• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
মিশা-ডিপজলের বিপক্ষে নিপুণের হয়ে লড়বেন বাপ্পি
আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। ইতোমধ্যে দুইটি প্যানেলই তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মূলত এবার দুইটি প্যানেল হচ্ছে। একটি  মিশা-ডিপজল পরিষদ ও অন্যটি কলি -নিপুণ পরিষদ। এই নির্বাচনে এবার অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক নিজেই।  জানা গেছে, মাহমুদ কলি ও নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করবেন বাপ্পী। প্যানেলটির সহ-সাধারণ সম্পাদক প্রার্থী এই নায়ক  মঙ্গলবার (২ মার্চ)  মনোনয়ন ফরম জমা দেন।  বাপ্পী চৌধুরী জানান, অনেকটা অনুরোধেই নির্বাচনে অংশ নিতে হচ্ছে। এর আগে গতবার নিপুণের প্যানেলে এই পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন। সেই পদেই এবার নির্বাচন করবেন বাপ্পী।     আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে  শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।  
০২ এপ্রিল ২০২৪, ২১:২৭

বাপ্পি লাহিড়ীর ব্যবহৃত সোনার মালিকানা এখন কার কাছে?
ভারতের আশির দশকের জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ী। ক্যারিয়ারে অসংখ্য হিট গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছেন তিনি। শুধু গান নয়, তার ফ্যাশনের জন্যও বেশ জনপ্রিয় ছিলেন এই সঙ্গীতশিল্পী। ২০২২ সালে স্লিপ অ্যাপনিয়ায় মারা যান বাপ্পি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।    ভারতে ‘গোল্ড ম্যান’ হিসেবেও পরিচিত ছিলেন বাপ্পি। সোনার গয়নার প্রতি ভীষণ ঝোঁক ছিল তার। হাতে চওড়া ব্রেসলেট, গলায় নানান মাপের সোনার গয়না পরে থাকতেন তিনি। তবে বাপ্পির মৃত্যুর পর সেই সব গয়না কোথায় রাখা আছে? বদলে গিয়েছে কি এর মালিকানা? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে তার ভক্তদের মনে।    ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০১৪ সালেই এক এফিডেবিট করে গিয়েছিলেন বাপ্পি। সেখানে উল্লেখ ছিল, তার কাছে মোট ৭৫৪ গ্রাম স্বর্ণ রয়েছে। সেসময় যার বাজারমূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৩৮ লাখ ৭১ হাজার ৭৯০ টাকা। পাশাপাশি লেখা ছিল— বাপ্পির মৃত্যুর পর তার যাবতীয় সোনার গয়নার দায়িত্ব পাবেন গায়কের ছেলে বাপ্পা ও মেয়ে রিমা।  জানা গেছে, বাপ্পির মৃত্যুর পর তার ইচ্ছাকে মর্যাদা দিয়ে রিমা ও বাপ্পার কাছেই সেই সোনার গয়নাগুলো গচ্ছিত রাখা আছে। তবে সেগুলো খুবই যত্নসহকারে নিজেদের কাছে রেখে দিয়েছেন তারা। বিক্রি করেননি দুই ছেলেমেয়ের কেউই। মূলত স্মৃতি হিসেবে সেটা পরিবারের কাছে গচ্ছিত রয়েছে। মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে বাপ্পি জানিয়েছিলেন, গোল্ড ইজ মাই গড! আমি ছিলাম প্রেসলির বড় ভক্ত। আমি সবসময় ভাবতাম আমি যদি কখনও সাফল্য পাই, তাহলে আমি নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করব। ভগবানের আশীর্বাদে সোনা দিয়ে সেটা করতে পেরেছি। অনেক লোকই ভাবেন আমি মানুষকে দেখানোর জন্য গয়না পরি। কিন্তু সেটা সত্যি নয়। আমি সোনা পড়তে ভালোবাসি। সূত্র : টিভি নাইন
৩০ মার্চ ২০২৪, ১৫:২৪

ইসলামকে শান্তির ধর্ম মনে করেন বাপ্পি চৌধুরী
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বেশ কয়েক দিন ধরেই সরব হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের পাতায় ঢুঁ মারলেই আজকাল এই চিত্রনায়কের পোস্ট সামনে ভেসে আসে।  মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক থেকে লাইভে এসেছিলেন বাপ্পি। ভিডিওতে তাকে দেখা গেছে একটি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করতে। সেসময় বেশ মনোযোগ সহকারে বাপ্পি আলেমের কথাও শুনছিলেন। আর এই ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি।    জানা গেছে, মুন্সীগঞ্জ জেলায় এক কোরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন বাপ্পি। এ সময় তিনি  দশজন কোরআন প্রতিযোগীর হাতে পুরস্কারও তুলে দেন।      অন্য ধর্মের হয়েও এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের কারণ কী? এমন প্রশ্নের জবাবে বাপ্পি বলেন, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি এবং আল্লাহকেও বিশ্বাস করি। এ ধরনের অনুষ্ঠানে আমি প্রশান্তি পাই। আর তাছাড়া কুরআন পাঠ শুনলে অনেক কিছু শেখা যায়। আর কুরআন তেলোয়াত শুনলে অনেক নেকিও হয়।  বাপ্পির লাইভ দেখে রীতিমতো চমকে গেছে নেটবাসী। তাই কমেন্টে এই নায়কের প্রশংসা করে একজন লিখেছেন, মাশআল্লাহ। কেউ কেউ আবার লিখেছেন, সত্যি আপনি অসাধারণ।   সিনে জগতে বাপ্পির পথচলা শুরু হয় ২০১২ সালে। তার দীর্ঘ ক্যারিয়ারে ‘শশুরবাড়ী জিন্দাবাদ’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘সুইটহার্টে’র মতো একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। সবশেষ তাকে দেখা গেছে ‘শত্রু’ সিনেমায়।     
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়