• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
মেঘনায় ৮০০ যাত্রী নিয়ে লঞ্চ বিকল
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে প্রায় ৮০০ যাত্রী নিয়ে বিকল হয়ে পড়েছে একটি লঞ্চ। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১০টায় গজারিয়া উপজেলার ষোলআনি এলাকায় বিকল হলে লঞ্চটি নোঙর করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা। তিনি বলেন, বরিশালগামী আল-সাফিন সাত্তার খান-১ নামে লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে আসে। গজারিয়ায় এসে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে যাত্রীদের কোনো সমস্যা হয়নি। তিনি আরও বলেন, আল-সাফিন কোম্পানির আরও একটি লঞ্চ ঢাকা থেকে রওনা হয়েছে। লঞ্চটি পৌঁছালে যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের নিরাপত্তা দেবো।
০৯ এপ্রিল ২০২৪, ১২:৪৫

রেললাইনে উঠেই বিকল মাইক্রোবাস, অতঃপর... 
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের চার যাত্রী আহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটেরার সাইফুল তাহমিনা আলীম মাদরাসা সংলগ্ন রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফেজ আব্দুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের ছেলে ফাহাদ মিয়া (১৫) ও আছকির আলীর ছেলে রিয়াদ আহমদ (৭)। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন সাইফুল তাহমিনা আলীম মাদরাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১

ক্যানসার হাসপাতালের ৬ থেরাপি মেশিনের ৫টিই বিকল
‘রেডিওথেরাপি’ যা ক্যানসার চিকিৎসায় অত্যন্ত জরুরি। রেডিওথেরাপির মাধ্যমে ক্যানসার কোষকে ধ্বংস করে দেওয়া হয়। সময়মতো থেরাপি না নিলে ক্যানসার শরীরে ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। কিন্তু জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ৬টি থেরাপি মেশিনের ৫টিই নষ্ট, ফলে তিন মাসেও রোগীদের রেডিওথেরাপির সিরিয়াল মিলছে না।  সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের রেডিওথেরাপি কক্ষের সামনে রোগীদের ভিড় দেখা গেছে। মাগুরা থেকে স্ত্রীকে রেডিওথেরাপি দিতে নিয়ে এসেছেন রফিক আজাদ। তিনি বলেন, আমার স্ত্রীর শরীর বেশ কিছুদিন খুব খারাপ। দুই সপ্তাহ ধরে হাসপাতালে ঘুরছি। বেসরকারি হাসপাতালে থেরাপি নেওয়ার সক্ষমতা নেই আমাদের। সেই সঙ্গে ঢাকা শহরে থাকার মতো অবস্থাও নেই। আগামীকাল থেরাপি না নিয়েই বাড়ি ফিরতে হবে মনে হচ্ছে। চিকিৎসা নিতে আসা আরেক রোগী বলেন, গত সপ্তাহে দুই দিন থেরাপি দিয়েছি, বাকি ৫ দিন দিতে পারিনি। এই সপ্তাহের শুরুর দিনেই দেওয়া হয়নি।  জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের রেডিওথেরাপি মেশিন সংকট। দুটি মেশিন কেনার সিদ্ধান্ত হলেও এক বছরে কেনার প্রক্রিয়ায় শেষ হয়নি। বর্তমানে সেবাপ্রত্যাশী ছয় শতাধিক রোগী। মেশিন নষ্ট হওয়ায় দিনে সর্বোচ্চ ১০০ জনকে রেডিওথেরাপি দিতে পারছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটিতে কমপক্ষে ৭টি রেডিওথেরাপি মেশিন দরকার। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক নিজামুল হক বলেন, রেডিওথেরাপির মেশিনগুলো ব্যয়বহুল। একেকটা মেশিনের দাম ২০ থেকে ৩০ কোটি টাকা হলেও সরকার এগুলোর ব্যবস্থা করে দিচ্ছে। মেশিন কেনার প্রক্রিয়া আছে। বললেই তো রাতারাতি এ সংকট পূরণ হবে না।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭

তারাকান্দায় বিকল ট্রাকে মাহিন্দ্রর ধাক্কা, যুবক নিহত
ময়মনসিংহের তারাকান্দায় যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি মাহিন্দ্র গাড়ি। এতে ঘটনাস্থলেই মো. আনিছুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোপালপুর খামার বাজার এলাকার শেরপুর ময়মনসিংহ সড়কে এই ঘটনা ঘটে ।  আনিছুর রহমান ফুলপুর উপজেলার বালিয়ার এলাকার মো. নূরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৫ জানুয়ারি ২০২৪, ১৪:৩৭

মহাসড়কে নাশকতার নতুন কৌশল, বিকল হচ্ছে যানবাহন
এবার মহাসড়কে নাশকতার নতুন কৌশল নেয়া হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হচ্ছে স্টিলের টুকরো। তারকার মতো ত্রিকোণ আকৃতির ধারালো এসব লোহার পাত যানবাহন চলাচল করলেই ঢুকে পড়ছে চাকায়। এতে ফেটে যাচ্ছে চাকা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মহাসড়কের হাদিফকিরহাট, নয়দুয়ার, নিজামপুর, বিশ্বরোড ও মীরসরাই পৌরসভা এলাকায় এসব স্টিলের টুকরো ফেলে রাখা হয়। একে একে বিকল হয়ে পড়তে থাকে নানা ধরনের যানবাহন। এদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ডে প্রায় ৮০টির মতো যানবাহন বিকল হয়ে পড়ার খবর পাওয়া যায়। মহাসড়কে নাশকতা চালানোর উদ্দেশ্যেই এসব ফেলে রাখা হয় ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, মহাসড়কের মিরসরাই অংশের ২৯ কিলোমিটার এলাকায় এমন লোহার পাত ছড়ানো ছিল। এতে ওই এলাকার অর্ধশত যানবাহন বিকল হয়ে পড়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, মহাসড়কের সীতাকুণ্ড ও ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে লোহার পাতে ৩০টি যানবাহনের চাকা ফেটে গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ অন্তত ৫০০টি ত্রিকোণ আকৃতির টুকরা উদ্ধার করেছে। সেগুলোতে গাড়ির চাকা পাংচার হলে নাশকতা চালানোর লক্ষ্য ছিল দুর্বৃত্তদের। শনিবার (৬ জানুয়ারি) ভোরে এভাবে ত্রিকোণ আকৃতি লোহার পাতে একটি পিকআপের চাকা পাংচার হলে সেটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। স্থানীয় গাড়ি মেকানিক রিপন মিয়া বলেন, দেখতে তারকার মতো অভিনব এক ধরনের ধাতব বস্তু এটি। এটি স্টিলের তৈরি। মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে গেছে দুর্বৃত্তরা। মহাসড়কে চলাচলরত গাড়িগুলোর চাকা পাংচার হচ্ছে। জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার গণমাধ্যমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা স্টিলের ধারালো যন্ত্র ছড়িয়ে রেখেছে। এতে বেশ কয়েকটি গাড়ির চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
০৭ জানুয়ারি ২০২৪, ০৩:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়