• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
রংপুরে বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাউনিয়া উপজেলার পূর্ব চাঁনপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদরাসা শিক্ষার্থী জনু (১৫) ও অটোচালক রবিউল ইসলাম (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস কলোনিপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  অটোরিকশার যাত্রী নাহিদ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনু এবং অটোরিকশাচালক রবিউল। বিষয়টি নিশ্চিত করেন মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির। তিনি বলেন, ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  
০৪ এপ্রিল ২০২৪, ১০:০১

বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭
পিরোজপুরের পাড়েরহাটে বাস ও সিএনজিচালিত অটোরিরকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ঝাউতলা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পি‌রোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ব‌লেন, পা‌ড়েরহাট সড়‌কের ঝাউতলা এলাকায় দুপুর ১২ টার কিছু প‌রে এ ঘটনা ঘ‌টে। ফায়ার সা‌র্ভিস এখন পর্যন্ত ৭ জ‌নের মরদেহ উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠিয়েছে। বা‌কি‌দের উদ্ধার করা হ‌চ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
০৮ মার্চ ২০২৪, ১৮:০১

রাজবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত
রাজবাড়ীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন কালুখালী উপজেলার লস্করদিয়া গ্রামের জাবেদ আলী (৬২) ও তার পুত্রবধূ খালেদা আক্তার (৩০)। এ ঘটনায় আটোচালকসহ আরও এক যাত্রী আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত খালেদা আক্তারের স্বামী শহিদ মিয়া সৌদি প্রবাসী। তাদের তিনটি সন্তান রয়েছে। পাংশা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বাদশা মিয়া জানান, খালেদা তার শ্বশুরকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। অটোরিকশাটি বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাবেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খালেদা আক্তার মারা যান। এ ঘটনায় খালেদার শ্বশুর জাবেদ আলীসহ অটোরিকশার তিনজনকে আহতাবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। জাবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  বাদশা মিয়া আরও জানান, ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। খালেদা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাবেদ আলীর মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়