• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্য রাষ্ট্রের বিরাগভাজন হতে পারি না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত প্রতিরক্ষা কূটনীতিবিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কিন্তু আপনারা জানেন, মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিজেদের ঝুঁকিতে ফেলে দেওয়ার মতো। কারণ, সব দেশই আমাদের বন্ধু। কাজেই একটি বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্য রাষ্ট্রের বিরাগভাজন হতে পারি না। এই বাস্তবতা আমাদের বিবেচনায় রাখতে হয়। তিনি বলেন, যেকোনো দেশের জাতীয় নীতিই নির্ধারণ করে, কেমন হবে প্রতিরক্ষা কূটনীতি। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তবে একা একা সফলতা অর্জন করা অসম্ভব। কীভাবে সবার সঙ্গে সহযোগিতা করা যায়, সেটি হচ্ছে বড় চ্যালেঞ্জ। সেনাপ্রধান বলেন, অভিপ্রায় হঠাৎ করে বদলে যেতে পারে, কিন্তু সক্ষমতা হঠাৎ করে বদলায় না। আজ একজন বন্ধু আছে কিন্তু কাল সে বন্ধু না-ও থাকতে পারে। জাতীয় স্বার্থ ও মাতৃভূমি সুরক্ষার জন্য আমাদের তৈরি থাকতে হবে।  তিনি বলেন, সামরিক বাহিনীর মূল কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা এটি কখনও ভুলি না। আমরা সবসময় এর জন্য তৈরি।  
১৮ এপ্রিল ২০২৪, ২০:১০

ছিনতাইকারীদের হাত থেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে বন্ধু খুন
বন্ধুকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোলায়মান হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সোলায়মানের বন্ধু জসিম হোসেন (২৭)। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ে এ ঘটনা ঘটে।  নিহত সোলায়মান হোসেন (৩৫) ওই এলাকার আব্দুল হকের ছেলে। তিনি শহরের জেস টাওয়ারের একটি দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করতো। আহত জসিম হোসেন বলেন, আমার কাছে ১৮ হাজার টাকা ছিল। একই এলাকার আরাফাত ও মেহেদীসহ কয়েকজন টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিতে গেলে আমাকে মারপিট শুরু করে। এ সময় সোলায়মান ঠেকাতে চাইলে আমাদের দুজনকেই ছুরি মেরে পালিয়ে যায় তারা  নিহতের শ্যালক মোহাম্মদ আলী বলেন, কয়েকজন মিলে সোলায়মান ও জসিমকে মারপিট করছিল। আমি ঠেকাতে গেলে আমাকেও ছুরি নিয়ে তাড়া করে। পরে এসে দেখি দু’জনের অবস্থাই খারাপ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি। যশোর সদর হাসপাতালের চিকিৎসক মো. আলী হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, আমরা ইতোমধ্যে কিছু ক্লু পেয়েছি। সেগুলো নিয়ে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। দোষীরা গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন হবে। 
২৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৮

ফেসবুকে ছবি আপলোড নিয়ে ঝামেলা, ৪ বন্ধুকে ছুরিকাঘাত
দিনাজপুরের হিলিতে এক মেয়ের ছবি ফেসবুক মেসেঞ্জারে আপলোড ও সেন্ড করা নিয়ে পূর্ব বিরোধের জেরে চার বন্ধুকে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করেছেন আল-আমিন নামের এক যুবক। পরে সেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেছেন আহতদের ফুফাতো ভাই নাইম ইসলাম।  গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার বাজারস্থ এলএসডি গোডাইন মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন।  গ্রেপ্তারকৃত আসামি আল-আমিন (২৫) হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার তাজরুল ইসলামের ছেলে।  মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী নাইম ইসলাম, নাহিদ হাসান, কাওসার আহমেদ শাকিল ও মইন মিয়া সজল উপজেলার এলএসডি গোডাউন মোড়ে চা খাওয়ার জন্য বের হোন। এ সময় তারা বিবাদী আল-আমিনের পাটের বস্তার দোকানের সামনে পৌঁছালে আল-আমিন তাদের দেখতে পেয়ে ধারালো চাকু ও লাঠি হাতে পথরোধ করে। আল-আমিন অকথ্য ভাষায় গালিগালাজ করার সময় কাওসার আহমেদ প্রতিবাদ করলে বিবাদী আল-আমিন হাতে থাকা ধারালো চাকু দিয়ে তাকেসহ নাহিদ হাসান, বন্ধু কাওসার আহমেদ শাকিল, মইন মিয়া সজলকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় এবং রক্ত বের হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে কাওসার আহমেদ শাকিলের শরীরের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন। তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আহতরা চিকিৎসা নিয়েছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 
১৩ জানুয়ারি ২০২৪, ২০:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়