• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ইবিতে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, ক্যাম্পাসে পুলিশের তল্লাশি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে ককটেলসদৃশ ছয়টি বস্তু উদ্ধারের পর ক্যাম্পাসে তল্লাশি চালিয়েছে প্রশাসন।  শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে তল্লাশি চালায় পুলিশ, প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা।  প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে নিরাপত্তা কর্মীরা তল্লাশি শুরু করেন। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি চালান। বিকেল সাড়ে ৪টায় তল্লাশি শেষ হয়। তবে তল্লাশিতে নতুন করে কিছু পাওয়া যায়নি। এর আগে বিষয়টি নিয়ে সকাল ১১টায় উপাচার্যের বাসভবনে জরুরি সভায় বসে প্রাশাসন। সভা থেকে পুরো ক্যাম্পাসে তল্লাশির সিদ্ধান্ত হয়। এদিকে উদ্ধারকৃত বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বস্তুগুলো ইবি থানায় পানির ভেতরে রেখে দেওয়া হয়েছে। কুষ্টিয়া থেকে বিশেষজ্ঞ দল এসে বস্তুগুলো পরীক্ষা করার কথা থাকলেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কেউ আসেননি।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, তল্লাশি চালিয়ে ছয়টি ককটেলসদৃশ বস্তু পাওয়ার পর সেগুলো পুলিশের কাছে দেওয়া হয়েছে। তারা সেগুলো পানিতে রেখেছে। আরো কোথাও কোনো কিছু আছে কি না খোঁজ নিতে পুরো ক্যাম্পাসে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার থেকে শিক্ষার্থীরা ক্লাসে আসবে তাদের নিরাপত্তার বিষয় চিন্তা করে আমরা কাজ করছি। সকালে জরুরি সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জাতীয় কোনো ইস্যুতে এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে না। যতটুকু মনে হচ্ছে অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে প্রশাসনকে চাপে ফেলতে একটি গোষ্ঠী স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করেছি। কারা এটি করেছে সেটি অনুসন্ধান করা হচ্ছে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে পুরো ক্যাম্পাসে তল্লাশি চালিয়েছি। তবে নতুন করে কিছু পাওয়া যায়নি। যেগুলো পাওয়া গেছে সেগুলো তালিকাভুক্ত করা হবে। দোষীদের শনাক্ত করতে কাজ করছি।
১২ জানুয়ারি ২০২৪, ১৮:৫০

সড়ক থেকে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের ওপর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আরও পড়ুন : ককটেল ফাটিয়ে নৌকার পোস্টার-প্রতিকৃতিতে আগুন   শনিবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এগুলো উদ্ধার করে গাংনী পুলিশের একটি দল।  হেমায়েতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে বোমা সাদৃশ্য বস্তুটি চারটি পড়ে থাকার বিষয়ে জানতে পারি। পাকা সড়কের ওপরে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে ছিল। বিষয়টি জানানো হলে গাংনী থানা পুলিশের একটি টিম গিয়ে তা উদ্ধার করে। আরও পড়ুন : দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের    এ বিষয়ে গাংনী থানার এসআই দেবাশীষ অধিকারী জানান, কাল স্কচটেপ দিয়ে মোড়ানে বোমা সাদৃশ্য বস্তু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:০৪

নারায়ণগঞ্জে স্লিপার কোচে বোমা সদৃশ বস্তু উদ্ধার
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কক্সবাজারগামী একটি পরিবহনের স্লিপার কোচের ভেতরে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। আতঙ্কে যাত্রীবাহী বাসটি থামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। স্লিপার কোচের ড্রাইভার রুবেল জানান, আজ রাত ৮টার সময় কক্সবাজারের উদ্দেশে গাবতলী বাসস্ট্যান্ড থেকে তার গাড়িটি ছেড়ে আসে। পথের মধ্যে তারা সায়েদাবাদ থেকে যাত্রী নেয়।এ সময় পথের মধ্যে সুপারভাইজার যাত্রী চেক করলে একজন যাত্রী কম দেখেই খোঁজাখুঁজি করে তার সিটে একটি ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগ খুলে বোমা সদৃশ বস্তু দেখতে পান। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে ড্রাইভার গাড়ি থামিয়ে পুলিশকে খবর দেন। 
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়