• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
সর্বোচ্চ গতিতে বল করে রেকর্ড গড়লেন প্রোটিয়া পেসার
ক্রিকেটে নতুন রেকর্ড গড়া এবং ভাঙা প্রতিদিনের ঘটনা। কখনও নিজেকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ড, কখনও সেটি অন্যদের ছাড়িয়ে যাওয়ার। তেমনই এক রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার শবনিম ইসমাইল।  মঙ্গলবার (৫ মার্চ) ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নারী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল করেন শবনিম। তার বলের গতি ছিল ঘণ্টায় ১৩২.১ কিলোমিটার (৮২.০৮ মাইল প্রতি ঘণ্টায়); যা নারী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির বোলিং ডেলিভারি।   এর আগে নারীদের ক্রিকেটে সর্বোচ্চ গতির বল ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। এবার সেটি টপকে নতুন রেকর্ড গড়লেন প্রোটিয়া পেসার।    তার রেকর্ডগড়া বলে ব্যাট করেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। যদিও বল ব্যাট লাগাতে পারেননি অজি তারকা। সরাসরি ল্যানিংয়ের প্যাডে আঘাত করে। এর আগে নারীদের ক্রিকেটে সর্বোচ্চ গতির বল ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। এবার সেটি টপকে নতুন রেকর্ড গড়লেন প্রোটিয়া এই নারী পেসার। এ দিকে আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ গতির বলের রেকর্ড রয়েছে শবনিম ইসমাইলের দখলেই। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। অন্যদিকে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ১২২ কিমি গতিতে বল করার রেকর্ড পেসার জাহানারা আলম।  
০৬ মার্চ ২০২৪, ২১:২৯

বল না করেই পাঁচ রান দিলেন অশ্বিন!
ভারত যত রানেই প্রথম ইনিংস শেষ করুক না কেন, বিনা উইকেটে ৫ রান নিয়ে ব্যাটিং শুরু করবে ইংল্যান্ড।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে পিচের ‘সুরক্ষিত অঞ্চলে’ দৌড়ানোর অপরাধে স্বাগতিকদের ৫ রানের পেনাল্টি দিয়েছেন আম্পায়ার। এদিন পিচের সুরক্ষিত অঞ্চলে দৌড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে দোষটি অশ্বিনের একার না, রবীন্দ্র জাদেজারও দায় আছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) একই কাজ করেছিলেন জাদেজা। সে সময়ে প্রথম ও চূড়ান্ত সতর্কতা শুনেছিলেন তিনি। আজ একই কাজ করায় ভারতকে ৫ রান জরিমানা করা হয়েছে। আইসিসির ৪১.১১ ধারা অনুযায়ী, ‘দুই প্রান্তের পপিং ক্রিজের সমান্তরালে ও প্রতিটি থেকে ৫ ফুট বা ১ দশমিক ৫২ মিটার দূরে কল্পিত রেখা এবং দুই প্রান্তের মিডল স্টাম্প থেকে ১ ফুট বা ৩০ দশমিক ৪৮ সেন্টিমিটার দূরে সমান্তরাল কল্পিত রেখা দ্বারা আবদ্ধ একটি আয়তক্ষেত্র।’ আইনের ৪১.১৪ নম্বর ধারা অনুযায়ী, ‘ব্যাটসম্যান পিচের ওই সুরক্ষিত অঞ্চলে দৌড়ালে তাকে সরিয়ে নেওয়া হবে। যদি আম্পায়ার মনে করেন, সেখানে থাকার কোনো ন্যায্য কারণ ওই ব্যাটারের নেই, তাহলে তিনি ওই অঞ্চলের ক্ষতি করছেন বলে ধরে নেওয়া হবে। এমন ঘটনার ক্ষেত্রে প্রথমবার ব্যাটসম্যানকে সতর্ক করা হবে। বোলিং প্রান্তের আম্পায়ার ক্রিজের দুই ব্যাটসম্যানকেই এ তথ্য জানাবেন। যে সতর্কতা বহাল থাকবে পুরো ইনিংসেই। পরবর্তী একই ঘটনার ক্ষেত্রে বল ডেড হওয়ার পর ৫ রান পেনাল্টির সিদ্ধান্ত দেবেন। নো বল বা ওয়াইড ছাড়া সব রানও বাতিল করে সেই ডেলিভারিকে ডেডও ঘোষণা করবেন আম্পায়ার।’ ফলে ভারতের প্রথম ইনিংসের জবাবে বিনা উইকেটে ৫ রান নিয়ে ইনিংস শুরু করবে ইংলিশরা। ঘটনার সময় ভারতের রান ছিল ৭ উইকেটে ৩৫৮ রান। এ প্রতিবেদন পর্যন্ত ৭ উইকেটে ৩৮৮ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে স্বাগতিকরা। অশ্বিনের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়েছেন জুরেল।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫০

মাহমুদউল্লাহর ফেরা নিয়ে হাথুরুর কোর্টে বল নান্নুর
৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদকে বলা হয়, ‘সাইলেন্ট কিলার’। যেকোনো পরিস্থিতিতে দলের সংগ্রহে রানের ‘রোশনাই’ ছোটাতে পারেন তিনি। অনেকটা নীরবেই আলোর জ্যোতি ছড়ান এই ক্রিকেটার। আর নীরবতা বজায় রেখেই পাদপ্রদীপের আলোর বাইরে তিনি। নানান আলোচনা-সমালোচনায় পর ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়েছিল রিয়াদের। সেখানে বুড়ো বয়সেও চমক দেখিয়েছেন তিনি। ভারত বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নিজের অভিজ্ঞতার জানান দিয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরেও রান পাচ্ছেন ময়মনসিংহের এই ক্রিকেটার। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে বিবেচনায় রাখছেন অনেক বোর্ড পরিচালক। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কোর্টে বল ঠেলে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও অনিশ্চিত রিয়াদ। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে রিয়াদের জায়গা হবে কি না, তা একান্তই হাথুরুর ওপর নির্ভর করছে।  বিসিবির প্রধান নির্বাচকের মন্তব্য, আমরা পরবর্তী সিরিজের দল গঠনের জন্য কাজ শুরু করেছি। হেড কোচের পরিকল্পনা নিয়েই আগাচ্ছি। এদিকে চোখের সমস্যায় জর্জরিত সাকিব আল হাসান। তবে নিয়মিতই অনুশীলন করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর সাকিবের এমন একাগ্রতায় মুগ্ধ প্রধান নির্বাচক। সাকিবকে নিয়ে নান্নুর ভাষ্য, যেহেতু বিষয়টা মেডিকেল ডিপার্টমেন্ট দেখছে, তাই সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আশা করছি যে খুব তাড়াতাড়ি ফিরে আসবে ইনশাল্লাহ। অন্যদিকে আসন্ন লঙ্কান সিরিজে বিশ্রাম চান পেসার তাসকিন আহমেদ। তবে এই বিষয়ে নাকি কিছুই জানেন না প্রধান নির্বাচক। তার (নান্নু) মন্তব্য, ও তো ২০২১ সালের মধ্যে সেরা খেলোয়াড়। একটা-দুইটা ম্যাচ দিয়ে তো আপনি খেলোয়াড়কে যাচাই করতে পারবেন না। সুতরাং অপেক্ষা করেন, আশা করি সামনে আরও ভালো কিছু দেখবেন।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৪

তামিমকে পেস বল খেলতে নিষেধ করলেন মাহমুদুল্লাহ
আগামী ১৯ জানুয়ারি মিরপুরে পর্দা উঠবে বিপিএলের দশম আসরের। টুর্নামেন্টটির জন্য ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে দলগুলো। ফরচুন বরিশালের হয়ে মাঠে নামতে নেটে ঘাম ঝরাচ্ছেন তামিম-রিয়াদরাও। তবে অনুশীলনের সময় তামিমকে পেস বল না খেলার পরামর্শ দিয়েছেন সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার (১০ জানুয়ারি) মিরপুরে অনুশীলনে যোগ দিয়ে রিয়াদের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং অনুশীলন করেন তামিম ইকবাল খান। এ সময় তাকে পেস বল না খেলার জন্য পরামর্শ দেন রিয়াদ। কারণ, গতকাল তাসকিনের বলে আঙুলে আঘাত পেয়েছিলেন তামিম। তাই তাকে শতর্ক করতেই এমন মন্তব্য করেন রিয়াদ। রিয়াদের পরামর্শে এদিন শুরুতে স্পিন বলের বিপক্ষে ব্যাটিং করেন এই টাইগার ওপেনার। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটের ধার বাড়িয়েছেন তিনি। শেষ দিকে পেস বোলারদের বিরুদ্ধে ব্যাট চালান তামিম। এ সময় পাশের নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন ফরচুন বরিশালের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। ব্যাটিংয়ের ফাঁকেই তামিমের আঙুলের খবর নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিপিএলে দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের তিনজনই ( তামিম, রিয়াদ ও মুশফিক) ফরচুর বরিশালের হয়ে খেলবেন। তিন অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২০ জানুয়ারি তামিম-রিয়াদদের প্রথম প্রতিপক্ষ সাকিবের রংপুর রাইডার্স।
১০ জানুয়ারি ২০২৪, ২১:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়