• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়লেন যে দুই ওপেনার!
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি রয়েছে আর মাত্র দেড় মাস। তাই ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিতে ছুটি কাটিয়ে আগেই ঢাকায় ফিরেছেন ট্রেনার নাথান কাইল। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, ঢাকা লিগের বিরতির দিনগুলোতে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করা হবে।  এ জন্য নাথানের হাতে খেলোয়াড়দের একটি তালিকা দিতে হবে নির্বাচক প্যানেলকে। তাই মঙ্গলবার (১৬ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মিটিংয়ে বসেছিলেন নির্বাচকরা।   বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল বিশ্বকাপ মাথায় রেখে দেয়ার পরিকল্পনা বিসিবির। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আনা হতে পারে। বিপিএল ও ডিপিএলে দারুণ খেলা এনামুল হক বিজয় ও নাঈম শেখ বাদ পড়তে পারেন টি-টোয়েন্টি দল থেকে।  বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজে ডাক পেয়েছিলেন বিজয় ও নাঈম। তবে একই দলে পাঁচজন ওপনারকে জায়গা দেওয়ায় সমালোচনার শিকার হয় বিসিবি।  একইভাবে মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিককে সুযোগ না দেওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন নির্বাচকদের সমালোচনা করেছিলেন চট্টগ্রামের একটি অফিসিয়াল সংবাদ সম্মেলনে। তবে নতুন নির্বাচক প্যানেল নিয়োগ দেওয়ার পর জাকেরকে দলে নিয়ে চমক দেখান। উইকেটরক্ষক এ ব্যাটারও অভিষেকে ঝোড়ো ইনিংস খেলে বাজিমাত করেন। আলিস ইসলাম চোটে পড়ায় জাকেরকে দলে নেওয়া সহজ হয়েছিল প্রধান নির্বাচক লিপুর জন্য।  কিন্তু এবার সাকিব আল হাসানকে মাথায় রেখে দল গোছাতে হচ্ছে তাকে। এ ক্ষেত্রে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই কিছু পরিবর্তনের কথা মাথায় নিতে হচ্ছে নির্বাচকদের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে হাঁটুতে চোট পেলেও বাঁহাতি ওপেনার সৌম্য সরকার খেলার মতো ফিট। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রানিং করেছেন তিনি।  বিসিবির মেডিকেল বিভাগ থেকেও ভালো রিপোর্ট গেছে নির্বাচকদের কাছে। সৌম্য, তামিম ও লিটনকে নিয়ে ওপেনিং স্লট। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলীকে নিয়ে সাতজন ব্যাটার মোটামুটি চূড়ান্ত। 
১৭ এপ্রিল ২০২৪, ১৭:৫৭

নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বাদ দিলেও আওয়ামী লীগ সরকার ভোট চুরির প্রকল্প থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু বলেন, নৌকা বাদ দিলেও সরকার ভোট চুরির প্রকল্প থেকে সরে আসেনি। যেখানে ভোটই নেই, সেখানে বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। উপজেলা নির্বাচনের মাধ্যমে জনগণের সঙ্গে আরেকটা ধাপ্পাবাজি করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, সরকার একটা প্রকল্পের মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার ক্ষমতা দখল করলেও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ৯৫ শতাংশ জনগণ এই নির্বাচন ব্যবস্থাকে বর্জন করেছে। উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক বাদ দেওয়া প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই বলেই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকাকে বাদ দিয়েছে। তারা দেখেছে, নৌকা যেখানে আছে জনগণ সেখানে নেই।  আমীর খসরু আরও বলেন, যারা ক্ষমতা দখল করে বসে আছে, আজ তারা ইতিহাসও দখল করতে চায়, এটাকে মূলধন বানাতে চায় তারা। তারা শুধু জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে এমন নয়, প্রতিটা পদে পদে জনগণের অধিকার হরণ করেছে তারা। মানুষের জীবনের নিরাপত্তা বলতে বাংলাদেশে এখন কিছুই নেই। যারা ক্ষমতায় আছে, তাদের টিকে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতি।
১৭ এপ্রিল ২০২৪, ১৫:১৮

ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরেছেন সাকিব আল হাসান। সর্বশেষ প্রায় এক বছর আগে টেস্ট খেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবকে জায়গা করে দিয়েছেন তাওহিদ হৃদয়। ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় ছিলেন মিডল-অর্ডার এই ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন তিনি। এদিকে চোটের কারণে স্কোয়াডে নেই পেসার মুশফিক হাসান। গোড়ালির চোটে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন এই পেসার। তার বদলে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ গড়াবে।  সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে ১-০ তে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
২৬ মার্চ ২০২৪, ১৬:২০

সুইডেন ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। কিন্তু এই ম্যাচের স্কোয়াডে নেই পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে। গত সপ্তাহে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজের ৩২ সদস্যের প্রাথমিক দলে নাম ছিল আল নাসর অধিনায়কের। সেখান থেকে রোনালদোকে বাদ দিয়েই ২৪ সদস্যে স্কোয়াড চূড়ান্ত করেছে কোচ রবের্তো।  রোনালদো ছাড়া বাদ পড়েছেন আরও সাতজন। বাদ পড়াদের মধ্যে পর্তুগিজ প্রাণভোমরা অন্যতম। বাকিরা হলেন- ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স।  তবে পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, এক ম্যাচের জন্য তারা বাদ পড়লেও স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন। ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।  সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো সৌদি প্রো লিগে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত ২৩টি গোল করেছেন। শুক্রবার লিগে আল আহলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও স্কোর করেছেন তিনি। যতটুকু জানা গেছে, বর্তমানে সৌদি আরবেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ৩৯ বছর বয়সী।
১৯ মার্চ ২০২৪, ১৪:০৬

লিটনের বাদ পড়া নিয়ে রহস্যময় তথ্য দিলেন হাথুরু
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটির ঘোষিত স্কোয়াডে ছিলেন লিটন দাস। তবে নির্ধারণী ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি ক্ল্যাসিক এই ওপেনারের। তার বদলে জাকের আলী অনিককে স্কোয়াডে ভেড়ানো হয়। এবার লিটনের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার (১৮ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ শুরুর আগে হাথুরুসিংহে জানান, সামর্থ্য নিয়ে প্রশ্ন না থাকলেও বর্তমানে ফর্মে না থাকায় বাদ পড়েছেন লিটন।  লঙ্কান এই মাইন্ডমাস্টারের ভাষ্যমতে, লিটনের অভিজ্ঞতা সবসময়ই মূল্যবান। সে এমন একজন খেলোয়াড় যেকোনো সময় নেমে ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারে। তবে সেটা বললেও, কিছু সময় সে ফর্মে নেই। ফলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সামনে তাকাতে হচ্ছে। এর আগে, জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে লিটনকে বাদ দেওয়া হয়েছে।  লিপুর ভাষ্যমতে, সিরিজ চলমান থাকায় পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে, যারা ওপেন করতে পারে। আরেকজন ওপেনার আছে সৌম্য সরকার। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না, তাই এই জায়গায় আবারও কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি। তিনি যোগ করেন, এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা কোচ-অধিনায়কের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল-অর্ডারে কাউকে সংযোজন করা যায়। সেখানে অনিককে মনে করেছি যথার্থ হবে। সাদা বলে সে টি-২০ খেলেছে, রান করেছে, ডিপিএলেও রান পেয়েছে সে। মিডল-অর্ডারে ওপরের দিকে খেলতে পারে আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে।
১৮ মার্চ ২০২৪, ১২:৪৩

লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন মিরাজ
বিশ্বকাপের পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও ব্যর্থ লিটন কুমার দাস। তাই শ্রীলঙ্কা সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়েছেন এই টাইগার ওপেনার। লিটনের বাদ পড়ার জন্য ফর্মহীনতাকে দায়ী করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবার লিটনকে নিয়ে মুখ খুলেছেন সতীর্থ মেহেদী হাসান মিরাজ।  রোববার (১৭ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এ সময় লিটনের বাদ পড়া নিয়ে এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, প্রত্যেকেটা নির্বাচক প্যানেলের আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে। একেক জনের চিন্তা ভাবনা একেক রকম। এ ‘টা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে বলতে পারবো না। তাদের চিন্তা কী ছিল, তাদের সাথে আমার ওরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা ক্যাপ্টেন ভালো বলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি প্রত্যেক প্লেয়ারকে পারফর্ম করতে হবে।’ পারফর্ম না করে জাতীয় দলে খেলে যাওয়ার কোনও বিকল্প নাই এমন মন্তব্য করেন মিরাজ। তিনি বলেন, পারফর্ম করেই ক্রিকেটারদের খেলতে হবে, সেটা প্রত্যেক জায়গায়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকেটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত এ ক্ষেত্রে। কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেটা নিয়ে কাজ করা উচিত।’ দলের অটোচয়েজ নিয়ে এই টাইগার অলরাউন্ডার বলেন, জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে। তাদেরও কিন্তু আপস ডাউনস ছিল।  ‘আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। খারাপ খেললে কিন্তু আপনিও চান্স পাবেন না, এটা প্রত্যেকেটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।’ তিনি আরও বলেন, ক্যারিয়ারে সে অনেক ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। তবে সে বাদ পড়েছে ওইরকম কিছু না। আমরা জানি সে কেমন প্লেয়ার। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রুত সে বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।
১৭ মার্চ ২০২৪, ১৯:৩২

তৃতীয় ওয়ানডেতে ঢুকলেন জাকের, বাদ লিটন
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে সফরকারীরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার লিটন দাস। দুইবারই রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকেই ছিটকে গেলেন ক্ল্যাসিক এই ব্যাটার। মূলত স্কোয়াডে থাকা অন্য দুই ওপেনারকেও পরখ করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর শেষের দিকের বিষয়টি বিবেচনায় জাকেরকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এর আগে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের। এই সিরিজের প্রথমটিতে ৩৪ বলে ৬৮ রানের মারকাটারি এক ইনিংস খেলেছিলেন তিনি। এর সুবাদে এবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জাকের। এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর আজই ঢাকায় ফিরছেন লিটন। এর আগে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও একবার বাদ পড়েছিলেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জাকেরের। লিটনের বাদপড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য, লিটনে জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল-অর্ডারে কাউকে যদি যুক্ত করা যায়, সেখানে একটি ফাঁকা জায়গা আছে। সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলী উপযুক্ত মনে হচ্ছে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
১৬ মার্চ ২০২৪, ১৫:০৯

আজ বাদ জোহর সাদি মহম্মদের জানাজা
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ। বুধবার (১৩ মার্চ) রাতে মারা যান তিনি। বাসার একটি কক্ষ থেকে প্রখ্যাত এই সঙ্গীতশিল্পীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।   বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।  জানাজা শেষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে সাদি মহম্মদকে। তবে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে না বলে জানান তার পারিবারিক সদস্য গাউসুল আলম শাওন।   নৃত্যশিল্পী ও সাদি মহম্মদের পারিবারিক বন্ধু শামীম আরা নীপা গণমাধ্যমে বলেন, মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান সাদি মহম্মদ। মানসিকভাবে ঠিক স্বাভাবিক ছিলেন না। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি। এভাবেই চলছিল। বুধবার রোজা রাখলেন। ইফতারও করলেন। এরপরই তিনি নীরবে না ফেরার দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছি। একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সুরকার হিসেবে খ্যাতি লাভ করেন সাদি মহম্মদ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এই গায়ক। বেশকিছু চলচ্চিত্র ও নাটকে গান করেছেন তিনি।   
১৪ মার্চ ২০২৪, ১০:২১

পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম বাদ দেওয়া হয়েছে : কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আজ সকল পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম বাদ দিয়ে লিখেছে বর্তমান সরকার। এটা কি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলের পক্ষে শোভা পায়? পরবর্তী প্রজন্মকে ভুল শেখাচ্ছে।  শনিবার (২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘কাদেরিয়া বাহিনীর ২৭নং হিরো কোম্পানির ৭১’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান উপাধি দেওয়া হয়েছে। কিন্তু তারা আজ আর সেখানে নাই, নিজেরা নিজেদের মর্যাদা ধরে রাখতে পারেনি, কারণ তারা সত্যিকারের শ্রেষ্ঠ সন্তান না। 
০২ মার্চ ২০২৪, ১৯:৩৬

সিনেমার জন্য বাবার নামের পদবি বাদ দিয়েছেন ওবামাকন্যা
হলিউডে পা রাখছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তবে এবার নির্মাতা হিসেবে হলিউডে অভিষেক হতে যাচ্ছে মালিয়ার। শুধু তাই নয়, এ কারণে নিজের নাম থেকে ওবামা পদবিও বাদ দিয়ে দিয়েছেন তিনি! বারাক ওবামা ও মিশেল ওবামার বড় মেয়ে মালিয়া। হলিউডে নিজের নির্মাণ ক্যারিয়ারের জন্য সম্প্রতি তার বিখ্যাত পারিবারিক পদবি ত্যাগ করেছেন তিনি। গেল বছরের জানুয়ারিতেই নিজের পদবি ওবামা তুলে নিয়েছেন হার্ভার্ড গ্র্যাজুয়েট মালিয়া। নির্মাতা সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’র প্রিমিয়ারের আগে নতুন নামটি শেয়ার করেন। জানা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টের মেয়ের নতুন নাম মালিয়া অ্যান। সানড্যান্স ইনস্টিটিউটের মিট দি আর্টিস্ট স্পটলাইট ভিডিওতে এই নামই উল্লেখ করা হয়েছে। হলিউডে অভিষেকের আগে, এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেন মালিয়া। এ ছাড়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’—এ স্টাফ রাইটার হিসেবেও কাজ করেছেন তিনি।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়