• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo
বলিউডে ঈদের সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’
প্রতিবছরই ঈদ উপলক্ষে বলিউডে একাধিক সিনেমা মুক্তি পায়। তবে চলতি বছরের ঈদুল ফিতরে সবচেয়ে বড় আকর্ষণ ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি। ২৫ বছর আগে একই নামের সিনেমা অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ।  সেসময় বক্স-অফিসে ব্যাপক সফলতা পায় সিনেমাটি। বলা যায়, রীতিমতো বাজিমাত করেছিল অমিতাভ-গোবিন্দের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’।     এবার ঈদে একই নামের সিনেমায় ‘বড়ে’ ও ‘ছোটে’ মিয়া হয়ে আসছেন বলিউডের দুই প্রজন্মের দুই অ্যাকশন হিরো অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এই সিনেমাতেও  একসঙ্গে প্রথম অভিনয় করলেন তারা। সিনেমাটি নির্মাণ করেছেন আব্বাস জাফর।  এদিকে অক্ষয়কে ‘বড়ে’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার লিখেছেন, ‘আমি যে বছর জন্মেছি, সে বছর বলিউডে পা রেখেছেন আপনি। তবে আমি নিশ্চিত, আপনি এখনও লাফ দিয়ে আমার চেয়ে উঁচুতে উঠতে পারবেন।’   অন্যদিকে টাইগারকে উদ্দেশ করে অক্ষয় লেখেন, যে বছর আমার ক্যারিয়ার শুরু হয়েছে, সে বছরই তুমি জন্ম নিয়েছো। তাই তো এই সিনেমাটি আমার জন্য অনেক বেশি আবেগের।’  জানা গেছে, ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় দুই নায়িকা ছিলেন রাভিনা ট্যান্ডন ও রামাইয়া কৃষ্ণন। প্রথম সিনেমাটি মূলত কমেডি ঘরানার ছিল। কিন্তু এবারের সিনেমাটি অ্যাকশনে ভরপুর। এই সিনেমায় অক্ষয়-টাইগারের নায়িকা হয়েছেন মানুষী চিল্লার এবং আলায়া ফার্নিচারওয়ালা।  বলাই যায়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেক সিনেমাটি ভিন্ন মাত্রা যোগ করতে চলেছে। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে অক্ষয়-টাইগার অভিনীত সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’।  
১০ এপ্রিল ২০২৪, ১৩:২৮

বলিউডে পা রাখছেন উরফি জাবেদ
শোবিজের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। অদ্ভুত সব পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও কোনোকিছুকেই পাত্তা দেন না উরফি। এবার শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বলিউডে নাম লেখাতে চলেছেন তিনি।    দীর্ঘদিন ধরেই হিন্দি সিনেমায় কাজ করতে চাচ্ছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমার সিক্যুয়েল।  জানা গেছে, এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। এর আগে শোনা যায়— সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তুষার কাপুর ও মৌনী রায়কে। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।   সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সমাজমাধ্যম প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সবদিক বিবেচনা করে, এই চরিত্রে তারা উরফিকেই পছন্দ করেন।  বিতর্ককে কখনোই দিন পাত্তা দেননি উরফি। সেটা বরাবরই নিজের কাজেকর্মে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে দিয়ে উরফি ভক্তদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।  সূত্র : আনন্দবাজার   
১৪ মার্চ ২০২৪, ১০:২৬

২৫ বছর পর নতুন চমক নিয়ে বলিউডে প্রত্যাবর্তন জ্যোতিকার (ভিডিও)
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। একসময় পর্দা মাতিয়েছেন বলিউডেও। তবে মাঝে বলিউড থেকে একরকম গায়েবই হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ ২৫ বছর বিরতির পর ফের নতুন চমক নিয়ে বলিউডে প্রত্যাবর্তন করলেন জ্যোতিকা।     শিগগিরই অজয় দেবগন প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘শয়তান’-এ দেখা যাবে জ্যোতিকাকে। সিনেমায় অজয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন বিকাশ বহেল।  মূলত আধিভৌতিক থ্রিলারধর্মী এই সিনেমায় বশীকরণ ও কালো জাদুর মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আর এই সিনেমায় শয়তান হয়ে আসছেন বলিউড অভিনেতা মাধবন। গত ২২ ফেব্রুয়ারি মুম্বাইতে ‘শয়তান’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজির হয়েই সিনেমার নানান প্রসঙ্গ নিয়ে কথা বলেন জ্যোতিকা।       ১৯৯৮ সালে ‘ডোলি সাজা কে রাখনা’ সিনেমার মাধ্যমে বলিউডে  অভিষেক হয়েছিল জ্যোতিকার। কিন্তু মাঝে বলিউডে থেকে নিজেকে সরিয়ে নিয়ে দক্ষিণী সিনেমায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় পর বলিউডে ফিরে এসে রীতিমতো উচ্ছ্বসিত জ্যোতিকা।  এ প্রসঙ্গে জ্যোতিকা বলেন, ২৫ বছর পর বলিউডে কাজ করলাম আমি। দক্ষিণে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছি। তবে বলিউড ফেরার জন্য বিশেষ কিছুর অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই সুযোগটা হলো। আমি মনে করি, ক্যারিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে ভিন্ন ধরনের কাজ করা প্রয়োজন। আর এটা অত্যন্ত চ্যালেঞ্জিং।   অজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, অভিনেতা হিসেবে  অজয় অত্যন্ত উদার। আমার কাছে এই সিনেমার জন্য সবচেয়ে বড় চমক ছিলেন অজয়। শুটিংয়ের পুরো সময়টাতে অজয়ের ব্যবহার মুগ্ধ করেছে আমাকে। আমি অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছি। বিশেষ করে দক্ষিণের প্রায় সব অভিনেতার সঙ্গে কাজ করেছি। দক্ষিণে কেউ আমাকে সিনেমার পোস্টারে সুযোগ দেননি। কিন্তু এখানে সিনেমার পোস্টারে জায়গা পেয়েছি। অজয়কে সামনে থেকে কাজ করতে দেখা অত্যন্ত আনন্দের বিষয়।  মাধবনের সঙ্গে এর আগে একাধিক সিনেমায় কাজ করেছেন জ্যোতিকা। তবে অধিকাংশ সময়ই পর্দায় মাধবনের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে তাকে। কিন্তু ‘শয়তান’ সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে মাধবনকে।  এই অভিনেতার প্রসঙ্গে জ্যোতিকা বলেন, মাধবনের সঙ্গে আগে কাজ করেছি। তবে এই সিনেমায় আমরা অন্যভাবে আসতে চলেছি। তার সঙ্গে আবার কাজ করতে পেরে ভীষণ খুশি আমি।  জানা গেছে, গুজরাটি সিনেয়া ‘বশ’র হিন্দি রিমেক ‘শয়তান’। এই সিনেমায় অজয়ের স্ত্রী ছাড়া দুই সন্তানের মায়ের চরিত্রেও অভিনয় করেছেন জ্যোতিকা। এতে মেয়ের জন্য অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে তাকে।   প্রসঙ্গত, আগামী ৮ মার্চ মুক্তি পাবে অজয়-জ্যোতিকা অভিনীত সিনেমা ‘শয়তান’।   
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১

নতুন বছরে বলিউডে পা রাখবেন যে স্টারকিডরা
বর্তমানে নতুন বছরের উন্মাদনায় ভাসছে সবাই। নানান ধরনের আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। তবে বলিউডে নতুন বছরের পাশাপাশি নতুন কিছু মুখেরও আগমন ঘটতে যাচ্ছে। প্রতি বছরই কেউ অভিনয়শিল্পী আবার  কেউবা পরিচালক হিসবে পা রাখেন বলিউডে।  তাদের অনেকে নিজ গুণে জ্বলে উঠে নিজের প্রতিভাকে ছড়িয়ে দেন সবার মাঝে। আবার অনেকে হারিয়েও যান। এবারও তার ব্যতিক্রম নয়। ২০২৪ সালেই খুব শিগগিরই বেশ কয়েকজন স্টারকিডকে দেখা যাবে রুপালি পর্দায়।   ইব্রাহিম আলী খান বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা দম্পতির পুত্র ইব্রাহিম আলী খান। নতুন বছরেই অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এই স্টারকিডের। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য একটি সিনেমা দিয়েই রুপালি পর্দায় দেখা যাবে ইব্রাহিমকে। যদিও এখন পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি সিনেমাটির। তবে আপাতত নাম রাখা হয়েছে ‘সারজামিন’। এটি নির্মাণ করছেন বোমান ইরানির পুত্র কায়োজ ইব্রাহিম। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে কাজলও অভিনয় করবেনঅবলে জানা গেছে। চলতি বছর মুক্তির কথা রয়েছে সিনেমাটি।    শানায়া কাপুর বাবার নাম সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। তার আরও বেশ কয়েকটি পরিচয় রয়েছে— শানায়া অনিল কাপুরের ভাতিজি এবং সোনম কাপুর ও অর্জুন কাপুরের  বোন।। নতুন বছরেই  বলিউডে পা রাখতে যাচ্ছেন শানায়া। পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। শানায়া অভিনীত সিনেমা ‘দেধাদক’ মুক্তি পাবে চলতি বছর। এছাড়া  মালায়ালাম ভাষার ‘ভ্রুষবা’ সিনেমাতেও অভিনয় করছেন শানায়া। নতুন বছরে এই সিনেমাটিও মুক্তির কথা রয়েছে।    আমান দেবগন জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগন। অজয়ের সঙ্গে মাঝে মাঝে একফ্রেমে দেখা যায় তাকে। এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় রাভিনার মেয়ে রাশার বিপরীতে অভিনয় করছেন আমান। অভিষেক কাপুরের নির্মিতব্য এই সিনেমটি চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তির কথা রয়েছে।  রাশা থাদানি বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। পদ্মশ্রী জয়ী রাভিনার কন্যা রাশা থাদানিও বলিউডে পা রাখতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন রাশা। এটি নির্মাণ করছেন অভিষেক কাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।  আহান পাণ্ডে  বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডের ছেলে আহান পাণ্ডেকে দেখা যাবে রুপালি পর্দায়। যশরাজ ফিল্মসের তত্ত্ববধায়নে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। চলতি বছরে আহানের বড় পর্দায় পা রাখার কথা।   পাশমিনা রোশান রাজেশ রোশানের কন্যা ও হৃতিক রোশানের চাচাতো বোন পাশমিনা রোশান ‘ইশক ভিশক’র রিমেক সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। রিমেক সিনেমাটির নাম ‘ইশক ভিশক রিবাউন্ড’। পাশমিনা ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রোহিত সরাফ, জিবরান খান, নায়লা গ্রেওয়াল। চলতি বছরে মুক্তি পাবে এই সিনেমা। সূত্র: ইন্ডিয়া টুডে  
০১ জানুয়ারি ২০২৪, ১১:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়