• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
রাজধানীতে বাবার চড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
রাজধানীতে বাবার চড়ে জান্নাতুল নামে পাঁচ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে হাজারীবাগের বৌবাজার এলাকায় ঘটে এ ঘটনা। পরে মঙ্গলবার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি। শিশুটির মামা রাহাত বলেন, ‘মেয়েটি ঠিকমতো খাওয়াদাওয়া করত না, মুখে খাবার নিয়ে বসে থাকত। সোমবার রাতে তাকে খাওয়ানোর সময় তার বাবা রেগে গিয়ে চড় মেরে বসেন। এ সময় পাশের দেয়ালের সঙ্গে মাথা ঠুকে গেলে শিশুটি অজ্ঞান হয়ে যায়।’ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক প্রতিবেশী শিল্পী বলেন, ‘সোমবার সন্ধ্যার পরপর মেয়ের বাবা আমাকে ডেকে বলেন, খালা একটু দেখেন তো, আপনার নাতিনরে (জান্নাতুল) মারছি, তার মা নাসিমাও হাত কাইটা ফেলছে।’ তিনি বলেন, ‘আমি বাসায় গিয়ে দেখি নাসিমার বাম হাতে কাটা, আর শিশুটি পরে আছে অচেতন অবস্থায়। পরে সঙ্গে সঙ্গে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানেই মঙ্গলবার ভোরে শিশুটির মৃত্যু হয়।’ হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, জান্নাতুল মাথায় গুরুতর আঘাত পেয়েছে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
১৬ এপ্রিল ২০২৪, ১৭:৫৬

‘ইন্ডাস্ট্রি কারো বাবার নয়’
বলিউড এবং নেপোটিজম বিতর্ক একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিতর্ক যেন কখনো থামবেই না! একাধিক তারকা নেপোটিজম প্রসঙ্গে প্রায়ই নিজের মুখ খুলেছেন, জানিয়েছেন অভিযোগ। অভিনেত্রী বিদ্যা বালানও রয়েছেন সেই দলে। এর আগেও একাধিকবার নেপোটিজম প্রসঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী। নিজের আসন্ন সিনেমার প্রচারে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে যোগ দিয়েছিলেন বিদ্যা বালান। সেখানেই স্বজনপোষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে। ইন্ডাস্ট্রি কারো বাবার নয়, তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত। সাক্ষাৎকারে বলিউডের নায়কদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিদ্যা। অভিনেত্রী বলেন, আমার তো মনে হয় না তারা (নায়করা) বিদ্যা বালানের সিনেমা বা কোনও নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাঁদের ক্ষতি কারণ ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে।নারীদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন। কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তারা চাইবেন যে কেউ তাদের জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না। যদি ওরা এমন মনে করে আমি কীইবা করতে পারি? সামনে প্রতীক গান্ধীর সঙ্গে ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় দেখা যাবে বিদ্যাকে। সহ-অভিনেতার সঙ্গেই এই কথোপকথনে এসেছিলেন বিদ্যা। এদিন প্রতীকও নিজের স্ট্রাগল নিয়ে কথা বলেন। জানান, টেলিভিশনের অডিশনে তাকে বারবার রিজেক্ট করা হয়েছিল। কারণ হিসেবে জানানো হয়েছিল, টিভি তারকাদের একটা নির্দিষ্ট লুক থাকা প্রয়োজন যা প্রতীকের নেই। তবে সিনেমায় এখন প্রতীক বেশ চর্চিত নাম। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে বিদ্যা-প্রতীকের ‘দো অউর দো পেয়ার’।   
১৪ এপ্রিল ২০২৪, ২১:২০

বাবার কাঁধে ছেলের মরদেহ, নীরব কান্না
মানুষের মৃত্যুর কোন ধারাবাহিকতা নেই। বাবার আগে ছেলে, বাবার পরে ছেলের মৃত্যু এটাই স্বাভাবিক। তারপরেও কিছু মৃত্যু মানুষের জন্য শিক্ষাগ্রহণ উদহারণ হয়। তেমনি চাঁদপুর শহরের তালতলা এলাকার বাসিন্দা মাওলানা ফখরুল ইসলাম মাছুমের কোরআনে হাফেজ ছেলে আজহারুল ইসলাম ফাহিমের (১৯) মৃত্যুর পর আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। নামাজে জানাজা পড়িয়ে ছেলের মরদেহ কাঁধে করে পৌর কবরস্থানে দাফন করতে নিয়ে যান বাবা। পরে কবরের পাশে কান্নায় ভেঙে পড়েন বাবা। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় শহরের বাসস্টান্ড গৌর-এ গরিবা জামে মসজিদ প্রাঙ্গণে ফাহিমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসাতেই তার মৃত্যু হয়। মাওলানা ফখরুল ইসলাম মাসুম চাঁদপুর সদরের বাগাদী আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক এবং শহরের আল-আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ। তিন পুত্র সন্তানের মধ্যে ফাহিম ছিলেন দ্বিতীয়। ফাহিম শিশু শ্রেণী থেকে দাখিল দশম পর্যন্ত আল-আমিন মডেল মাদরাসায় পড়েন এবং একই মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। নামাজে জানাজা পূর্বে বক্তব্য রাখতে গিয়ে ফাহিমের বাবা ফখরুল ইসলাম মাছুম জানান, ছেলের মৃত্যুকে আল্লাহর ইচ্ছা বলে মেনে নিয়েছেন। ফাহিম এ বছর শহরের রেলওয়ে নূরানি জামে মসজিদে রমজান মাসে খতমে তারাবীহ পড়িয়েছেন। শুক্রবার জুমার দিনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। মাগরিব নামাজ আদায় করেছেন এবং এশার নামাজের পূর্বেই নিজ বাসায় তার মৃত্যু হয়। ফাহিম এ বছর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এদিকে কোরআনের এই হাফেজের জানাজায় চাঁদপুর শহর ও আশপাশের মাদরাসা এবং মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষার্থীসহ বহু আলেম-উলামা অংশগ্রহণ করেন। জানাযা ও দাফন শেষে পিতার নীরব কান্নার এই দৃশ্য সকলকে শোকাহত করে তোলে।
১৩ এপ্রিল ২০২৪, ২১:০৩

বাবার কাছ থেকে বীর সবসময়ই গিফট পায় : বুবলী
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই ঈদে সিনেমা মুক্তি পেয়ে আসছে বুবলীর। এবারও তার ব্যতিক্রম নয়। চলতি বছরও ঈদুল ফিতর উপলক্ষে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। আর তাই এবারের ঈদটা এই বুবলীর জন্য খুব স্পেশাল।       ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ও মিশুক মনির পরিচালিত সিনেমা ‘দেয়ালের দেশ’। অন্যটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। অন্যটি জসিম উদ্দিন জাকির নির্মিত ‘মায়া’।   বুবলী বলেন, এবারের ঈদ আমার জন্য স্পেশাল। কারণ ঈদে আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ সিনেমায় ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন দর্শক। ইচ্ছে আছে হলে গিয়ে সিনেমা দুটি দেখব। এ ছাড়া পর্যায়ক্রমে হলগুলো ভিজিটের পরিকল্পনাও রয়েছে। বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। বাবা শাকিব খানের কাছ থেকে সবসমই উপহার পান ছোট্ট বীর। এ প্রসঙ্গে বুবলী বলেন, বাবার কাছ থেকে সবসময়ই সে গিফট পায়। সেটা জন্মদিন হোক কিংবা স্বাভাবিক সময়। তিনি (শাকিব খান) তো শুটিংয়ের ব্যস্ততা  থাকায় খুব একটা সময় পান না। তিনি আরও বলেন, তবে শত ব্যস্ততার মধ্যেও যখনই সময় পান শপিং করে পাঠিয়ে দেন বা আমাকে বলেন শপিং করে ফেলতে। দেশের বাইরে গেলেও বীরের জন্য তার বাবা প্রচুর গিফট নিয়ে আসেন। বই নিয়ে আসেন। আর ঈদে তো বাবার পক্ষ থেকে স্পেশাল পাঞ্জাবী থাকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই শাকিব ও বীরের ছবি দেখতে পান নেটিজেনরা। ভক্তরাও খুব পছন্দ করেন বাবা-ছেলের ছবিগুলো। এই বিষয়ে বুবলী বলেন, জন্মদিন বা স্পেশাল দিনগুলো ছাড়াও বাবার সঙ্গে শেহজাদের সময়টা সুন্দর কাটে। শুধু স্পেশাল দিনের ছবিগুলোই ফেসবুকে শেয়ার করা হয়।   
১২ এপ্রিল ২০২৪, ১৫:১০

ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সেই চিকিৎসক বাবার মৃত্যু
চট্টগ্রামে কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার চিকিৎসক কোরবান আলী মারা গেছেন।  বুধবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।  জানা গেছে, গত ৫ এপ্রিল বিকেলে পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য একজন পথচারীকে মারতে দেখেন কোরবান আলীর ছেলে আলী রেজা রানা। এ সময় লোকটিকে সাহায্য চাইলে রানা ৯৯৯ নম্বরে ফোন দিলে ১পুলিশ এসে তাদের মধ্যে কয়েকজনকে ধরে নিয়ে যায়।  পরে কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা রানার বাসার সামনে এসে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। এরপর শুক্রবার (৫ এপ্রিল) বাসার পাশের দোকানে ইফতারি কিনতে গেলে কয়েকজন কিশোর গ্যাং সদস্য রানার ওপর হামলা চালায়। এ সময় রানাকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা কোরবান আলীর ওপরও হামলা চালায় তারা। হামলায় কোরবান আলী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এরপর তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে অন্য একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আকবর শাহ থানায় একটি মামলা করা হয়।  ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী। এ ঘটনায় একটি মামলা হয়েছে।  
১০ এপ্রিল ২০২৪, ১২:৪৪

বাবার সামনে ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিলো বখাটেরা 
বরগুনার পাথরঘাটার বাড়ি থেকে ডেকে নিয়ে বাবার সামনে ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে বখাটেরা। এতে বাধা দিলে বাবাকেও মারধর করে তারা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা সুবর্ণ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন। আহতরা হলেন- পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের আল আমিন ও তার ছেলে আমান উল্লাহ (২০)। অভিযুক্তরা হলেন- পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নান্নু হাওলাদারের ছেলে রাজিব, একই এলাকার সেন্টু হাওলাদারের ছেলে পারভেজ ও ৬ নম্বর ওয়ার্ডের সেলিম মিয়ার ছেলে রাব্বিসহ বেশ কয়েকজন। স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বখাটেদের সঙ্গে ছেলে আমান উল্লাহকে চলাফেরা করতে নিষেধ করেন বাবা আল আমিন। এ সময় রাজিব, পারভেজ ও রাব্বিসহ নিজের ছেলেকেও বকাবকি করেন আল আমিন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আল আমিন ও আমান উল্লাহকে মারধর করে রাজিব, পারভেজ রাব্বিসহ পাঁচ ছয়জন। এ সময় আমান উল্লাহর পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। অভিযুক্তরা এলাকার বখাটে ও মাদকসেবী বলে জানা যায়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই এলাকায় অভিযান চালিয়ে রাব্বি নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়াও ভুক্তভোগীদের আইনি সহায়তার জন্য থানার লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া বাকি অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।
০৫ এপ্রিল ২০২৪, ২০:০০

মাকে মারধর, ছেলেকে কুপিয়ে হত্যা করে বাবার আত্মসমর্পণ 
গাজীপুরের কালীগঞ্জে নিজের ছেলেকে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক বাবা।  বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন। ওসি বলেন, ঘাতক বাবা আব্দুর রশীদ বাগমার (৭৫) তার মাদকাসক্ত ছেলে কাউসার বাগমারকে (২৪) হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   স্থানীয়রা জানান, বুধবার ভোরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকার জন্য মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। ভোরে কাউসারকে তার বাবা কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। নিহতের মা মোসলেমা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাঙচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিচ্ছিল। মঙ্গলবার রাতেও নেশার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে কাউসারকে ঘুমন্ত অবস্থায় কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে।
০৩ এপ্রিল ২০২৪, ১৪:৪০

আরটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারিহার বাবার মৃত্যু
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারিহা শারমিনের বাবা মো. ফিরোজ আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।  বর্ণাঢ্য কর্মজীবনে ফিরোজ আলী দৈনিক বাংলায় কাজ করেছেন ২৭ বছর, দৈনিক যুগান্তরে কাজ করেছেন ১২ বছর ও দৈনিক আমাদের সময় পত্রিকায় কাজ করেছেন ১৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১ এপ্রিল) নবাবগঞ্জের বলমন্তচর গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠে বাদজোহর ফিরোজ আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
০১ এপ্রিল ২০২৪, ১১:৩৯

বাবার দাফনে ছেলের বাধা
নীলফামারীতে জমির জন্য বাবার মরদেহ দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বাবার জন্য খোঁড়া কবরে ছেলে নিজে শুয়ে কবর দিতে বাধা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে দাফন কাজ সম্পন্ন করা হয়। শুক্রবার (২৯ মার্চ) নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নে ঘটে এ ঘটনা। স্থানীয়রা জানান, মুজিবুর রহমানের দুই স্ত্রী রয়েছেন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে ২ শতাংশ ও ছোট ছেলেকে ৫ শতাংশ জমি লিখে দেন তিনি। প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিকভাবে ৩ শতাংশ জমি দেন। কিন্তু মৃত্যুর আগে তিন ছেলেকে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বাবার মরদেহ আটক করে কবরে শুয়ে পড়ে কবর দিতে বাধা দেন ছেলে নওশাদ আলী।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাপড়া ইউনিয়নের পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাহাবুল ইসলাম। তিনি বলেন, জমি লিখে না দেওয়ায় বাবাকে কবর দিতে বাধা প্রদানের ঘটনাটি আসলেই দুঃখজনক। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পরে পুলিশের হস্তক্ষেপে মুজিবুর রহমানের দাফনকাজ সম্পন্ন হয়।
২৯ মার্চ ২০২৪, ২৩:১৪

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
নওগাঁর বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে আহত বাবা নূর ইসলামের (৫২) মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরা মৃত্যু হয়। এর আগে বুধবার উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামে ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। নিহত নূর ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে আর অভিযুক্ত নাসিম নিহতের ছেলে। জানা যায়, ২০ মার্চ সকাল থেকে বাবা ছেলের সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়, চলে বিকেল পর্যন্ত। বিকেল ৫টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে নূর ইসলাম আহত হলে গ্রামবাসী প্রথমে তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নূর ইসলাম মারা যান। অভিযুক্ত নাসিম পালাতক আছেন। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ছাড়া মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২১ মার্চ ২০২৪, ১৬:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়