• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৩
নাটোরের সিংড়ায় বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি লিফলেট বিতরণ শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে সিংড়া থানার এস আই আব্দুর রহিম ও আরও দুই পুলিশ সদস্য আহত হন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় পুলিশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, বিএনপি নেতা জার্জিস কাদির ও আসাদ আলীকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা সিংড়া সার্কেলের এ এ সপি মো. আকতারুজ্জামানের সরকারি গাড়িসহ মহাসড়কের ৭টি গাড়ি ভাঙচুর করেন। পরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দাউদার মাহমুদের পেট্রোল পাম্পে হামলা করে পাম্প ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় সিংড়া থানা পুলিশ ও ডিবি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বিনা উসকানিতে পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সকল নাগরিকের রয়েছে। নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণের নামে জনগণকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। পুলিশ তাদের ভয়ভীতি না দেখানোর অনুরোধ করলে তারা পুলিশের ওপর চড়াও হন এবং গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
০৪ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়