• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা : কাদের
পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ‍তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পাহাড়ের ঘটনা নিয়ে সরকার অত্যন্ত সতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ওই এলাকা ঘুরে এসেছেন। যৌথ অভিযান চলছে।  তিনি বলেন, ব্যর্থতা ঢাকতে কুকি-চিন নিয়ে ইস্যু খুঁজছে বিএনপি। মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এখন তাদের কুকি-চিন ইস্যু। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আন্দোলনের শক্তি ও সামর্থ্য সবই হারিয়ে ফেলেছে। নেতাকর্মীরা দলটির নেতৃত্বের ওপর হতাশ। তারেকের ওপরও হতাশ। নেতা দেশে না থাকলে কী আন্দোলন হবে? আন্দোলন করতে হলে রাজপথে এসে করতে হবে। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার অবস্থার জন্য বিএনপিই দায়ী। তাকে মুক্তির জন্য বিএনপি ৫০০ লোকের একটা মিছিলও করতে পারেনি। বিএনপি আন্দোলনের পাশাপাশি খালেদা জিয়ার আইনি লড়াইয়েও ব্যর্থ। তাদের এখন চোখের পানি, কান্না, দীর্ঘশ্বাস সম্বল। আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এমপি ও মন্ত্রীরা কোথাও কোনো প্রভাব বিস্তার করবেন না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।  
০৭ এপ্রিল ২০২৪, ১৬:৪৪

বান্দরবানের বিচ্ছিন্ন ঘটনায় টুরিস্ট খাতে প্রভাব পড়বে না : ডিআইজি টুরিস্ট
বান্দরবানের বিচ্ছিন্ন ঘটনায় বাংলাদেশের টুরিস্ট খাতে কোনো ধরনের প্রভাব পরবে না বলে মন্তব্য করেছেন টুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।  শনিবার (৬ এপ্রিল) সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় টুরিস্ট পুলিশের একটি জোনের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করে তিনি এসব কথা বলেন।  ডিআইজি টুরিস্ট পুলিশ বলেন, পার্বত্য এলাকায় আমাদের যৌথ বাহিনী অপারেশন করছেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিচ্ছিন্ন ঘটনার কোনো ধরনের প্রভাব বাংলাদেশের টুরিস্ট খাতে কোনো ধরনের প্রভাব পড়বে না। আগামী পহেলা বৈশাখে আমাদের সব পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পহেলা বৈশাখেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় সাভার-আশুলিয়া টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, সাভার-আশুলিয়া ও ধামরাই এই টুরিস্ট পুলিশ জোনের আওতায় থাকবে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশনের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম, ঢাকা জেলা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া) মো. বদরুল আলম মোল্লা, পিএসসি, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মামেনা আক্তার ও আশুলিয়া জোনের ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু।  
০৬ এপ্রিল ২০২৪, ২২:০১

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ 
কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।  নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  এ সিটির মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর কারণে দেড় বছরের মাথায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক মেয়র মনিরুল হক (টেবিল ঘড়ি), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের কন্যা তাহসিন বাহার সূচনা (বাস), বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ও আওয়ামী লীগ নেতা নুর-উর রহমান মাহমুদ তানিম (হাতি) প্রতীক নিয়ে লড়ছেন। এবার কুসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন। এ ছাড়া ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন দুজন। এবার পুরুষের চেয়ে নারী ভোটার ৬ হাজার ৯২ জন বেশি।
০৯ মার্চ ২০২৪, ১৬:৫৯

কুড়িয়ে পাওয়া ককটেলে শিশুর কবজি বিচ্ছিন্ন
যশোরে কুড়িয়ে পাওয়া ককটেলকে বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে আরজু (১০) নামের এক শিশুর কবজি বিচ্ছিন্ন হয়েছে। তার সঙ্গে থাকা মাইমুন মেহেদী (৪) নামের আরেক শিশুর নাভি হতে চোখ পর্যন্ত ক্ষতবিক্ষত হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জেলার মনিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামের পরিত্যক্ত একটি ঘরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের ওহিদুল ইসলামের বসতভিটায় চার কক্ষের একটি আধপাকা পরিত্যক্ত ঘরে প্রতিবেশী আসলাম হোসেন রান্নার জ্বালানি রাখতেন। বৃহস্পতিবার দুপুরে আসলামের স্ত্রী নিজের ছেলে ও প্রতিবেশী বাবলুর ছেলেকে নিয়ে জ্বালানি রাখতে যান। শিশু দুটি একটি লাল স্কচটেপে মোড়ানো ছোট খেলনা সদৃশ বস্তু পায়। তারা বল মনে করে সেটি নিয়ে খেলার জন্য ছুড়ে মারে এতে আরজুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয় আর মেহেদীর নাভি হতে চোখ পর্যন্ত ক্ষতবিক্ষত হয়। এলাকাবাসী তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা খারাপ দেখে চিকিৎসক তাদের যশোর সদর হাসপাতালে পাঠান। এরপর উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় ওই পরিত্যক্ত ঘর থেকে ৯টি বোমা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
০৭ মার্চ ২০২৪, ২৩:৪৭

রংপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
দিনাজপুরের পার্বতীপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিলো। আজ সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে ট্রেনটি উদ্ধার করতে কাজ শুরু করে।  ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতির বিষয়টি নজরে আসে। মূলত ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধচাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৭

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার স্থাপন করায় প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করে। সামিয়া প্লাস্টিক নামের একটি কারখানার বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেখানের সার্বিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে র‌্যাব-১১, ডিপিডিস, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম এ অভিযানে অংশ নেয়।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৯

চলন্ত অবস্থায় ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন
ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, দ্রুত ট্রেনটির সঙ্গে বগি তিনটি জোড়া লাগানো হবে। এর পরেই ট্রেনটি রওনা দেবে। 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭

দিঘিতে ভেসে উঠল দেহ বিচ্ছিন্ন দুই পা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দিঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি পা। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়া থেকে পা দুটি উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সকালে দিঘিতে পা দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে উপস্থিত হয়ে পা দুটি উদ্ধার করে। দুটি পা অর্ধগলিত। দমকল বাহিনীর সদস্যরা দেখছে দেহের বাকি অংশ এই দিঘিতে পাওয়া যায় কি না। তিনি আরও জানান, সম্প্রতি সদর উপজেলায় লাগেজে মাথা ও দুই পা ছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই পা দুটি ওই মরদেহের কি না তা এখনই বলা যাচ্ছে না। পা দুটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। এর আগে, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে লাগেজ উদ্ধার করে পুলিশ। সেই লাগেজে ছিল মাথা ও দুই পা-বিহীন একটি মরদেহ। ওই মরদেহের পরিচয় শনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৬

২ পা বিচ্ছিন্ন হওয়া যশোরের সেই প্লট ব্যবসায়ীর মৃত্যু
চাঁদা না দিয়ে মামলা করায় আব্দুল মালেক নামের এক প্লট ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ২০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। প্লট ব্যবসায়ী আব্দুল মালেক পেশায় একজন মাদরাসার শিক্ষক ছিলেন।  বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল মালেকের ছেলে মো. আমান উল্লাহ।  আব্দুল মালেক আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষক। এ বিষয়ে আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে প্রায় চাঁদা চায় স্থানীয় সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা প্লটে বসে মাদক সেবন শুরু করেন। এজন্য আব্দুল মালেক থানায় মামলা করেন। পরে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭-৮ জন তাকে ধরে নিয়ে যায়। পরে তারা আব্দুল মালেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে দেয়। তিনি আরও বলেন, আব্দুল মালেককে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি। এ ঘটনায় ৩০ ডিসেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন তার ছেলে মো. আমান উল্লাহ।  মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। তবে আমাদের অভিযান অব্যাহত আছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, প্লট ব্যবসায়ী সমিতির নেতা ও মাদরাসা শিক্ষক আব্দুল মালেক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ঘটনায় ইতোপূর্বে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫

গৃহবধূকে কুপিয়ে জখম, হাতের ২ আঙুল বিচ্ছিন্ন
মাদারীপুরে এক গৃহবধূকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় চায়না বেগম (২২) নামের ওই গৃহবধূর হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত চায়না বেগম মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার সোনা মিয়া ঘরামীর মেয়ে।  তিনি একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদি আরব প্রবাসী সুলতান দঢ়ির স্ত্রী। জানা যায়, চায়না বেগম ইজিবাইকে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ৫-৭ জন দুর্বৃত্ত চায়নার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন। এতে চায়না বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। আঘাতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাইশা জেরিন মিম বলেন, চায়না বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ প্রসঙ্গে মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়