• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না জামাতার
শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের শুকুরকান্দি নামকস্থানে পাখিভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  রোববার (১৪ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী জুই খাতুন (২১) ও শ্যালক জীবন আলী।  নিহত হেলাল উদ্দিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন মোড়ভাঙ্গা গ্রামের গোলজার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আব্দুল জলিলের জামাতা শশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে রাতে নিজের বাড়ি ফেরার পথে শুকুরকান্দি ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মোটরসাইকেলে থাকা স্ত্রী জুই খাতুন ও শ্যালক জীবন আলী আহত হওয়ায় তাদের বামন্দিতে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। নিহতের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। তার পরিবারের লোকজন কোনো অভিযোগ করেননি। পুলিশ যাওয়ার আগেই মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন তারা।
১৫ এপ্রিল ২০২৪, ১৩:১৫

ধাক্কা সামলে বাড়ি ফিরলেন নির্মাতা শিবপ্রসাদ
পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ‘বহুরূপী’ সিনেমার শুটিং সেটে কোমরে গুরুতর আঘাত পান তিনি। এরপর ভর্তি হন হাসপাতালে। চিকিৎসা শেষে রোববার (৭ এপ্রিল) হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন শিবপ্রসাদ।  এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন শিবপ্রসাদ। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ সকাল। বহুরূপীর সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। অসংখ্য ধন্যবাদ মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল-এর অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল স্টাফ এবং ডাক্তারদের। এ কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত শুটিং কিছুদিনের জন্য বন্ধ কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।’   ‘বহুরূপী’ সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করছেন আবীর আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। যৌথভাবে নির্মাণ করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি।
০৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৮

বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ সহকর্মীর 
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মাহবুবা বেগম (৪৫) ও মনসুর রহমান (৫০) নামের দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মাহবুবা বেগম পঞ্চগড় সদর উপজেলার নয়া বস্তির মৃত ফজলুল হকের স্ত্রী এবং নিহত মনসুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার গবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে অফিস শেষ করে বাড়ি যাবার উদ্দেশ্যে সহকর্মী মনসুর রহমানের মোটরসাইকেলে ঠাকুরগাঁও বাসস্টান্ড পর্যন্ত যাচ্ছিলেন মাহবুবা বেগম। শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গীগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুইজনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষণা করেন এবং এর দশ মিনিট পর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে মনসুর রহমানেরও মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৯ মার্চ ২০২৪, ২০:০১

৩ মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশান-২ নম্বরের বাড়িটি ছাড়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে তাকে বাড়ি ছাড়তে হবে। মঙ্গলবার (১৯ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে বাড়িটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে সালাম মুর্শেদীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক।  ২০২২ সালের ৩০ অক্টোবর রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিট আবেদনে বলা হয়, রাজধানীর গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কে সি ই এন (ডি)-২৭ এর ২৯ নম্বর বাড়িটি ১৯৮৬ সালের অতিরিক্ত গেজেটে ‘খ’ তালিকায় পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। কিন্তু আব্দুস সালাম মুর্শেদী সেটি দখল করে বসবাস করছেন। গত ১৭ জানুয়ারি গুলশানের ওই বাড়ি নিয়ে অনুসন্ধান প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি দাখিলের জন্য দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। তার আগে সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের কমিটি গঠন করে (দুদক)। 
১৯ মার্চ ২০২৪, ১৫:১৮

নিয়োগ দিচ্ছে কোকা-কোলা, বাড়ি ভাড়াসহ পাবেন যেসব সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি মহাব্যবস্থাপক পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবি) পদের নাম: মহাব্যবস্থাপক পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যানালিটিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: এফএমসিজি শিল্পে কাজের দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কান্ট্রি ম্যানেজার পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।  চাকরির ধরন: ফুলটাইম (স্থায়ী) কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: বেসিক বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিসটেন্স এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৬ মার্চ ২০২৪, ০৯:০৫

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় শাহার মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  শুক্রবার (৮ মার্চ) দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।  এর আগে একই দিনে সকাল সোয়া ৬টার দিকে পৌর এলাকার শান্তিনগরে এ ঘটনা ঘটে।  নিহত শাহার মোল্লা শান্তিনগরের গেদু মোল্লার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে সকাল সোয়া ৬টার দিকে ওই বৃদ্ধ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যান।
০৮ মার্চ ২০২৪, ২৩:০৯

ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল
ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার ওই বাড়িটি ধ্বংসের খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন বা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে। বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী আতিফ আবু সাঈফ বলেছেন, ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যেই বাড়িটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় আরও জানায়, ওই বাড়িতে ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বসবাস করেছেন ইয়াসির আরাফাত। সেখানে তার ব্যক্তিগত ও পারিবারিক অনেক জিনিসপত্র ছিল। শুধু তাই নয়, গাজায় তার উপস্থিতির সময় ফিলিস্তিনি জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে বাড়িটি।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫০

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না লিংকনের 
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে লিংকন দেব নাথ (২২) নামের এক যুবককের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চিকনদন্ডী ইউনিয়নের পশ্চিম ছড়ারকুল বালুর ঢাল এলাকায় এ ঘটনা ঘটে।   লিংকন দেব নাথের বাড়ি চৌধুরীহাট এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দূর্গাবাড়িতে।  প্রত্যক্ষদর্শীরা জানান, লিংকন দেব নাথ চৌধুরীহাট একটি ফার্মেসিতে চাকরি করেন। ডিউটি শেষে বাড়িতে যাওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান।  হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রেনলাইনে গেল প্রাণ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলিতে সকালে রেলপথ ধরে হাঁটতে গিয়ে শাহ আলম (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে বরইতলি, পহঁর চাঁদা, ৯ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ইঞ্জিনের বগিতে কাটা পড়ে নিহতের দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
১৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৩

রাজধানীর জুরাইনে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব
রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল ও বোমা এবং বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুরাইন রেলগেট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির (রফিকুল ইসলাম আদ দীন হাসপাতালের পাশে) একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। সেখান থেকে ইতোমধ্যে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।
০৬ জানুয়ারি ২০২৪, ০১:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়