• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
হবিগঞ্জের পইল ইউনিয়নের গাতাবের এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, বিকেলে গাতাবের এলাকায় বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব। তিনি জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের কাজ করছে পুলিশ।
০২ মার্চ ২০২৪, ২৩:৩২

নিখোঁজের ১০ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দশ দিন পর আরিফা আক্তার নামে ৮ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু আরিফা ভোলাহাট উপজেলার খড়কপুর এলাকার মো. আহসান আলীর মেয়ে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনের একটি সীমানা প্রাচীরের কাছ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত তিন ফেব্রুয়ারি বিকেলে খেলা করার সময় নিখোঁজ হয় শিশু আরিফা। এ নিয়ে শিশুটির পিতা আহসান আলী মেয়ের সন্ধান চেয়ে ওই দিনই ভোলাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভোলাহাট থানার ওসি সুমন কুমার মরহেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুর বস্তাবন্দী গলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে কেউ হত্যা করে মরদেহ ফেলে গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১

চাচার ঘর থেকে মিলল স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ
স্কুলছাত্রী ভাতিজি নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে না পেয়ে দমকল বাহিনীর ডুবুরিদের সঙ্গে নিজেই পুকুরে নেমেছিলেন যে চাচা, অবশেষে সেই চাচার ঘর থেকেই বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়াস্থ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হালিমা খাতুন। সে মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়া গ্রামের হাবলু মিয়ার মেয়ে। স্থানীয় একটি কেজি স্কুলে প্লে শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর চাচা আনিসার রহমান, চাচাতো ভাই আতিকুল ইসলাম ও তার চাচিকে আটক করেছে। শিশু হালিমার বাবা হাবলু মিয়া জানান, ‌‌‌শুক্রবার জুমার নামাজের পর থেকেই নিখোঁজ হয় হালিমা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। তখন বিষয়টি পুলিশকে জানালে রোববার পুলিশ ও  দমকল বাহিনীর (ফায়ার সার্ভিস) ডুবুরিরা গ্রামের তিনটি পুকুরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সোমবার বড় ভাই আনিসার রহমানের শোবার ঘর থেকে হালিমার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। স্থানীয়রা জানান, শিশু হালিমার চাচা আনিসারের সঙ্গে তার বাবা হাবলু মিয়ার কোনো ধরনের বিরোধ ছিল না। এমনকি গত রোববার ভাতিজি হালিমাকে খোঁজার জন্য ডুবুরিদের সঙ্গে আনিসার নিজেও পুকুরে নেমেছিল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, বিকেলে চাচা আনিসারের বাড়ির ঘরে তল্লাশির সময় শিশুটির বস্তাবন্দী লাশ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিসার রহমানসহ মোট তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে  এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
২২ জানুয়ারি ২০২৪, ২২:৪৪

যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার, ভেসে না ওঠার জন্য ভেতরে ছিল ইট
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আরও পড়ুন : নির্বাচনের পর পশ্চিমা চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার!   পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ভোরে আড়িয়াল খাঁ নদের পাড়ে লাশটি ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এ সময় বস্তার ভেতরে সিমেন্ট মিশ্রিত কয়েকটি ইট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লাশটি যেন ভেসে উঠতে না পারে তাই হয়তো বস্তার ভেতরে ইটের ব্যবহার করা হয়েছে। আরও পড়ুন : কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ৩   এদিকে লাশটি দেখতে সকাল থেকে নদের পাড়ে ভিড় জমান উৎসুক জনতা। এ বিষয়ে শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
০২ জানুয়ারি ২০২৪, ১৩:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়