• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল ফোনে কথা বলার সময় ব্যস্ত থাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ওই উপজেলার ঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রেল কর্মচারী আব্দুর রাজ্জাক (৩০) খালাসি পদে চাকরিরত ছিলেন ও তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হলদিপুকুর এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাজ্জাক ওই এলাকায় এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে এসে রেললাইনে উঠে কথা বলায় মগ্ন ছিলেন। এ সময় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন আসার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (আই ডব্লিউ) শফিকুল ইসলাম স্বপন বলেন,  কি কারণে এ দুর্ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২০ এপ্রিল ২০২৪, ১৭:৪৪

জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা 
নীলফামারীর সৈয়দপুরে কলেজ অনুষ্ঠানে জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে সৈয়দপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।   রোববার (২৪ মার্চ) দুপুরে ওই কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষের কক্ষে তালা মারা হয়।  এ সময় কক্ষের গেটে পোস্টার লাগিয়ে দেয় দলটির নেতাকর্মীরা। সেখানে লেখা রয়েছে, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা, লড়াই চলবে ছাত্রলীগ লড়বে।’   জানা যায়, গত ৭ মার্চ জাতীয় দিবস পালন না করে অধ্যক্ষ একজন বিএনপিপন্থী শিক্ষককে অনুষ্ঠান পালনের দায়িত্ব দিয়ে নিজে ছুটিতে ছিলেন। এরপর ওই শিক্ষক অনুষ্ঠানে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ না বলে অনুষ্ঠান শেষ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ নিয়ে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ অধ্যক্ষের অপসারণ দাবি করেন।  এ নিয়ে গত ২০ মার্চ সুরাহার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতারা কলেজ অধ্যক্ষের কক্ষে গেলে সেখানেও কোনো সুরাহা হয়নি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।   এ বিষয়ে অধ্যক্ষ ড. আতিয়ার রহমান বলেন, ঢাকায় অবস্থান করছি। তালা ঝুলানোর কথা জেনেছি। ঢাকা থেকে ফিরে অভিভাবক ও সুধীজনদের সামনে পরিস্থিতি ব্যাখ্যা করব।
২৫ মার্চ ২০২৪, ০৩:০৪

বড় চুল কাটতে বলায় মারপিট, ৮ দিনেও জ্ঞান ফেরেনি বৃদ্ধের
সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুদাকান্ত লাহিড়ী (৬২) নামে এক প্রবীন ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাপ ও দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মানুদাকান্ত লাহিড়ী স্ত্রী শান্তনা লাহিড়ী বাদি হয়ে শাহজাদপুর থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ কে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আটদিন ধরে মানুদাকান্ত লাহিড়ী (৬২) মৃত্যু শয্যায় ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে আইসিইউ এর লাইফ সাপোর্টে রয়েছে। এক সপ্তাহ অতিবাহিত হলেও থানা পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে আন্তরিক চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত মানুদাকান্ত লাহিড়ী (৬২) উপজেলার কৈজুরী ইউনিয়নের জামিরতা গুধিবাড়ী গ্রামের মৃত লক্ষীকান্ত লাহিড়ীর ছেলে। ঘটনায় জড়িত মূলহোতা একই গ্রামের মশিউর রহমান (৪৫) ও তার দুই ছেলে আবির রহমান (২৫) ও নিবির রহমান সনি (২২)।  মামলার এজাহার ও আহতের স্ত্রী শান্তনা লাহিড়ীর সঙ্গে কথা বলে জানা যায়, একই গ্রামের মশিউর রহমানের ছেলে আবির রহমান ও নিবির রহমান সনি বাড়ীর সামনের সড়কের চা স্টলে গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইয়ার্কি ফাজলামি করতে থাকে। এ সময় বয়োজ্ব্যেষ্ঠ মানুদাকান্ত লাহিড়ী তাদের বারণ করে এবং তাদের চুল বড়বড় থাকায় চুল কাটতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আবির ও সনির বাবা মশিউর রহমান মানুদাকান্তকে জরুরি কথা আছে বলে ফোন করে তাদের বাড়ির সামনে ডেকে নেয়। মানুদাকান্ত সরল বিশ্বাসে সেখানে পৌঁছানো মাত্রই মশিউর রহমানের নির্দেশে তার ২ বখাটে ছেলে আবির ও সনি তাদের সহযোগী কয়েকজন বখাটে যুবক দিয়ে দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে মানুদাকান্ত লাহিড়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগন বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এক পর্যায়ে মানুদাকান্তর নাক মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার বেগতিক হলে তাকে ঢাকায় ভর্তি করা হয়েছে।  বর্তমানে ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালের আইসিইউ এর লাইফ সাপোর্টে মানুদাকান্ত ৮ দিন যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে স্বজনেরা নিশ্চিত করেছেন।  শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়ের হয়েছে। আশা করছি, দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান আরটিভি নিউজকে বলেন, তারা মামলাটি করতেই একটু দেরি করে ফেলেছেন, যার ফলে আসামিরা পালানোর সুযোগ পেয়েছে। মামলাটি আমরা অধিক গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে আসামিদের গ্রেপ্তারে আমাদের একাধিক টিম নানান জায়গায় কাজ করছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করতে পারব।
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:০৫

শীতে গোসল করতে বলায় আত্মহত্যা
টাঙ্গাইলের সখিপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।  লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, লামিয়া তীব্র শীতের কারণে ১ সপ্তাহ গোসল না করায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মা গোসল করতে বলে। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করে। একপর্যায়ে তার মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর এক ফাঁকে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। তিনি আরও জানান, পরে মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। এ নিয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। মরদেহ স্বজনের কাছে হস্তান্তরের জন্য আইনি বিষয় প্রক্রিয়াধীন।
২৩ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭

লক্ষ্মীপুর-২ / নৌকার প্রার্থীকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
নৌকার প্রার্থীকে রাজাকার বলায় লক্ষ্মীপুর-২ আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে পাঠানো নির্বাচনী অনুসন্ধান কমিটি ও যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত)  ফারহানা ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেন। চিঠিতে আগামীকাল ৫ জানুয়ারির মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। তার এই বক্তব্য গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।  নোটিশে বলা হয়, পত্রিকায় প্রকাশিত এ সংবাদ সত্য হলে তা স্পটত : নির্বাচন আচরণবিধি লংঘন। পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবেনা তৎমর্মে আগামী ৫ জানুয়ারির মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো। ওই দিনের একটি ভিডিও বক্তৃতায় দেখা যায়, ‘লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী সেলিনা ইসলাম বলেছেন, মানুষ বলাবলি করছে- ওনারা বংশগতভাবে রাজাকার ফ্যামিলি থেকে আসছে। সবাই বলাবলি করে, আমি এ এলাকার বউ। আমি তো জানি না। তার চৌদ্দগুষ্টি নাকি রাজাকার ফ্যামিলি। এরকম মানুষ কীভাবে একটা দলে (আওয়ামী লীগ) কাজ করতে পারে? বঙ্গবন্ধুর দল পবিত্র দল, রক্তের বিনিময়ে এ দল পাইছে। এ দলে এ রকম মানুষ থাকা উচিত না, আমার মনে হয়।’ যা নির্বাচনী আচরণবিধির ১১ এর (ক) ধারায় বলা আছে নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য বা কোনো ধরনের তিক্ত বা উসকানিমূলক, মানহানিকর বক্তব্য প্রদান করিতে পারিবে না। তাই সেলিনার এমন বক্তব্যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
০৪ জানুয়ারি ২০২৪, ২০:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়