• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
মোস্তাফিজকে বরণ করে নিলো চেন্নাই সুপার কিংস
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে আইপিএল খেলতে ভারতে পাড়ি জমিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।  আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগটির সপ্তদশ আসরের। টিম হোটেলে মোস্তাফিজকে স্বাগত জানিয়েছে চেন্নাই সুপার কিংস।  চেন্নাই শিবিরে যোগ দিতে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি পেসার। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে ভারতের পথে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন মোস্তাফিজ। ভারত যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি। এরপর ভারতে পৌঁছে আরেকটি পোস্টে নিজের নিরাপদ গন্তব্যের বিষয়টিও জানিয়েছেন কাটার মাস্টার। অন্যদিকে, নিজেদের পেজে মোস্তাফিজের যোগদানের খবর জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।  গতকাল লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। এ সময় মনে হচ্ছিলো আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন ফিজ। তবে চোট গুরুতর না হওয়ায় পরদিনই আইপিএল খেলতে দেশ ছাড়লেন তিনি। আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কি না, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।  
১৯ মার্চ ২০২৪, ১৯:৩১

সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশেরে মেয়েরা। ফাইনালে নির্ধারিত সময় শেষেও ১-১ গোলে ড্র হলে, টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী মেয়েরা। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ বিমান এয়ালাইন্সের একটি ফ্লাইকে বিকেল ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর তাদের বিমান বন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ্য থেকে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। পুরো টুর্নামেন্টে টানা চার ম্যাচ জিতে অপরাজিত থেকে শিরোপা জিতেছে বাংলাদেশ। যেখানে ভারতকেই দুইবার হারাতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। লিগ পর্বের প্রতিবেশী দেশটিতে ৩-১ ব্যবধানে এবং ফাইনালে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে লিগ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে ওঠে  প্রীতি-ফাতেমারা। মেয়েদের এমন অর্জনের পর পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।  এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করলো।    
১১ মার্চ ২০২৪, ১৬:১৪

বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে যত আয়োজন
নানান আয়োজনের প্রস্তুতি চলছে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনে।জোড়া উৎসবে আগের দিন থেকেই ছড়িয়ে পড়েছে উৎসব-আনন্দের আমেজ। উৎসবের দিনটিতে অনেক সময় কোথায় কী আয়োজন, তা জানা না থাকায় দিনশেষে আফসোস করেন অনেকে। তাই আগেভাগেই দিনের আয়োজন নিয়ে জেনে নিন। একনজরে বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের সব আয়োজন- প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হবে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজিত ‘বসন্ত উৎসব’। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা ১৫ মিনিটে যন্ত্রসংগীতে সূচনা হবে উৎসবের। অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন জ্যোতি বন্দ্যোপাধ্যায়। সেতারে রাগ বসন্ত মুখারী বাদনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হবে। এ ছাড়া নৃত্য ও সংগীতের দল, বরেণ্য শিল্পী, শিশু-কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময় থাকবে আয়োজনে।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩

সাকিবকে ফুল দিয়ে বরণ করল অপু ও রনি
ক্রিকেট মাঠে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। সফলও হন তিনি। এবার রাজনীতির মাঠে প্রবেশ করেই বড় জয় পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান মাগুরা-১ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বড় ব্যবধানে জয় পেয়েছেন।  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট। মাগুরা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮৫ জন। আসটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫২টি। ভোট গণনার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন সাকিব। একেকটি কেন্দ্রের ফলাফল আসার পর থেকেই শুরু হয় সাকিব ভক্তদের বিজয়ের উল্লাস। সাকিবকে একপর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু এবং রনি তালুকদার। নির্বাচনের শুরু থেকেই সাকিবের সঙ্গেই ছিলেন জাতীয় দলের এই দুই তারকা।   
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়