• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
বাংলাদেশে অনুপ্রবেশ করল ভারতীয় দুটি বন্যহাতি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে দুটি বন্যহাতি অনুপ্রবেশ করেছে।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাংলাবান্ধা এলাকায় ভারত সীমান্তসংলগ্ন দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের লোকজন হাতি দুটিকে দেখতে পায়।  এলাকাবাসীর ধারণা, খাদ্যের জন্য গভীর রাতে মহানন্দা নদী পার হয়ে ওই এলাকায় চলে আসে হাতি দুটি। তবে হাতি দুটি এখনো কোনো ক্ষয়ক্ষতি বা কোনো তাণ্ডব চালায়নি। সীমান্তের ভুট্টাখেতের পাশে অবস্থান করছে।  এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সমন্বয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রানীসম্পদ অফিসের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার কার্যক্রম চলমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়