• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বকেয়া বেতনের দাবিতে পাকিস্তানে শিক্ষকদের বিক্ষোভ
তিন মাসের বকেয়াসহ ৩৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছে বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়টির ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’ (জেএসি) ব্যানারে সম্প্রতি তারা একটি মিছিল নিয়ে কোয়েটায় প্রেস ক্লাবের সামনে হাজির হন। বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুরাবস্থার দ্রুত সমাধানের দাবি জানান তারা। দ্য বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, গত বছরের শিক্ষা বাজেটে বিশ্ববিদ্যালয়টির গবেষণা সেন্টারের শিক্ষক ও কর্মচারীদের জন্য ৩৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়। সেটির বাস্তবায়ন আর বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করেন। মিছিল নিয়ে তারা কোয়েটার সচিবালয়, কমিশনার অফিস, হকি চৌক, কাছেরি চৌক, মান্নান চৌক এলাকা ঘুরে কোয়েটা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ করেন।  বিক্ষোভে নেতৃত্বে দেন অধ্যাপক কলিম উল্লাহ বারেচ, এপিএলএফ চেয়ারম্যান শাহ আলী বুগতি, নাজির আহমেদ লেহরি, পিকেএমএপি’র মোহাম্মদ ঈসা রোশন, বিএসও’র সামাদ বেলুচ, নাজার মেঙ্গল, বেলুচিস্তান লেবার ফেডারেশনের আবিদ বাট, ফরিদ খান আচাকজাই, ফারহানা উমর মাগসি। বিক্ষোভকারীরা বলেন, রোজার মাসে বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মজুরি ও পেনশনের জন্য আন্দোলন করতে হচ্ছে, যা নিয়ে তারা হতাশ। এই ঘটনায় বেলুচিস্তান সরকার ও উচ্চশিক্ষা কমিশনের অবহেলা ও সদিচ্ছার অভাবের কথা বলেন তারা। রোজার মধ্যে এভাবে মজুরি আর বেতন না বাড়ানোয় আর্থিক সংকটের কথা তুলে ধরেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন উপাচার্যের অবৈধ নিয়োগ কার্যক্রম ও অদক্ষতার নিয়ে তারা সমালোচনা করেন।
২৩ মার্চ ২০২৪, ১৫:৫২

জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলসহ তিন দফা দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের সামনে থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে সমাজ বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।   আন্দোলনরত শিক্ষার্থীদের তিনদফা দাবিগুলো হলো- শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল করতে হবে, মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে, অটোমেশন চালু করতে হবে, অপ্রয়োজনীয় ২৭০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠাতে হবে। মিছিল পরবর্তী সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামীম স্রোতের সঞ্চালনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহসভাপতি আশফার রহমান নবীন বলেন, শিক্ষার্থী কল্যাণ ফি অবৈধ। এই বিশ্ববিদ্যালয় আসা মেহনতি কর্মজীবী কৃষিজীবীদের সন্তানরা যেন পড়তে না পারে তারই একটা পাঁয়তারা করছে প্রশাসন। এ ছাড়া ২৭০ কোটি টাকা ব্যয় করে এই যে,  বিল্ডিংগুলো করছে এগুলো অপ্রয়োজনীয়। জাতির এই ক্রান্তিলগ্নে  রাষ্ট্রীয় কোষাগারে অর্থনৈতিক সংকটের সময়ে এই টাকাগুলো যেন ফেরত নেওয়া হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসফার সাদী এবং সমাপনী বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ।
১৮ মার্চ ২০২৪, ২২:০৪

অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, বিচারের দাবিতে বিক্ষোভ 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এদিকে ফাইরুজ অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে কুমিল্লা পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অবন্তিকার মা তাহমিনা শবনম জানান, ময়নাতদন্ত শেষে জোহরের নামাজের পর কুমিল্লা সরকারি কলেজে অবন্তিকার জানাজার নামাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরে শাসনগাছায় অবন্তিকার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।   এর আগে শুক্রবার রাত ১০টায় কুমিল্লায় নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। এর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে সহপাঠী আম্মান সিদ্দিক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলামকে দায়ী করে যান অবন্তিকা।
১৬ মার্চ ২০২৪, ১৪:৪৭

ছাত্রকে গুলি করা সেই শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামের শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফকে  চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে একাগ্রতা প্রকাশ করেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী। তিনিও ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী ও সংসদ সদস্য জান্নাত আরা হেনরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এদিকে এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তিন সদস্যের একটি তদন্ত দল সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পৌঁছে তদন্ত শুরু করেছে। শিক্ষক রায়হান শরীফকে চাকরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে আরও কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
০৫ মার্চ ২০২৪, ১৪:৫৭

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ
ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। খবর এএফপি ও কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার। ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছে। পাঁচজনকে আটক করার কথা জানিয়ে এক্স পোস্টে দেশটির পুলিশ জানিয়েছে, আটককৃতরা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিলেন। পুলিশের নির্দেশনা মানেননি তারা। রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেশটির আরও কয়েকটি শহর থেকেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু।এজন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে। এদিকে এএফপির খবরে জানানো হয়েছে, গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা করতে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধিদল। এতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার। এএফপির খবরে আরও জানানো হয়েছে, ইসরায়েলের প্রতিনিধিদল প্যারিসে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করা তিন দেশ মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল ছয় সপ্তাহের জন্য গাজায় হামলা বন্ধ রাখবে। এ ছাড়া ইসরায়েলের কারাগারে থাকা ২০০ থেকে ৩০০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। বিনিময়ে ৩৫ থেকে ৪০ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪

জাবিতে নিপীড়নবিরোধী মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকের সিন্ডিকেট চিহ্নিত, ধর্ষক ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে নিপীড়নবিরোধী মঞ্চ। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশ ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নিপীড়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনি ও সম্প্রতি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। দাবিসমূহ বাস্তবায়ন না হলে আসন্ন ভর্তি পরীক্ষা বন্ধ করার হুমকি দেন তারা। বিক্ষোভ সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগি সামিয়া বলেন, একদিকে যেমন শিক্ষার্থীদের আন্দোলন চলছে অন্যদিকে ক্যাম্পাসে প্রহসন চলছে। প্রশাসন আমাদের কাছে সময় চেয়েছিল পাঁচ কার্য দিবসের মধ্যে সকল অছাত্রদের বের করে দেবে কিন্তু তারা এখনো বের করতে পারেনি। প্রশাসন গুটি কয়েক অছাত্রদের বের করে দিয়ে দেখাচ্ছেন যে, আমরা তো অছাত্রকে বের করে দিচ্ছি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে যেন ক্ষমতা ছেড়ে দেয়। অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা ইতোপূর্বে নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে প্রক্টর ও প্রভোস্টের পদত্যাগ দাবি করেছি। কিন্তু প্রশাসন সে দাবি মেনে নেয়নি। সারাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন ঢাবি, চবিতে নিপীড়কদের বিচার হচ্ছে। অথচ আমাদের এখানে হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে এখন নিরাপদ পরিবেশ নেই। ভর্তি পরীক্ষা নিতে চাইলে, সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে চাইলে এই প্রক্টর ও প্রভোস্টের পদত্যাগ অত্যন্ত জরুরি। অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে যে সিদ্ধান্তগুলো এসেছে তার কোনোটাই পূর্ণ বাস্তবায়ন হয়নি। শিক্ষক সমিতির সভায়ও এ বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সেখানে কোনো শিক্ষকেরই মতের ভিন্নতা ছিল না। আমরা স্পষ্টত বলতে চাই, যদি সিন্ডিকেটে দৃশ্যমান অগ্রগতি না দেখি, তাহলে ভর্তি পরীক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হলে তার সম্পর্ণ দায়ভার প্রশাসনকেই নিতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও নিপীড়ন বিরোধী মঞ্চের কর্মীরা উপস্থিত ছিলেন।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৭

নির্বাচনে কারচুপির অভিযোগের মধ্যেই বেলুচিস্তানে বিক্ষোভ অব্যাহত
ছয় দিন অবরোধের পর জাতীয় মহাসড়ক খুলে দেওয়া সত্ত্বেও নির্বাচনে কারচুপির অভিযোগে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ অবস্থান ও সমাবেশ অব্যাহত ছিল।  একটি বিক্ষোভকারী দলের নেতা বলছিলেন, এখন কোনও রাস্তা অবরোধ করা হয়নি। নির্বাচনে কারচুপির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অবস্থান অব্যাহত থাকবে। তবে জনগণ যে অসুবিধার মুখোমুখি হচ্ছে তা বিবেচনা করে আমরা মহাসড়কগুলি খুলে দিয়েছি। ডন পত্রিকার রিপোর্ট অনুযায়ী, জামহুরি ওয়াতান পার্টির কর্মী এবং সমর্থকরা সন্ধ্যার দিকে কোয়েটা-জ্যাকোবাবাদ মহাসড়ক অবরোধ করে রাস্তায় ব্যারিকেড এবং সীমানা স্থাপন করে। ১৫ ফেব্রুয়ারি কোয়েটায় চারটি জাতীয়তাবাদী দল - পশতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টি, হাজারা ডেমোক্র্যাটিক পার্টি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গাল এবং ন্যাশনাল পার্টির নেতৃত্বে একটি যৌথ প্রতিবাদ সমাবেশ ফলাফল পরিবর্তনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের তাদের বিজয় থেকে বঞ্চিত করার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল। কোয়েটার রাস্তায় মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় প্রতীক, প্ল্যাকার্ড এবং ব্যানার প্রদর্শন করে তাদের দাবী জানায়। সমাবেশে অংশগ্রহণকারীরা পাকিস্তানের নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। অভিযোগ করে যে, নির্বাচনের আগে কারচুপির পরিকল্পনা প্রস্তুত করা হয়েছিল। জোটের নেতারা ঘোষণা করেছিলেন যে, নির্বাচিত প্রার্থীদের প্রকৃত ফলাফল পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পরবর্তী পর্যায়ে ধর্মঘট এবং অন্যান্য ধরণের বিক্ষোভের পরিকল্পনা ঘোষণা করে। পিকেএমএপির কর্মী এবং নেতারা প্রাদেশিক নির্বাচন কমিশন অফিসের বাইরে অবস্থান ধর্মঘট পালন করে, জারঘুন সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয়। ডেরা মুরাদ জামালি, তুরবত, পাঞ্জগুর এবং গোয়াদারেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। যদিও মাকরানের উপকূলীয় এবং সিপিইসি মহাসড়কগুলি পুনরায় খোলা হয়েছিল, যা গোয়াদার এবং করাচির মধ্যে চলাচল সহজতর করেছিল। বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই সাম্প্রতিক নির্বাচনে ব্যর্থ প্রার্থী ও দলগুলোর আহ্বান প্রত্যাখ্যান করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আচাকজাই জোর দিয়ে বলেছেন যে, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং রাস্তা অবরোধ করা বিদ্যমান সমস্যার সমাধান নয়। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে নির্বাচনী ফলাফল নিয়ে তাদের হতাশা ঢাকতে ‘প্রত্যাখ্যাত ব্যক্তিদের’ প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন।  
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৩

পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
শেরপুরে এসএসসি পরীক্ষার হলে সময় মতো প্রশ্ন না দেয়া এবং সময়ের আগে উত্তরপত্র টেনে নেয়ার প্রতিবাদে একটি পরীক্ষার কেন্দ্রে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সমাধান না পাওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান শুরু করলে জেলা প্রশাসনের আশ্বাসে বাড়ি ফেরে শিক্ষার্থীরা। এ ঘটনায় দুই শিক্ষককে পরীক্ষার পর্যবেক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিনে শেরপুর মডেল গার্লস স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, শেরপুর মডেল গার্লস স্কুল কেন্দ্রের প্রশ্নপত্র সকাল দশটায় দেয়ার কথা থাকলেও ২০১ নম্বর কক্ষে বহুনির্বাচনী প্রশ্ন দেয়া হয়েছে ১৭ মিনিট পর। এদিকে একইসঙ্গে লিখিত উত্তরপত্র দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়েছে সাড়ে দশটার পর এবং লিখিত প্রশ্ন দেয়া হয়েছে ১০টা ৫২ মিনিটে। এই কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আতিউর রহমান মডেল গার্লস স্কুলের ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরীক্ষা শেষে কেন্দ্রে বিক্ষোভ করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় কেন্দ্র বাতিলের দাবিতে কেন্দ্রে অবস্থান করেন তারা। পরে বিকেল পৌনে চারটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থী ও অভিভাবকরা বাড়িতে ফেরেন। এদিকে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দ্রুত কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া। তিনি বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। সরাসরি সবাই অভিযোগ করেছেন। এই ঘটনায় ইতোমধ্যে দুই শিক্ষককে পরীক্ষার পর্যবেক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তদন্ত করে দ্রুত শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্র সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রাজীব উল হক গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল দায়িত্ব থেকে ওই কক্ষের দুই জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে কারো দায়িত্বে অবহেলার বিষয় প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৯

নড়াইলে খুনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নড়াইলে ক্ষেতমজুর ইসরাফিল মোল্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকাবাসী ও নিহতের স্বজনরা চাঁচুড়ি বাজারে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে যোগ দিতে এ দিন নিহতের নিজ গ্রাম কৃষ্ণপুর, চাঁচুড়িসহ আশপাশের কয়েক গ্রামের নারীপুরুষ নির্বিশেষে নিহতের স্বজন ও এলাকাবাসী চাঁচুড়ি বাজারে সমবেত হয়। পরে সবার অংশ গ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারিরা শ্লোগানে শ্লোগানে, খুনিদের ফাঁসির দাবি তোলে। মিছিলটি চাঁচুড়ি বাজার ঘুরে চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সবাই সেখানে সড়কে হাতেহাত ধরে সামিল হন মানববন্ধনে। সর্বস্তরের গ্রামবাসীর অংশ গ্রহণে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা, নিরিহ ক্ষেতমজুর ইসরাফিল মোল্যার খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। বক্তরা এ সময় আরো বলেন, হত্যারকান্ডে জড়িতরা বাদীকে নানাভাবে মামলা তুলে নিতে ও সাক্ষী না দিতে হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন। প্রসঙ্গত, এলাকার দুই পক্ষের মধ্য বিরোধ পূর্ণ একটি মাছের ঘেরে শ্রম বিক্রি করতে গেলে প্রতিপক্ষের রোষানলে পড়ে  ৪ ফেব্রুয়ারি হত্যাকান্ডের শিকার হন ক্ষেতমজুর ইসরাফিল মোল্যা। এ হত্যাকান্ডে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ২১ জনের নামে কালিয়া থানায় হত্যা মালা দায়ের করেন। এদের মধ্যে দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে, ৬ জন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে, অন্যরা পলাতক রেয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০

নোবিপ্রবিতে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ
বিশ্ব ভালোবাসা দিবসে সবাই যখন প্রিয়জনদের নিয়ে ব্যস্ত, সে সময় ‘প্রতিবাদ র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ’ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সিঙ্গেলদের সংগঠন ‘প্রেমবঞ্চিত সংঘ, নোবিপ্রবি’। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবাদ র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় উপাসনালয়, বিবি খাদিজা হল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল ও ভাষা শহীদ আব্দুস সালাম হল প্রদক্ষিণ করে আবারও শান্তিনিকেতনে এসে শেষ হয়। এ সময় তারা ‘প্রেমের নামে প্রহসন ভেঙে দাও’, অশ্লীলতার গদিতে আগুন জ্বালাও একসঙ্গে, ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’সহ নানা শ্লোগান দিতে দিতে থাকেন। প্রতিবাদ র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কপলরোডের পাশে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতারা। এ সময় সংগঠনটির সভাপতি সাকিব আল হাসান, সহসভাপতি হিমেল দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুর রহমানসহ প্রেমবঞ্চিত সংঘের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়