• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
রান্নাঘরের আগুনে পুড়ল ১০ বসতঘর
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা শেখ বাড়িতে আগুন লেগে ১০টি বসতঘর পুড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (৭ এপ্রিল) বিকেলে সেন্দ্রা শেখের বাড়ির জাকিরের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির হানিফ শেখ, শাহাদাত শেখ, রব শেখ, কালু শেখ, জাকির শেখ, সাদ্দাম শেখ ও জসিম শেখের বসতঘরসহ ১০টি ঘর পুড়ে যায়। স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই দরিদ্র পরিবারের। ঈদের আগে আগুনে সব কেড়ে নিলো। সাতটি পরিবারের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান সোহেল জানান, আগুনের ঘটনায় পরনের কাপড়চোপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারেনি পরিবারগুলো। এলাকাবাসী ও দমকল বাহিনীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আর বাকি ৩টি বসতঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। যার ফলে ওই বাড়ির অন্যান্য বসতঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, আগুনের ঘটনায় উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ১০ বস্তা চাল ও ৩০টি কম্বল দেওয়া হয়েছে। আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার টাকা দিয়েছি।
০৮ এপ্রিল ২০২৪, ১৫:০৩

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউপির চিলাদী গ্রামে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার চিলাদী উত্তর-পশ্চিম পাড়া অটোচালক আবদুল হান্নানের বসতঘরে আগুন লাগে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি  পরিবারটির। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সোমবার দুপুরে হঠাৎ আবদুল হান্নানের বসতঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। 
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭

মিয়ানমারের মর্টারশেলে বিধ্বস্ত বীর মুক্তিযোদ্ধার বসতঘর
ফের মিয়ানমার থেকে ছোড়া একটি মর্টারশেল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের অভ্যন্তরে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত না হলেও এক বীর মুক্তিযোদ্ধার বসত-বাড়ির জানালা ও গাছ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঘুমধুম উচ্চবিদ্যালয়ের পাশে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়িতে এসে পড়ে মর্টারশেলটি। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামে ছেলে মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে।  তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে বসতবাড়িতে একটি মর্টারশেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বসতবাড়ির জানালা ও গাছ ক্ষতিগ্রস্ত হয়। প্রচণ্ড শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হননি। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে মর্টারশেলের অংশ নমুনা হিসেবে নিয়ে যায়। এরপর থেকে সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। এতে জনশূন্য হয়ে পড়ছে সীমান্ত এলাকা।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৯

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ৫ লাখ টাকার ক্ষতি 
নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নামের এক জনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবি। রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জনতলা ইউনিয়নের বাতাকান্দি পশ্চিম পাড়া মেহের আলী ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ নুর ইসলামের পাশ্ববর্তী আমিরুল ইসলাম ও বাবুল মিয়া জানান, রোববার সকালে ক্ষতিগ্রস্থ নুরুল ইসলামের পরিবারের সবাই যার যার কাজে ব্যাস্ত ছিল।  সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ তাদের বসত ঘরের বৈদ্যুতিক বোর্ডে আগুন দেখে পাশ্ববর্তী ঘরের লোকজন চিৎকার দিতে থাকে। মহুর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আশ পাশের লোকজন এগিয়ে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রে আনে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবি। সেনবাগ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো কবির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটি ও মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এম পি।
১৪ জানুয়ারি ২০২৪, ২২:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়