• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
বাগেরহাটের কচুয়ায় রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে খাদে পড়েছে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস। এ সময় বাসে থাকা রাকিব নামে এক যাত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।   ক্ষতিগ্রস্ত দোকানি এখলাস বলেন, ধার দেনা করে ৭ দিন আগে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে দোকানটি দিয়েছিলাম। কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে সব তছনছ করে দিয়েছে।  কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
২৩ এপ্রিল ২০২৪, ১৯:২৭

দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
পটুয়াখালীতে অতিরিক্ত যাত্রী বহন করায় দুটি বাসকে জরিমানা করায় মহাসড়ক অবরোধ করে বাস মালিক-শ্রমিকরা। তারা পটুয়াখালীর চৌরাস্তা ও বাসস্ট্যান্ড এলাকা-সংলগ্ন মহাসড়কের ওপর আড়াআড়ি ও এলোপাতাড়ি বাস রেখে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে ফের যানবাহন চলাচল শুরু হয়।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে মহাসড়কের পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দুটি বাসকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। মহাসড়কের দুই দিকে আটকে পড়ে শত শত যানবাহন এবং ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ এবং যানবাহনের ভেতরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে থাকে যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বিকেল সোয়া ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  এ ব্যাপারে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, ঈদে ঘরমুখো মানুষেরা পরিবারদের সঙ্গে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করে। তারা দ্রুত কর্মস্থলে যাওয়ার জন্য চালক ও হেলপারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী হিসেবে বাসে ওঠে। এতে ভ্রাম্যমাণ আদালত বাসে অতিরিক্ত যাত্রী পেয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। এত টাকা বাসের চালক বা হেল্পারের পক্ষে দেয়া কষ্টকর হওয়ায় তারা মহাসড়ক অবরোধ করেন। জেলা প্রশাসনের আশ্বাসে এবং ঈদে কর্মস্থলে ফিরতি মানুষের ভোগান্তির কথা চিন্তা করে জরিমানা পরিশোধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। পটুয়াখালীর সদর থানার ওসি মোহাম্মদ জসীম জানান, প্রশাসনের সঙ্গে বাস শ্রমিকদের ভুল-বোঝাবুঝি হয়েছে। তবে তা অল্প সময়ের মধ্যেই জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
১৮ এপ্রিল ২০২৪, ১৯:৫১

ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।
১৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৫

হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
দিনাজপুরের হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি পাঁচ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার হিলি বটতলী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।  সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দিনাজপুর থেকে হিলিগামী যাত্রীবাহী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। এমন খবর জানতে পেরে উপ-অধিনায়ক আফিক হাসানের নেতৃত্বে ওই যাত্রীবাহী বাসের গতিরোধ করে বিজিবির সদসরা। পরে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো অবস্থায় এক কেজি ৫ গ্রাম ওজনের কোকেন জব্দ করা হয়। জব্দ করা কোকেনের মূল্য প্রায় ৫০ লাখ ২৫ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৫

বাস মালিকদের কড়া হুঁশিয়ারি মাশরাফীর
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। আর এই সুযোগকে পুঁজি করে যাত্রীদের থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা নিচ্ছেন কিছু অসাধু বাস মালিক। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাই বাস মালিকদের সতর্ক করে দিলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে ম্যাশের নিজের ব্যক্তিগত ফেবুক আইডি থেকে ওই বাস মালিকদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। পরে হুইপ ম্যাশের পার্সোনাল অফিসার-১ মো. জাহিদুল ইসলামের আইডি থেকেও বিষয়টি শেয়ার করা হয়েছে। মূলত রাজধানীর যাত্রাবাড়ী থেকে নড়াইল-যশোরের বাস সার্ভিস ‘নড়াইল এক্সপ্রেস’-এর অভিনব প্রতারণায় চটেছেন মাশরাফী। বাস কাউন্টারে হুইপ মাশরাফীর ছবি ব্যবহার করা হয়েছে এবং যাত্রীদের কাছে তার কথা বলা হচ্ছে। ফেসবুকে মাশরাফীর ভাষ্য, ‘নড়াইল এক্সপ্রেস বাসের (সম্মানিত) মালিকগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আর পুরো নড়াইল আমার পৈত্রিক সম্পত্তি নয়, যে আমি নড়াইল এক্সপ্রেস নাম নিয়ে কমপ্লেন দেব। তবে আপনারা আমার নাম ব্যবহার কেন করছেন; এর উত্তর কি দিতে পারবেন ?’ ম্যাশ আরও লেখেন, ‘দ্রুত এ ছবি সরিয়ে মানুষদের সঠিক তথ্য দিন; না হলে হয়তো আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাস্ট সফট রিমাইন্ডার। এরপর আর সুযোগ দেব না। ঈদ মোবারক।’
১০ এপ্রিল ২০২৪, ১৩:০৬

মহাখালী টার্মিনালে বাস সংকটে ম্লান বাড়ি ফেরার খুশি
বাস সংকটের কারণে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। টিকিট কেটেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসের অপেক্ষায়। যথাসময়ে টার্মিনালে ঢুকছে না দূরপাল্লার কোনো বাসই। ঈদে বাড়ি ফেরার আনন্দ মিইয়ে যাত্রীদের চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট।     মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে মহাখালী বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদে বাড়ি ফেরার উদ্দেশে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন টার্মিনালে। কিন্তু বাস কম থাকায় ভোগান্তির মুখে পড়েছেন তারা।  পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যে গাড়িগুলো ঢাকা ছেড়ে গিয়েছিল মহাসড়কে যানজটের কারণে সেগুলো যথাসময়ে ফিরতে পারছে না। তাই বাস সংকট দেখা দিয়েছে। অনন্যা পরিবহনের কাউন্টার ম্যানেজার সেলিম আহমেদ বলেন, রাতে যে বাসগুলো ছেড়ে গিয়েছিল, সেগুলো জ্যামের কারণে যথাসময়ে ফেরত আসতে পারছে না। তাই বাসের সংকট দেখা দিয়েছে। এছাড়া আজ যাত্রীর চাপও অনেক। তাই বাস ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে।  এ সময় কথা হয় তুহিন নামে অপেক্ষারত এক যাত্রী সঙ্গে। তিনি বলেন, নির্ঝঞ্জাট বাড়ি ফেরার জন্য সকাল সকাল কাউন্টারে এসে টিকিট কেটেছি। কিন্তু এখন দেখছি বাসই নেই। কাউন্টার থেকে বলছে বাস আসতে সময় লাগবে। এভাবে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। রেজা নামে আরেক যাত্রী বলেন, সকালে এসে টিকিট কেটেছি কিন্তু বাসের দেখা পাচ্ছি না। কখন বাস ছাড়বে, কখন বাড়ি ফিরব, কিছুই জানি না।  
০৯ এপ্রিল ২০২৪, ১৬:১৩

রাজধানীতে আর রঙচটা বাস চলাচল করতে পারবে না
রাজধানীতে ঈদুল ফিতরের পর কোনো রঙ উঠে যাওয়া বা রঙচটা বাস চলাচল করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।  মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে ‘ফিটনেসবিহীন, বায়ু দূষণকারী ও রুটপারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধকরণসংক্রান্ত সভা’য় এই সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সভায় ঢাকার সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিকে নিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে বাস মালিকরা কথা দিয়েছেন, এপ্রিলের মধ্যে ২০ শতাংশ বাস রঙ করা হবে। বাকিটা ধাপে ধাপে সম্পন্ন করবেন।  সভায় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার পরিবহন মালিকদের উদ্দেশে বলেন, ঢাকার রাস্তায় আগামী ৩১ মে’র পর কোনো ধরনের রঙ ওঠা বাস চলতে দেওয়া হবে না। আমরা এর জন্য অভিযানে বের হবো। আশা করবো, মালিকরা নিজ উদ্যোগে দৃষ্টিনন্দন বাস উপহার দেবেন। আমরা পুরো বিষয়টি মনিটর করবো। সভায় বিআরটিএ থেকে জানানো হয়- রাজধানীতে ৩৯টি কোম্পানির ৫২৮টি ফিটনেসবিহীন গাড়ি ছিল, এর মধ্যে ২৫৭টি ঠিক করা হয়েছে। তবে এ তালিকা পূর্ণাঙ্গ আকারে পরিবেশ মন্ত্রণালয়ে জমা দেওয়ার তাগিদ রয়েছে বিআরটিএর। আগামী ৩০ মে’র মধ্যে ঢাকার সড়কে চলাচলকারী সব বাস-মিনিবাসের তালিকা ও মালিকদের নাম বিআরটিএ-তে জমা দেওয়ার নির্দেশ দেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি মাহবুবুর রহমান বলেন, রাস্তায় যেন রঙ ওঠা গাড়ি চলতে না পারে সে বিষয়ে ঈদুল ফিতরের পরে সমিতির জোনাল অফিসগুলো থেকে গাড়িগুলোর মনিটরিং বাড়ানো হবে। ভাঙাচোরা গাড়িগুলোর মালিকদের ১৫ দিন সময় দেওয়া হবে। তারপরেও কেউ সড়ক এসব বাস নামালে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। তবে বাস মালিকদের দাবি, ঢাকার ৬০ শতাংশ বাস মালিকের আর্থিক সচ্ছলতা নেই যে দ্রুত সময়ের মধ্যে গাড়ি ঠিক করে রাস্তায় নামাবে। কেননা এইসব মালিকদের অধিকাংশ একটা দুইটা পুরানো বাস কিনেই মালিক হয়েছেন। এদের কেউ কেউ গাড়ির মেকানিক থেকে, কেউ আবার বাসচালক থেকে বাস মালিক হয়েছেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির হিসাব দেখিয়ে তারা বলেন, ঢাকার সড়কে এখন সাড়ে ৩ হাজার বাস-মিনিবাস যাত্রী পরিবহন করছে যা প্রয়োজনের তুলনায় কম। এখন পুরোপুরি ফিটনেস ঠিক করা পর্যন্ত যদি ১ থেকে দেড় হাজার গাড়ি যদি বসিয়ে রাখা হয় তবে নগরে গণপরিবহন সংকট তীব্র হবে। মালিকদেরও ১ থেকে দেড় লাখ টাকা আর্থিক ক্ষতি হবে। এর আগে, গত রোববার (৩১ মার্চ) বায়ুদূষণ নিয়ন্ত্রণে গণপরিবহনের কালো ধোঁয়া এবং উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী না রাখা এবং বায়োম্যাস বর্জ্য পোড়ানো বন্ধের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছিলেন, বায়ু দূষণ রোধে ২০ বছরের বেশি পুরানো বাস রাজধানীতে চলতে দেওয়া হবে না। মন্ত্রী নির্দেশ দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ৮ এপ্রিলের মধ্যে ঢাকা শহরে চলাচলকারী এরকম পুরনো বাসের তালিকা মন্ত্রণালয়ে পাঠাবে। আর পরিবহন মালিক সমিতি ২০ এপ্রিলের মধ্যে ২০ বছরের অধিক বয়সী বাস তুলে নেওয়ার ব্যবস্থা নেবে। এ ছাড়া পুরাতন যানবাহন পুরোপুরি নিয়ম মেনে স্ক্র্যাপ করতে হবে।
০২ এপ্রিল ২০২৪, ১৯:৩৯

পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।  মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।  আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।  জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পর্যটকবাহী একটি দ্রুতগতির বাস সিলেটের দিকে আসছিল। পথে বাসটি ধোপাগুল এলাকার একটি মোড়ে টার্ন নিতে গিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ এসে বাকিদের উদ্ধার করে। সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত গতির কারণে বাসটি টার্ন নিতে গিয়ে উল্টে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 
০২ এপ্রিল ২০২৪, ১৭:০৫

ডেমরায় আগুনে পুড়ল ১৪টি ভলভো বাস
রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি ভলভো বাস পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে কোনাপাড়ার ধার্মিক পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুড়ে যাওয়া বাসগুলো লন্ডন এক্সপ্রেস নামে একটি পরিবহন কোম্পানির বলে জানা গেছে। এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে বাসগুলোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে ডেমরার ধার্মিক পাড়ায় একটি গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাসে আগুনের খবর পাওয়া যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে এসে পড়ে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  এদিকে এটি কোনো নাশকতামূলক কাণ্ড কি না সে প্রসঙ্গে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। উল্লেখ্য, গত ২৪ মার্চ রাজধানীতে বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পুড়ে যায় বস্তির শত শত ঘর।
০১ এপ্রিল ২০২৪, ২৩:৩২

বাস ভাড়া কমছে ৩ পয়সা
প্রতি কি‌লো‌মিটা‌র বাস ভাড়া ৩ পয়সা কমছে। ডি‌জে‌লের দাম ২ দফায় লিটা‌রে ৩ টাকা কমায় বাংলাদেশ সড়ক প‌রিবহন কর্তৃপ‌ক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি এ সুপা‌রিশ ক‌রে‌ছে। সোমবার (১ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধা‌রণ ক‌মি‌টির সভা অনুষ্ঠিত হয়। বাস মা‌লিকরাও ভাড়া কমা‌নোর সুপা‌রিশে একমত পোষণ করেন। ক‌মি‌টির সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বা‌সে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪৫ টাকা থেকে কমিয়ে ২ টাকা ৪২ টাকা করার প্রস্তাব করা হয় হয়েছে। সরকা‌রের অনু‌মোদন পে‌লে হ্রাসকৃত ভাড়া কার্যকর হ‌বে।  এ বিষয়ে বিআর‌টিএ চেয়ারম‌্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, ভাড়া কমা‌নোর সুপা‌রিশ আজই মন্ত্রণাল‌য়ে পাঠা‌নো হ‌বে। সরকার প্রজ্ঞাপন জা‌রি কর‌লে তা কার্যকর হ‌বে।
০১ এপ্রিল ২০২৪, ১৩:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়