• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
একাধিক পদে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ
রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদে ১০ম ও ১২তম গ্রেডে ৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা : ২টি  জনবল : ৪ জন ১. পদের নাম : ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণি পদসংখ্যা : ৩টি যোগ্যতা : এসএসসি পাস। প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদসহ দুই বছরের অভিজ্ঞতা এবং কর্ণফুলী এনডোর্সমেন্ট। বয়স : ৩০ এপ্রিল, ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৪৫ বছর বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) ২. পদের নাম : বার্থিং মাস্টার পদসংখ্যা : ১টি যোগ্যতা : এসএসসি পাস। আইএসও-১৯৭৬–এর অধীন কর্ণফুলী এনডোর্সমেন্টসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার কমপিটেন্সি সনদ। বয়স : ৩০ এপ্রিল, ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর বেতন স্কেল : ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২) বয়স : ৩০ এপ্রিল, ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর আবেদন ফি : অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর পরীক্ষার ফি বাবদ পে নাউ অপশনে ক্লিক করে ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা পরিশোধ করতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদনটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ৮ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।
১৭ এপ্রিল ২০২৪, ১৩:৪২

শবেকদর উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র শবেকদর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।  রোববার (৭ এপ্রিল)  বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, গতকাল শনিবার দিবাগত রাতে পবিত্র শবেকদর পালিত হয়েছে। আজ সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। এর ফলে রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামীকাল সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম বলেন, শবে কদর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন।   
০৭ এপ্রিল ২০২৪, ১২:৪৮

বেনাপোল বন্দরে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (২ এপ্রিল) বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা এ তথ্য জানান। তিনি বলেন, ৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেল থেকে বন্ধ হয়ে যাবে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রপ্তানি। কাস্টম ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাড়িতে ঈদ করতে রওনা দেবেন। তারপর সরকার ঈদের তিনদিন আগে পরে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখায় কোনো পণ্য খালাসও হবে না। দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর সূত্র জানায়, বুধবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। এরপর সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখ মিলিয়ে পাঁচ দিন বন্দর বন্ধ থাকবে। সোমবার (১৫ এপ্রিল) থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল হবে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জান বিশ্বাস জানান, ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এ সময় একটু বেশি ভিড় হয়ে থাকে। সে কারণে ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে। বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল ইসলাম জানান, ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দিবে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি বলা হয়েছে।
০২ এপ্রিল ২০২৪, ১৭:০৬

সোমবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চলবে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, সোমবার এ পথে আমদানি-রপ্তানি  বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যেসব ভারতীয় ট্রাক পণ্য বন্দরে আনলোড করে খালি ট্রাক নিয়ে ফিরে যেতে চাইবে তাদের অনুমতি দেওয়া হবে। এ জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। 
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮

মেট্রোরেলের পণ্য নিয়ে মোংলা বন্দরে ‘কিয়ো কোরাল’
মেট্রোরেলের এমআরটি ৫-এর ডিপো তৈরির মালামালের দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ‘কিয়ো কোরাল।’  বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে মেট্রোরেলের ৪৯১ পিচ ৫১১৮ মেট্রিক টন কংক্রিট পাইল রয়েছে। এর আগে ভিয়েতনাম বন্দর থেকে ৬ ফেব্রুয়ারি মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘এমভি কিয়ো কোরাল।’  জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। মেট্রোরেলের এসব মালামাল খালাস করে নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেওয়া হবে ঢাকার মেট্রোরেলের ডিপোতে।   
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮

পায়রা বন্দরে ভিড়ল ক্লিংকার ও ক্রেনবাহী ২ জাহাজ
পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ৫৪ হাজার ৪০০ টন ক্লিংকার নিয়ে নোঙর করেছে এমভি মেঘনা ভেনাস নামের একটি মাদার ভ্যাসেল। সোমবার (২২ জানুয়ারি) ভিয়েতনাম থেকে আসা জাহাজটি বন্দরের ইনারে এসে পৌঁছানোর পরই ক্লিংকার খালাস কার্যক্রম শুরু হয়। লাইটারের মাধ্যমে নদীপথেই এ পণ্য পৌঁছানো হচ্ছে গন্তব্যে। এ ছাড়াও ১৩৬৫ দশমিক ৮১ টনের একটি ক্রেন নিয়ে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নোঙর করেছে এমভি জিন ঝু জিয়াং ৮৮ নামের অপর একটি মাদার ভ্যাসেল। সিঙ্গাপুর থেকে জাহাজটি পৌঁছানোর পরই ক্রেনটি আনলোড করে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রটিতে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার (ক্রেন) এটি। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, একের পর এক জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে। একই সঙ্গে নির্মাণ কাজও চলছে দ্রুত গতিতে। এ ছাড়াও গত ৮ মাসে বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আদায় করেছে প্রায় ১ হাজার কোটি টাকা।
২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়