• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় তিশা পরিবহন ও কাজী পরিবহনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। গুরুতর আহতরা হলেন কাজী পরিবহনের চালক জাকির মিয়া (৪৫), আসমা বেগম (৪৫), ইমরান (৩৫), রবিউল (৩৮) এবং জাকির (৫০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা কাজী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই দিক থেকেই আসা বাসের চালকরা বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িই রাস্তার দুই দিকে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
২২ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্বরত অবস্থায় বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মান্নান নামে আরেক পুলিশ সদস্য।  বুধবার (২৭ মার্চ) দুপুরে ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আব্দুল গফুরের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।   ঘটনার সময় উপস্থিত স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ছনপাড়ায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য গফুর ও মান্নান। এ সময় নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশ সদস্য গফুরের মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
২৭ মার্চ ২০২৪, ১৫:৩৩

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদুল ফিতর উপলক্ষে আজ (২২ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট শুরু হয়েছে। রাজধানী বিভিন্ন কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারছেন। শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে রমেশ চন্দ্র ঘোষ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বাস কোম্পানিগুলোর অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘বাসবিডি ডটকম ডট বিডি’ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট আজ (২২ মার্চ) থেকে অনলাইনে মাধ্যমে প্রদান করা হবে।  ই-টিকিট কেনা যাত্রীদেরকে জানানো হয়েছে, রাস্তায় সৃষ্ট জ্যামের কারণে ও গাড়ির যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য প্রাকৃতিক কারণে যাত্রার সময় পরিবর্তন হতে পারে। বিষয়টি জেনে টিকিট ক্রয় করতে। আমাদের অব্যাহত প্রচেষ্টা সঠিক সময়ে যাত্রীদের যাত্রা নিশ্চিত করা।
২২ মার্চ ২০২৪, ১৭:৪২

১৫৪ বাসের নামে মামলা, জব্দ ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী দ্রুতগতির যানের লেনে বাস থামিয়ে যাত্রী নামানোর ঘটনায় ১০ দিনে ১৫৪টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে।  বৃহস্পতিবার (২১ মার্চ) হাইওয়ে পুলিশ শিমরাইল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনাকালে ৫০টি বাসের নামে মামলা হয়েছে।  এদিকে দুপুরে মহাসড়কের শিমরাইল অংশ পরিদর্শনে আসেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, র‍্যাব-১১ সিইও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ তানভীর মাহমুদ পাশা, সদরের ইউএনও দেদারুল ইসলামসহ কর্মকর্তারা।  হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ কে এম শরফুদ্দিন গণমাধ্যমকে বলেন, ১১ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ১৫৪টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। কাগজপত্র না থাকায় আরও ১০টি গাড়ি আটক করা হয়েছে। 
২২ মার্চ ২০২৪, ১৩:২৫

চাঁদপুরে যাত্রাবাহী বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক মিয়া (৪০) নামে ইট ভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব কালচোঁ ভূইয়া বাড়ী সেলিমের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মানিক মিয়া সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নোগাল গ্রামের মৃত সমর আলীর ছেলে। তিনি স্থানীয় হান্নান মিয়ার ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় মানিক মিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন সেলিম মিয়ার চায়ের দোকানে নাস্তা শেষে রাস্তা পারাপারের সময়ে হাজীগঞ্জ হতে ঢাকাগামী বিআরটিসি যাত্রীবাহী বাস এর সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। পরবর্তী আশেপাশের লোকজন উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরাতহাল শেষে মরদেহ এখন থানায় আছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিআরটিসির বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  
১৯ মার্চ ২০২৪, ২২:৪৭

মায়ের সামনেই বাসের ধাক্কায় প্রাণ গেল সন্তানের
শরীয়তপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাফিন ছৈয়াল (৮) নামের এক মাদরাসাছাত্র মারা গেছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিন ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইউনিয়নের মহিষার এলাকার শাহিন ছৈয়ালের ছেলে।  সে শহরের পালং বাগিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মা খাইরুন বেগমের সঙ্গে বাড়ি থেকে অটোরিকশায় করে মাদরাসায় ফিরছিল সাফিন। পৌর বাসস্ট্যান্ড এলাকার ফারুক চৌকিদারের বাসার সামনে অটোরিকশা থেকে নামলে শরীয়তপুর সুপার সার্ভিসের ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয় সাফিনকে। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মার্চ ২০২৪, ২৩:৩৬

রমজানে ক্লাস, অফিস ও বাসের সময়সূচি পরিবর্তন করল কুবি
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্লাস, অফিস ও বাসের সময় পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী এবং পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বিষয়গুলো নিশ্চিত করেন। সোমবার (১১ মার্চ) রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রমজান মাসে ক্লাস সময়সূচি থাকবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস কার্যক্রম থাকবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া প্রতিদিন ক্লাস ও অফিস চলাকালীন নামাজের বিরতি থাকবে দুপুর ১টা পনেরো মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত। একই দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে নতুন বাসের সময়সূচি প্রদান করা হয়। যেখানে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা ১৫ মিনিটে একটি নীল বাস ও ৮টি লাল বাস, সকাল ১০টায় ৪টি নীল বাস ও ৬টি লাল বাস শহরের পূর্ব নির্ধারিত রুট থেকে ক্যাম্পাসে ছেড়ে আসবে। পরবর্তীতে সকাল ১১টা ৪৫ মিনিটে ৬টি লাল বাস, দুপুর ১টা ৪৫ মিনিটে পাঁচটি নীল বাস ও সাতটি লাল বাস, বিকাল ৩টা ৩০ মিনিটে সাতটি নীল বাস ও আটটি লাল বাস ক্যাম্পাস থেকে পূর্ব নির্ধারিত রুটে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিকাল ৫টায় শহরের টমছমব্রীজ রুটে তিনটি ও পুলিশ লাইন রুটে তিনটিসহ মোট ছয়টি নীল বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
১২ মার্চ ২০২৪, ১৫:০৫

রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীর শাহবাগ এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম। তিনি জানান, শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সাভার পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   তিনি আরও জানান, ওই নারীর পরনে ছিল শাড়ি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পরপরই বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
১২ মার্চ ২০২৪, ১৩:০২

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পটিয়া পৌরসদরের কাগজিপাড়া মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নাজিম উদ্দিন (৪০) আশরাফ (৩৭), সাকিব (১৮), মানিক (২৭), রিয়াদ (২৪), মুন্নি আক্তার (৪০), আবু বক্কর ছিদ্দিক (২৮), ইলিয়াছ (৬০), রুপক (৩৭), ঘোপাল সদ্দার (৬০), শম্ভুসহ (৪৬) অজ্ঞাত আরও ২০ জন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. নওশাদ বলেন, আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সোহেল গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পেয়েই আমরা ছুটে আসি। অনেকে আহত হয়েছেন। যতটুকু জানতে পেরেছি এলাইন পরিবহন বাসটির চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। ড্রাইভার ঘটনার পর থেকে পলাতক। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
১০ মার্চ ২০২৪, ১৩:২৫

দেশের ২৪ শতাংশ বাসের ফিটনেস নেই
দেশের ২৪ শতাংশ বাসের ফিটনেস ও ২২ শতাংশ বাসের রুট পারমিট নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  মঙ্গলবার (৫ মার্চ) ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সংস্থাটির দাবি, বাসকর্মী-শ্রমিকেরা মনে করেন— দেশের ১৮ দশমিক ৯ শতাংশ বাসের নিবন্ধন, ২৪ শতাংশ বাসের ফিটনেস, ১৮ দশমিক ৫ শতাংশ বাসের ট্যাক্স-টোকেন ও ২২ শতাংশ বাসের রুট পারমিট নেই। মূলত বাসের যাত্রী, মালিক, বাসকর্মী ও শ্রমিকদের ওপর চালানো এক জরিপের ভিত্তিতে এই তথ্য উপস্থাপন করে টিআইবি। জরিপে অংশগ্রহণকারী ৭৫ দশমিক ৮ শতাংশ যাত্রী, ৪৮ শতাংশ শ্রমিক এবং ৫১ দশমিক ৮ শতাংশ মালিক বাসের মাত্রাতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। টিআইবির গবেষক মুহা. নূরুজ্জামান ফারহাদ, ফারহানা রহমান ও মোহাম্মদ নূরে আলম গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন।  প্রতিবেদনে বলা হয়, বাস শ্রমিকদের দৈনিক প্রায় ১১ ঘণ্টা কাজ করতে হয়। যাদের মধ্যে ৮২ শতাংশের কোনো নিয়োগপত্র নেই, ৬৯ দশমিক ৩ শতাংশের নেই নির্ধারিত মজুরি। প্রতিবেদনে আরও বলা হয়, ২২ দশমিক ২ শতাংশ কর্মী বা শ্রমিকদের মতে, চালকেরা মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালান এবং কন্ডাক্টর, হেলপার বা সুপারভাইজার বাসে দায়িত্ব পালন করেন। নির্দেশনার যথাযথ প্রয়োগের অভাবে চলন্ত বাসে চালকেরা মোবাইল ফোন ব্যবহার করে, ফলে অনেক সময় প্রাণহানিসহ দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, সড়কে বাণিজ্যিকভাবে চলাচলকারী প্রত্যেকটি বাসের জন্য নিবন্ধন ও তিন ধরনের সনদ বাধ্যতামূলক রয়েছে। তবে প্রায় ৪১ দশমিক বাসকর্মী ও শ্রমিকদের মতে, সংশ্লিষ্ট কোম্পানির এক বা একাধিক বাসের নিবন্ধনসহ কোনো না কোনো সনদের ঘাটতি আছে।  
০৫ মার্চ ২০২৪, ১৮:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়