• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ বোধ করছেন এবং তিনি আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (২৭ মার্চ) রাতে চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দুপুরের পর থেকে একটু অসুস্থতা বোধ করছিলেন। ইফতারের পর মেডিকেল বোর্ড বেশ কয়েকবার তার স্বাস্থ্য পরীক্ষা করে। সার্বিক দিক বিবেচনায় তারা মনে করছেন, তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। সেজন্য আপাতত তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন। তিনি আরও বলেন, এখন দুপুরের চেয়ে, সন্ধ্যার চেয়ে, অনেকটাই তিনি সুস্থ বোধ করছেন, যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে তাকে আবার হয়তো যে কোনো সময় হাসপাতালে স্থানান্তর করতে হতে পারে। এর আগে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ বি এম আবদুস সাত্তার গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত বছরের ৯ আগস্ট অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপার্সন। বেগম জিয়ার চিকিৎসা দিতে গত ২৫ অক্টোবর মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসে। তারা লিভারসিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার ট্রান্সজাগুলার ইন্ট্রাহেপ্যাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিআইপিএস) প্রক্রিয়া সম্পন্ন করেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসনকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঁচ মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর গত ১১ জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া।
২৮ মার্চ ২০২৪, ০৯:১২

পরিবারের খোঁজ নিতে কারাবন্দি নীরবের বাসায় রিজভী
পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে কারাবন্দি যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের বাসায় গেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৭ মার্চ) দুপুরে নীরবের গুলশানের নিকেতনের বাসায় যান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মামলা ও জামিনের সর্বশেষ অবস্থার খোঁজ নেন এবং তাদের সান্ত্বনা দেন রুহুল কবির রিজভী। এ সময় রিজভীর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
২৭ মার্চ ২০২৪, ১৮:১১

গাড়িচাপায় মরেছে এক ভাই, আরেক ভাইকে বাসায় আনলেন পিয়া
মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। দেশর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। অভিনয়-মডেলিংয়ের পাশাপাশি ব্যারিস্টারি পাস করে কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছেন তিনি। তবে এসবের চেয়ে আরও একটি পরিচয় আছে তার, তিনি পশু-পাখি ভীষণ ভালোবাসেন। বাসায় কুকুর পোষেন। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেসবের ছবি প্রকাশ করেন। একই সঙ্গে তাকে দেখা যায় রাস্তার অসহায় কুকুরদের খাওয়াতেও। তবে এবার তৈরি করলেন দারুণ এক মমতার উদাহরণ। বৃহস্পতিবার (২১ মার্চ) কোর্ট এলাকায় একটি কুকুরকে তিনি কোলে নেওয়ার কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। ক্যাপশন হিসেবে লিখেছেন, আজকে কোর্টে ঢোকার সময় ‘লায়ন’কে দেখলাম। শুনলাম গতকালই ওর ভাই গাড়ি চাপাতে মারা গেছে, তারপর থেকে চুপচাপ। আগামী প্রায় এক মাস হাইকোর্ট বন্ধ থাকবে, ক্যান্টিন বন্ধ থাকবে, কোর্টে লোক একেবারে কম থাকবে, বেশির ভাগ কুকুর-বিড়ালের খাবার থাকবে না। তাই ভাবলাম লায়নকে আমার বাসার সামনেই নিয়ে যাই, আমার মটু-পাতলুর সঙ্গেই থাকবে এবার থেকে! তিনি গণমাধ্যমেক বলেন,‘কোর্টে ঢোকার সময় ওকে দেখি। একপাশে চুপচাপ বসে ছিল। একজন জানালেন ওর ভাই কাল গাড়িচাপায় মারা গেছে। এ কারণে মন খারাপ। তাই ওকে নিয়ে আমার বাসার পাশে ছেড়ে দিয়েছিলাম। বৃষ্টির সময় দেখি ভিজে কাহিল অবস্থা। পরে গা মুছে খাইয়ে আমার বাসার ভেতরে রেখে দিয়েছি। আমার লায়ন নামে একটা কুকুর ছিল, বছরখানেক আগে ও মারা গেছে। আমার মনে হচ্ছে হারিয়ে ফেলা লায়নকে পেয়েছি। এ কারণে ওর নাম লায়ন রেখেছি। প্রসঙ্গত, কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন পিয়া। আন্তজার্তিক অঙ্গনেও কাজ করেছেন তিনি। ২০১২ সালে পরিচালক রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জান্নাতুল পিয়ার। এরপর তাকে বেশ কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে। শেষ করেছেন আরও একটি সিনেমার কাজ। 
২২ মার্চ ২০২৪, ১৯:২০

যে কারণে ছেলেকে নিয়ে শাকিবের বাসায় বুবলী
শবনম বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল বৃহস্পতিবার (২১ মার্চ)। আর জন্মদিনের দিন চিত্রনায়কের গুলশানের বাসায় দেখা গেল বুবলী এবং বীরকে। ছেলের জন্মদিন উপলক্ষে নিজের বাসায় দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছিলেন শাকিব।    এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে পোস্ট দেন বুবলী। চিত্রনায়িকার পোস্ট করা ছবিতেই সেসব দেখা যায়। শুধু তাই না, দাদির (শাকিব খানের মা) সঙ্গে কেক কাটেন বীর। এসময় পাশে ছিলেন বুবলীও। হয়তো শাকিবও ছিলেন সেখানে। কিন্তু বুবলীর ফ্রেমে ধরা দেননি তিনি।    ছেলের জন্মদিনের আয়োজনের ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, আজকের বাপজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত। আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ— যেভাবে আপনারা শেহ্জাদকে ভালোবাসা দিয়ে আজকে সারাক্ষণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন! অসংখ্য ধন্যবাদ! এভাবেই শেহজাদ বাবাকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।  পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ৪০ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে বুবলীর কমেন্টসবক্সে। অনেকেই এই ছবির নিচে বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভ কামনা জানিয়েছেন বুবলীকেও।  প্রসঙ্গত, আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর দুটি সিনেমা। একটি ‘দেওয়ালের দেশ’এবং অপরটি ‘মায়া’। অন্যদিকে ঈদে মুক্তি পাবে শাকিবের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’।
২২ মার্চ ২০২৪, ১৯:১৭

খালেদা জিয়া হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরবেন 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য গতকাল বুধবার (১৩ মার্চ) হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। আজ (১৪ মার্চ) ইফতারের পর হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে। উল্লেখ্য, খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানান জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। ২০২২ সালের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। এরপর থেকে কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজা হয়। সেদিন থেকে তিনি কারাবন্দি হন। ২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।
১৫ মার্চ ২০২৪, ০০:১৪

আইনজীবী যুথীর বাসায় অভিযান, গ্রেপ্তার ৪
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৮ মার্চ) রাতে এ অভিযান চালানো হয়। এসময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নাহিদ সুলতানা যুথীকে বাসায় পাওয়া যায়নি। এর আগে শুক্রবার (৮ মার্চ) ৩০-৪০ জনের নামে মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ)। এতে স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জন আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৩০-৪০ জনকে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট বার ভবনের নিচ তলার শহিদ শফিউর রহমান মিলনায়তনে হঠাৎ স্বতন্ত্র সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী, আইনজীবী রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জন অস্ত্র হাতে  অডিটরিয়ামে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় আমাকেসহ নির্বাচন সাব-কমিটির অন্যান্য সদস্যদের গালিগালাজ করেন। এছাড়াও হত্যার চেষ্টাসহ নানাভাবে আঘাতের কথা এজাহারে উল্লেখ করা হয়। মামলায় ৬ নম্বর আসামি ব্যারিস্টার ওসমান চৌধুরী নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, বুধবার সকাল ১০টা থেকে প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়ে পর দিন বৃহস্পতিবার বিকেলে ৫টায় শেষ হয়।  
০৯ মার্চ ২০২৪, ১০:৪৮

প্রেমিকের বোনের বাসায় প্রেমিকার আত্মহত্যা, অতঃপর...
ফেনীর মেডিল্যাব হাসপাতাল সংলগ্ন অ্যাডভোকেট অলি উল্ল্যাহ ভবনে প্রেমিকের বোনের বাসা থেকে ফাতেমা আক্তার আঁখি (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মার্চ) সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আঁখি শহরের নাজির রোড এলাকার জাহাঙ্গীর আলম ও জুলেখা দম্পতির মেয়ে।  জানা গেছে, পোল্যান্ড প্রবাসী সালাউদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমার। এরপর পোল্যান্ডে চলে যান সালাউদ্দিন। সম্প্রতি সালাউদ্দিনকে বিয়ের জন্য জোর করলে তিনি রাজি হচ্ছিলেন না।  সালাউদ্দিনের বোনের শ্বশুর আবুল কাশেম বলেন, রোববার দুপুরে বাসা থেকে ফোন দিয়ে জানানো হয় এক মেয়ে ঘরের ভেতর একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। পরে বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে ওই মেয়ের ঝুলন্ত মরদেহ দেখি। সালাউদ্দিনের বোন সাফিয়া আক্তার নাদিয়া বলেন, আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের সম্পর্কের কথা আজ প্রথম জানলাম তার পরিবারের লোকজনের কাছ থেকে। দেশে এলে আমরা ভাইকে বিয়ে করাবো এমন তথ্য জেনেই সম্ভবত মেয়েটি এমন কাজ করেছে। ফাতেমার পরিবার জানিয়েছে, সালাউদ্দিনের সাথে ২০১৮ সালে ফাতেমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালের জানুয়ারিতে সালাউদ্দিনের মা মারা গেলে ফাতেমা তাদের বাসায় গিয়েছিল। তবে এই সম্পর্ক সালাউদ্দিনের ভাই বাপ্পি ও বোন নাদিয়া কখনও মেনে নিতে পারেনি। আজ কৌশলে ডেকে নিয়ে আঁখিকে তারা হত্যা করেছে।  ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ মামলা বা অভিযোগ করেনি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।  
০৪ মার্চ ২০২৪, ১১:২১

রাজধানীর পুরানা পল্টনে বাসায় আগুন
রাজধানীর পুরানা পল্টনের একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নেভানো হয়। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, রাত ১০টা ৫ মিনিটে পুরানা পল্টনের একটি বাসায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান এরশাদ হোসেন।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৮

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নুসরাত ফারিয়া
চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।  জানা গেছে, বর্তমানে আগের চেয়ে ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো। মূলত এ কারণেই বাসায় নেওয়া হয়েছে এই অভিনেত্রীকে।      দেশের একটি গণমাধ্যমে হাসপাতাল থেকে বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেন তার মা ফেরদৌসি পারভীন। তিনি বলেন, গতকাল রাতে ফারিয়াকে যে অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় সুবিধা না থাকায় এদিন করতে পারিনি। দুই দিন পর সিটি স্ক্যান করতে হবে।     অভিনেত্রীর মা আরও বলেন, দীর্ঘদিন ধরেই ফারিয়ার মাথা ব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। গতকাল রাতে ফারিয়ার মাথা ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এমনকি মাথা ব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথা ব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। শুধু তাই নয়, শারীরিকভাবেও ফারিয়া খুব দুর্বল বলে জানান তিনি।  এ প্রসঙ্গে ফেরদৌসি পারভীন বলেন, খাওয়া দাওয়ায় খুবই অনিয়ম করায় ফারিয়ার শারীরিক দুর্বলতাটা বেড়েছে। এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে।  ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবেন বলে জানান অভিনেত্রীর মা। পাশাপাশি ভক্তদের কাছে ফারিয়ার জন্য সবার কাছে দোয়াও চান তিনি।   প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। বর্তমানে দুই বাংলায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬

সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর, কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিকের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হামিদের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গাফফার শেখকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গাফফার সয়াধানগড়া মহল্লার ভেজাল সাবান মোড় এলাকার বুদ্ধ শেখের ছেলে। এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া নতুনপাড়া এলাকায় সাংবাদিক আব্দুল হামিদের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হাসিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় অভিযুক্ত অস্ত্রধারী গাফফার সেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, চলতি মাসের ৬ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মাছুমপুর ঈদগাহ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কলম সৈনিকের সম্পাদক আব্দুল হামিদের ভাগনে মো. রানা আহমেদ (২৫) ও অপর ভাগনে ঐশ্বর্য শেখের (২১) কথা -কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ৭ ফেব্রুয়ারি দুপুরের দিকে সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী রামদা, ছুরি, লোহার রড, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকের আব্দুল হামিদের বসতবাড়ীতে হামলা চালিয়ে শক্তির মহড়া প্রদর্শন করে বাড়ির লোকজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বাসায় ভাঙচুর করে। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। এ সময় সাংবাদিক হামিদের স্ত্রী মোছা. সাফিয়া খাতুন, বোন বীরমুক্তিযোদ্ধা রাহেলা খাতুন ও বীরমুক্তিযোদ্ধা মাহেলা বেগম তাদের বাধা দিতে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট ও অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রাতেই সাংবাদিক আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০/১৫ জনের নামে সিরাজগঞ্জ সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়