• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
পুলিশ অফিসার বাঁধন, টিজারেই বাজিমাত (ভিডিও)
আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন তিনি।  এবার পুলিশ হয়ে পর্দায় আসছেন বাঁধন। আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় সিনেমাটির এক মিনিট চার সেকেন্ডের টিজার। যা রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়।      রহস্যঘেরা আবহ, নৃশংসতার চিহ্ন, আর রহস্য উদ্ঘাটনের চেষ্টা— এমনই ঝলকে সামনে এলো ‘এশা মার্ডার : কর্মফল’র টিজার। যেখানে পুলিশ অফিসার লিনা রূপে ধরা দেন বাঁধন। সিনেমায় খুনসহ ধর্ষণের কথা উঠে আসে। মূলত  চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।    ‘এশা মার্ডার : কর্মফল’ নির্মাণ করছেন সানী সানোয়ার। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন কপ ক্রিয়েশন ও বিঞ্জ। আর সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে প্রায় ৯৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির।  এ প্রসঙ্গে বাঁধন বলেন, এএসপি লিনা চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে, গল্পটা যেহেতু আমার দারুণ লেগেছে তাই এই চ্যালেঞ্জ নিয়ে আমি নিজেকে প্রস্তুত করেছি। আমার বিশ্বাস দর্শক টিজারে সেটার কিছু প্রমাণ পেয়েছেন। সিনেমাটির লেখক ও নির্মাতা সানী সানোয়ার বলেন, এই টিজারে পুরো চলচ্চিত্রের একটি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করার চেষ্টা করেছি। যেটা দেখে দর্শক সিদ্ধান্ত নিতে পারেন, এশা মার্ডার তারা দেখবেন কি, দেখবেন না। যদিও গান, ট্রেলারসহ আরও অনেক কিছু এখনও বাকি রয়েছে।    প্রসঙ্গত, ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমায় বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন—পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।  
২০ মার্চ ২০২৪, ১৯:৫৩

বাফটা অ্যাওয়ার্ডস ২০২৪: যারা এবার বাজিমাত করলেন
বাংলাদেশ সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরবেলায় লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এবার সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘ওপেনহেইমার’। এ আসরে সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে বাজিমাত করেছে সিনেমাটি। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা জিতেছেন এবারের বাফটা অ্যাওয়ার্ডস— সেরা ব্রিটিশ সিনেমা: দ্য জোন অব ইনস্টারেস্ট সেরা সিনেমা: ওপেনহেইমার সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান, ওপেনহেইমার সেরা অভিনেতা: কিলিয়ান মার্ফি, ওপেনহেইমার সেরা অভিনেত্রী: এমা স্টোন, পুওর সিংস সেরা সম্পাদনা: ওপেনহেইমার সেরা সাউন্ড: দ্য জোন অব ইনস্টারেস্ট সেরা রূপসজ্জা: পুওর সিংস সেরা উদীয়মান তারকা: মিয়া ম্যাককেনা বুশ তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৫

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৪ : বাজিমাত করলেন যারা
সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস। রোববার (৪ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হয়েছে আয়োজনটির মধ্য দিয়ে। এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রেভর নোয়া। এবারের গ্র্যামি আসরে চার তারকার জয়জয়কার। তারা হলেন টেইলর সুইফট, মাইলি সাইরাস, বিলি আইলিশ এবং ফোবি ব্রিজার্স। ফোবির চারটি পুরস্কার জয় ছিল গ্র্যামি নাইটের অন্যতম আকর্ষন। বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন টেইলর সুইফট। ‘মিডনাইটস’-এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ইতিহাস গড়েছেন টেইলর সুফইট। তিনিই প্রথম শিল্পী যিনি চতুর্থ বার সেরা অ্যালবামের গ্র্যামি জিতলেন ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য রেকর্ড অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস। সেরা একক পপ পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি। সেরা গান নির্বাচিত হয়েছে বিলি আইলিসের বার্বি সিনেমার ‘হুয়াট ওয়াজ আই মেড ফর’। সেরা ‘আর অ্যান্ড বি’ গানের পুরস্কার জিতেছেন এসজেডএ (স্নুজ)। সেরা প্রগতিশীল ‘আর অ্যান্ড বি’ অ্যালবামের (স্নুজ) পুরস্কারও ঘুরে তুলেছেন এসজেডএ। ফোবি ব্রিজার্স-এর সঙ্গে সেরা যৌথ পারফরম্যান্সের পুরস্কারও ঘরে তুলেছেন এসজেডএ। সেরা মেটাল পারফরম্যান্সের পুরস্কার জিতেছে ‘মেটালিকা।’ সেরা রক গান হয়েছে ‘নট স্ট্রং এনাফ (জুলিয়েন বেকার)। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হলো ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। শঙ্কর মহাদেবন, উস্তাদ জাকির হুসেন এই ব্যান্ডের সদস্য। পুরস্কৃত হয়েছে ভারতীতের শঙ্কর মহাদেবন ও উস্তাদ জাকির হুসেন।  একনজরে গুরুত্বপূর্ণ বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ডসজয়ীরা  অ্যালবাম অব দ্য ইয়ার : টেইলর সুইফট (মিডনাইটস) বেস্ট পপ অ্যালবাম : টেইলর সুইফট (মিডনাইটস) রেকর্ড অব দ্য ইয়ার : মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স) বেস্ট পপ সলো পারফরম্যান্স : মাইলি সাইরাস, ‘ফ্লাওয়ার্স’ বেস্ট নিউ আর্টিস্ট : ভিক্টোরিয়া মোনেট সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (‘বার্বি’ সিনেমার গান) বেস্ট আরঅ্যান্ডবি সং: সিজা, ‘স্নুজ’ বেস্ট কান্ট্রি অ্যালবাম: লায়নি, ‘বেল বটম কান্ট্রি’ বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: সিজা, ‘এসওএস’ অলটারনেটিভ অ্যালবাম অব দ্য ইয়ার : ফোবি ব্রিজেসের ‘বয়জিনিয়াস’ বেস্ট রক সং : ফোবি ব্রিজার্সের ‘নট স্ট্রং এনাফ’, অ্যালবাম ‘বয়জিনিয়াস’ বেস্ট রক পারফরম্যান্স : ফোবি ব্রিজার্সের ‘নট স্ট্রং এনাফ’, অ্যালবাম ‘বয়জিনিয়াস’ বেস্ট ডুয়েট/গ্রুপ পপ সং : ফোবি ব্রিজার্স ও সিজা’র ‘ঘোস্ট ইন দ্যা মেশিন’     ফোবি ব্রিজার্স পেয়েছেন চারটি পুরস্কার বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ভিক্টোরিয়া মোনেট, ‘জাগুয়ার ২’ বেস্ট র‌্যাপ অ্যালবাম: কিলার মাইক, ‘মাইকেল’ বেস্ট রক সং: বয়জিনিয়াস, ‘নট স্ট্রং এনাফ’
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩

অভিষেকেই ফেরদৌসের বাজিমাত
অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন সতস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যান শোবিজ তারকারাও। এবারের নির্বাচনে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেছেন নায়ক ফেরদৌস আহমেদ। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন এই নায়ক।   ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন ফেরদৌস। তিনি মোট ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে এই আসন। নির্বাচনে ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী রয়েছেন চারজন। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়