• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মোংলায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু
বাগেরহাটের মোংলা পশুর চ্যানেলে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য আনা ডুবে যাওয়া সরকারি চাল উত্তোলন শুরু হয়েছে।  সোমবার (১ এপ্রিল) সকাল থেকে থেকে ৫০ জন শ্রমিক ও ৭ জন ডুবুরি চাল উত্তোলনের কাজ শুরু করেন।  তবে ডুবে যাওয়া বাল্কহেড জাহাজটি উদ্ধার করতে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন মেসার্স আব্দুর রশিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. আরাফাত। তিনি জানান, ডুবে যাওয়া এমভি সাফিয়া নামের বাল্কহেডটির মাধ্যমে আমরা সরকারি এ চাল মোংলা খাদ্য গুদামে পৌঁছানোর দায়িত্বে ছিলাম। সকাল থেকে আমরা চাল উত্তোলনের কাজ শুরু করেছি। চাল উত্তোলনের পর ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধার করা হবে। রোববার (৩১ মার্চ) দুপুরে মোংলা পশুর নদীর ত্রিমোহনায় এমভি শাহজাদা নামের লাইটার জাহাজের ধাক্কায় ১৭৫ টন (৬ হাজার বস্তা) চাল নিয়ে এমভি সাফিয়া নামের বাল্কহেডটি ডুবে যায়।এসময় বাল্কহেডটিতে থাকা নাবিকসহ ৫ কর্মীকে জীবিত উদ্ধার করা হয়।   খবর পেয়ে মোরেলগঞ্জ সন্ন্যাসী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘষিয়াখালী এলাকা হতে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া লাইটারেজ জাহাজটি (এমভি শাহজাদা-৬) আটক করে। এর আগে রোববার সকালে খুলনা মহেশ্বরপাশা সরকারি খাদ্য গুদাম থেকে মোংলা খাদ্য গুদামের ৬ হাজার বস্তা (১৭৫ টন) চাল নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা হয় এমভি সাফিয়া।
০১ এপ্রিল ২০২৪, ১৯:২০

মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলায় ঝড়ের কবলে পড়ে বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ মোকছেদ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (২৯ মার্চ) দুপুরে স্থানীয়রা টিএমএসএস গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মোংলা নৌপুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে।  মোকছেদ খুলনার রুপসা এলাকার রহিম নগর এলাকার বাসিন্দা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মোংলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  উল্লেখ্য, গত বুধবার (২৭ মার্চ) মোংলা বন্দরের পশুর নদীতে দিগরাজ বিদ্যারবাহন খাল সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ইটবোঝাই একটি বাল্কহেড। এতে নিখোঁজ হন ওই বাল্কহেডের স্টাফ মো. মোকছেদ হাওলাদার।
২৯ মার্চ ২০২৪, ১৭:২১

মেঘনায় ট্রলারডুবি : ধাক্কা দেওয়া বাল্কহেড জব্দ, আটক ৩
কিশোরগঞ্জের ভৈরবে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় জড়িত সন্দেহে তিন মাঝিকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেডটিও জব্দ করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) অভিযান চালিয়ে নরসিংদী রায়পুরা উপজেলার আলভি এলাকা মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, সন্দেহাতীতভাবে তিন মাঝি মাল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌথানা পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
২৩ মার্চ ২০২৪, ১৮:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়