• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
বনানী ডিওএইচএস থেকে গলিত মৃতদেহ উদ্ধার
ঢাকার বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে  আলাউলের (৫৫) নামে এক ব্যক্তির গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) ৬ নম্বর সড়কের একটি বাড়ির পাঁচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবীর। তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। ফ্ল্যাটটিতে একাই থাকতেন ওই ব্যক্তি। বাসার গৃহকর্মী ফোনে এবং দরজায় ডাকাডাকি করে না পেয়ে দুদিন ধরে ফিরে যান। আজ একইভাবে না পেয়ে গৃহকর্মী আলাউলের ভাইকে ফোন করে বিষয়টি জানান। ওই ভাই এসে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বাথরুমে আলাউলের গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আলাউলের বড় ভাই আহসানুল হক গণমাধ্যমকে জানান, ফ্ল্যাটটি তার ছোট বোনের। বোন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকে। আলাউল এ ফ্ল্যাটে একাই থাকতেন। তিনি আরও বলেন, বর্তমানে আলাউল বেকার ছিলেন। অনেক আগে একটি ওষুধের কোম্পানিতে, পরবর্তীতে ট্রাভেলসে এজেন্সিতে চাকরি করছেন। ক্যান্টনমেন্ট থানার এসআই আলী আকবর জানান, প্রায় এক যুগ আগে আলাউলের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়েছে। এক কন্যা সন্তান নিয়ে নিউজিল্যান্ডে থাকেন তার সাবেক স্ত্রী। মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  
০৬ এপ্রিল ২০২৪, ১৯:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়