• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
অসহায়-এতিম বাচ্চাদের জন্য জয়ার অনুরোধ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে ঢালিউড-টালিউড মাতিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই দর্শকদের হৃদয় ছুঁয়ে যান তিনি। শুধু অভিনয় নয়, সামাজিক কর্মকাণ্ডে সরব থাকার পাশাপাশি পশুপাখির প্রতি প্রাণীদের প্রতি জয়ার ভালোবাসা বরাবরই চোখের পড়ার মতন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের মতামত কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। আসন্ন ঈদুল ফিতরে সোশ্যাল মিডিয়ায় অসহায়-এতিম বাচ্চাদের জন্য সহায়তার অনুরোধ জানালেন জয়া।      মঙ্গলবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে অসহায় বাচ্চাদের জন্য পোস্ট দিয়েছেন জয়া। ওই স্ট্যাটাসে ঈদে অসহায়-এতিম বাচ্চাদের জন্য সহায়তার হাত বাড়াতে অনু্রোধ জানান তিনি।  পাঠকদের সুবিধার জন্য জয়ার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  ‘রোজার শেষ দিকে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসাগুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র-ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারও বাবা-মা নেই, কারও বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না।      খুব বেশি ভাগ্যবান হলে কারও কারও মামা, খালা, চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়।  মৃত মা-বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়— কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা-বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা-চাচারা কেউ তাদেরকে নিতে আসল না   কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত।  বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে। একটা অনুরোধ— এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। অন্তত পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে! আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ সহায়ক হয়।’     
১৯ মার্চ ২০২৪, ১০:৩৭

বিয়ে ও বাচ্চা নিয়ে মুখ খুললেন কৌশানী (ভিডিও)
পশ্চিমবঙ্গের লাভ বার্ডস বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। প্রেমের সম্পর্ক নিয়ে যেন তাদের কোনো রাখঢাক নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই ছবি আর ভিডিও শেয়ার করেন এই প্রেমিকযুগল।    কয়েকদিন আগেই বনি জানিয়েছিলেন ২০২৫ সালে বিয়ে করবেন তারা। শুধু তাই নয়, ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানিং রয়েছে কৌশানী-বনির। এবার বিয়ে ও বাচ্চা নিয়ে মুখ খুললেন কৌশানী।   সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিয়েলিটি শোয়ের ভিডিও শেয়ার করেছেন কৌশানী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, প্রত্যেকের বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে আর আমার তো ছেলেবেলাটাই যেন কাটতে চাইছে না। মন থেকে ছোট থাকলেই ভালো থাকা যায়। বন্ধুদের সঙ্গে ছোটবেলায় খেলার সেই মুহূর্তগুলো খুব মনে পড়ছে। ওই ভিডিওতে দেখা যায়, ছোট বেলার মতো খেলায় ব্যস্ত কৌশানী। কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে একটু ছোটবেলায় ফিরে গেছেন এই অভিনেত্রী।   প্রসঙ্গত, সর্বশেষ রাজ চক্রবর্তী নির্মিত ওয়েব সিরিজ ‘প্রলয়’-এ দেখা গেছে কৌশানীকে। সিরিজটিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।  সূত্র : আনন্দবাজার  ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 
১০ জানুয়ারি ২০২৪, ১৪:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়