• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
বরগুনার আমতলীতে চাঞ্চল্যকর হিরন গাজী হত্যাকাণ্ডের ঘটনায় ৬৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত হিরন গাজীর স্ত্রী তাছলিমা বেগম।  মামলার এজাহারভুক্ত প্রধান আসামি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার (১২ এপ্রিল) সকালে কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের আগে হিরন জানতে পারেন নয়ন মৃধা তার সমর্থকদের নিয়ে পূর্ব মহিষডাঙ্গা গ্রামে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট কেনার জন্য টাকা বিতরণ করছেন। এই তথ্য জানার পরে তাদের বাধা দিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে হিরন বের হন। তার সঙ্গে আরও ১০ থেকে ১২ জন গিয়েছিলেন। প্রতিপক্ষের লোকজন হিরনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ আরও ১৫ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামি আবুল বাশার নয়ন মৃধা, সন্দেহভাজন সোহাগ প্যাদা, মাহবুব, গোলাম কিবরিয়া ও মেহেদি নামে পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। নিহত হিরন গাজীর স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘মোর স্বামীরে আবুল বাশার নয়ন মৃধা তার ভাই এ জেড এম ছালেহ পান্নু মৃধা ও আবুল কালাম আজাদের নেতৃত্বে খুন করা হয়েছে। আমি এই খুনের কঠিন বিচার চাই।’ আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, হিরন গাজী হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে তার স্ত্রী বৃহস্পতিবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামি আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
১২ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ৩
বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হিরন গাজী (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে ৩ জনকে। বুধবার (১০ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পূর্ব মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আমতলী সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে হিরন গাজী চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দীন মৃধার সমর্থক ছিলেন।   নিহত হিরন গাজীর বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে এলাকাবাসী জানায়। আমতলী থানা পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য হিরন গাজীর মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।   এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোতাহার মৃধা বলেন, বুধবার রাতে আমার কর্মীরা পূর্ব মহিষডাঙ্গা গ্রামে গণসংযোগ করার সময় প্রতিদ্বন্দ্বী নয়ন মৃধার নেতৃত্বে পান্নু মৃধা, সোহাগ প্যাদাসহ ৭-৮ জন আমার কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে হিরন গাজী নামের আমার এক কর্মী নিহত হন। আমি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, নির্বাচনী সহিংসতায় বুধবার রাতে হিরন গাজী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই লাশ উদ্ধার করে আজ সকালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। হিরন গাজী এলাকায় একজন চিহ্নিত অপরাধী ছিলেন।
১১ এপ্রিল ২০২৪, ১৫:২৪

বরগুনায় ২০০ কেজি হরিণের মাংসসহ আটক ৩
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে তিনটি হরিণের মাথাসহ ২০০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।  সোমবার (৮ এপ্রিল) পাথরঘাটায় কোস্টগার্ড ক্যাম্পের বিষখালী নদীতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।  মাংস ও হরিণের মাথাসহ আটক ব্যক্তিদের পাথরঘাটা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পাথরঘাটা মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের নেতৃত্বে বিষখালী নদীর পাথরঘাটার হরিণঘাটা এলাকায় ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি করে তিনটি হরিণের মাথা, ২০০ কেজি হরিণের মাংসসহ ৩ হরিণ শিকারিকে আটক করা হয়। উদ্ধারকৃত হরিণের মাংস ও মাথা বন বিভাগে হস্তান্তর করা হলে আদালতের নির্দেশে মাংস ও হরিণের মাথা মাটি চাপা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
০৯ এপ্রিল ২০২৪, ২০:৫৬

বরগুনায় ৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ
বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এসব অবৈধ জালের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।  শনিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত উপজেলার বলেশ্বর ও বিষখালী নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পাথরঘাটা কোস্ট গার্ডের দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের নেতৃত্বে পাথরঘাটার বলেশ্বর ও বিষখালী নদীর বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরঘাটার লঞ্চঘাট, তালতলা, চরদুয়ানী, টেংরা, হাজীরখাল, রুহিতা,পদ্মা, আজির খাল,হরিণঘাটা, বাদুরতলা এলাকা থেকে মাছ শিকারে ব্যবহৃত ৩ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জব্দকৃত জালের বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।  এ বিষয়ে পাথরঘাটা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, ‘কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. রিয়াজ হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’ পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, বিষখালী ও বলেশ্বর নদীতে সকল অবৈধ জাল উদ্ধারে তাদের অভিযান অব্যাহত।
২৪ মার্চ ২০২৪, ০০:০১

বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক জব্দ
বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক জব্দ করেছে পুলিশ। কিন্তু এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকা থেকে ইউসুফ মৃধার বসতঘর থেকে স্থানীয়দের সহায়তায় ৩টি তক্ষক জব্দ করে পুলিশ। অভিযুক্ত ওই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী বান্দরবন জেলার লামা উপজেলার বাসিন্দা। ঘটনাসূত্রে জানা যায়, ইউসুফ মৃধা ও তার স্ত্রী রহিমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষকের ব্যবসা করে আসছিলো। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে তিনটি কোটি টাকা মূল্যের তক্ষক জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রহিমা পালিয়ে যায়।  প্রতিবেশীরা জানায়, ইউসুফ মৃধার শশুর বাড়ি পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা থেকে অবৈধভাবে তক্ষক পাথরঘাটায় এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। তবে এর সাথে বড় একটি চক্র জড়িত আছে।  এ বিষয়ে পাথরঘাটা থানার এসআই পলাশ চন্দ্র বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে স্বামী-স্ত্রী সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে তিনটি তক্ষক জব্দ করতে সক্ষম হয়। 
০৭ মার্চ ২০২৪, ২১:৫০

বরগুনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
বরগুনার পাথরঘাটায় মহিউদ্দিন বাবু নামের এক‌ ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বাবুকে বরিশাল শের-ই মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী বাবু জানান, সন্ধ্যায় পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন তিনি। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় সুমন, জাকির, হেলাল, সোহেল, ইউনুসসহ তার বেশ কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষ। এতে ক্ষতবিক্ষত হয় তার শরীরের বিভিন্ন স্থান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে পাথরঘাটায় পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা এড়াতে পাথরঘাটায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট
বরগুনার সব রুটে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ মো. ছগীরের ওপর হামলার প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়। সোমবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু। গোলাম মোস্তফা কিসলু জানান, একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে লোকজন নিয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন স্ত্রী সন্তানের সামনে ছগীরের ওপর হামলা চালায়।  এ সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। কিসলু বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এ রকম পরিস্থিতির সম্মুখীন আমরা আর কখনও হইনি। আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে। স্ত্রী-সন্তানের সামনে সংগঠনের সাধারণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হামলার সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তবে এ ঘটনায় অভিযুক্ত বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে বরগুনা পৌর বাস টার্মিনালে মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলার সময় সংগঠনটির অফিসও ভাঙচুর করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদকের ওপর হামলার কারণে সোমবার সকাল থেকে জেলার সকল সড়কে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রয়েছে। 
২২ জানুয়ারি ২০২৪, ১৩:২০

বরগুনায় দুই ভোটকেন্দ্রে আগুন
বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।  আরও পড়ুন : আগুনে পুড়ল বাস, চালক-হেলপার আহত   কেন্দ্র দুটি হচ্ছে বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদরাসা ও মধ্য আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।  প্রত্যক্ষদর্শী ও মাদরাসার নৈশপ্রহরী আফজাল জানান, রাতে হঠাৎ করে আগুন জলতে দেখে নেভাতে যান তিনি। আগুন ছড়িয়ে পড়লেও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তিনি। তবে কে বা কারা এ আগুন দিয়েছে, তা জানা যায়নি। আরও পড়ুন : ময়মনসিংহে ২ ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড   এলাকার চৌকিদার মোবারক মিয়া বলেন, বাইরে থেকে আগুন জ্বলতে দেখে আমি দৌড়ে আসি। এরপর আমরা কয়েকজন মিলে পানি দিয়ে নিভিয়ে ফেলি। আমতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু জানান, দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। 
০৬ জানুয়ারি ২০২৪, ১২:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়