• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নোনা জলের নাবিকের বহুমাত্রিক আখ্যান
মানব দেহের ষাট শতাংশ জল - এই তথ্যটি আমাদের জানা। কিন্তু জল আর অথৈ জলরাশিই যদি হয়ে ওঠে জীবনের মূল উপাদান, অস্তিত্বের ভিত্তি! ‘নোনা জলের পথে পথে’ এমনই অথৈ জলের আখ্যান। দীর্ঘ সমুদ্র যাত্রা যার নিয়মিত কাজ, আপাদমস্তক নাবিক ক্যাপ্টেন আলমগীর কবীরের অনবদ্য লেখনীতে ফুটে উঠেছে নাবিক জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা। দেশ থেকে দেশে, বন্দর থেকে বন্দরে তিনি  দেখেছেন জীবন ও প্রকৃতির বিচিত্র রূপ, সংস্কৃতি আর আচারের বর্ণিলতা এবং প্রিয়পাঠ্য মানুষ।  ‘নোনা জলের পথে পথে’ প্রচলিত ভ্রমণকাহিনী বা নাবিকের ডাইরি নয়— এক ভিন্ন মাত্রার গল্পগ্রন্থ। যে গল্পে কাল্পনিক উপাদান নেই, পুরোটাই চমকপ্রদ বাস্তব। নাবিক ও সুলেখক আলমগীর কবীর গল্পের পরতে পরতে যুক্ত করেছেন বহুবর্ণরঞ্জিত মণিমুক্তা। নাবিক জীবনের চিত্রবিচিত্র দিক, একাকীত্ব, আনন্দ-উৎসব, ঝুঁকি আর প্রতিনিয়ত মুখোমুখি হওয়া নিত্যনতুন অভিজ্ঞতার প্রাঞ্জল উপস্থাপন গল্পগুলোকে আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি লেখক রোমান্টিসিজম, অ্যাডভেঞ্চার, জ্ঞান বিজ্ঞান, ভূগোলসহ অন্যান্য বিষয়গুলোকে দক্ষ হাতে বুনে দিয়েছেন। এই বুনোন আরোপিত নয়, স্বতঃস্ফূর্ত।  ‘নোনা জলের পথে পথে’ প্রকাশ করেছে ক্লাব এইট্টিফাই। । প্রচ্ছদ একেছেন আবু সালেহ টিটু। বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘হাজারো প্রাণের ঐকতান’ স্টলে (নং-৭৭৭) এবং রকমারিসহ অন্যান্য অনলাইন বুকশপে বইটি পাওয়া যাচ্ছে।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়