• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।  তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ দিকে মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী মারা যান। তাদের মধ্যে ৪ জন মহিলা ও ১ জন মাইক্রোবাসের চালক রয়েছেন। আহত ৪ জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহত ৪ জন একই পরিবারের বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই স্থান দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা পরে যানচলাচল স্বাভাবিক হয়।
২০ মার্চ ২০২৪, ১৪:৩৪

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫) ও পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০)। তারা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন। জানা যায়, যাত্রীবাহী এস এন পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডের যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঈশ্বরদী ইপিজেডের (বেপজার) কাউন্সিলর কাম ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক বেলাল হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসচালক ও সহকারী পালিয়ে গেছে। 
২০ জানুয়ারি ২০২৪, ১১:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়