্টেম আগুন লাগা প্রতিরোধ করবে। ট্রেনের প্রতিটি বগিতে একটি করে ওয়াশরুম থাকে এবং ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে। এই পানিকে কাজে লাগিয়ে ট্রেনে লাগা আগুন নেভানো সম্ভব। ট্রেনের কোনো বগিতে যখনই আগুন লাগবে সেই মুহূর্তে ফায়ার ডিটেকশন সেন্সর এক্টিভেট হয়ে যাবে এবং পুরো ট্রেনে পানি ছড়িয়ে গিয়ে আগুন নিভে যাবে। সাথে সাথে ট্রেনে অ্যালার্ম বেঁজে উঠবে এবং ট্রেন থেমে যাবে। এতে শত শত মানুষের প্রাণ ও কোটি কোটি টাকার সম্পদ বাঁচবে।  অরক্ষিত রেলক্রসিং : দেশে ট্রেন লাইন অনেক সময় গ্রামের ভেতর দিয়ে কিংবা বাজারের ভিতর দিয়ে যায়। অসচেতনতার কারণে দুর্ঘটনা সম্মুখীন হয় মানুষ। এই সিস্টেমে ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা বাজারের ভিতর যে রেল লাইন রয়েছে তার ৫০০ মিটার পরপর পোলের ব্যবস্থা আছে। যেখানে ট্রেন আসার ৫০০ মিটার আগে থেকেই সেই পোলগুলোতে অ্যালার্ম বেঁজে উঠবে। ফলে মানুষ সতর্ক হয়ে যাবে এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। জিহাদ জানান, হরতাল-অবরোধের সময় ট্রেনের স্লিপার খুলে নিয়ে নাশকতার ঘটনা ঘটছে। এই সিস্টেমে ট্রেনের স্লিপার খুলে নেওয়া মাত্রই ট্রেন চালক সংকেত পাবেন এবং ট্রেন অটোমেটিক থেমে যাবে। যতক্ষণ পর্যন্ত ট্রেন লাইন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেন চলবে না। ফলে ট্রেন দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা যদি এই তিনটি বিষয়ে আমলে নিয়ে এই সিস্টেমটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের ট্রেন যাত্রা ৯০ ভাগ নিরাপদ ও সুরক্ষিত হবে। ক্ষুদের বিজ্ঞানী জাহিদ হাসান জিহাদের এআই বেইজড আর্টিফিসিয়াল রোবট মেলার দর্শনার্থীদের বেশ প্রশংসা কুড়িয়েছে।
২৬ জানুয়ারি ২০২৪, ০০:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়