• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
মাগুরা মহম্মদপুর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২৮ মার্চ) বিকেলে উপজেলার কানুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) ও একই এলাকার চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে ওমেদ শেখ (২০)। তন্ময়ের স্বজনেরা জানায়, দুপুরের পর হঠাৎ করে আকাশে মেঘ দেখা দিয়ে বৃষ্টি শুরু হলে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে দেখা যায়। হঠাৎ বজ্রপাত হলে রাস্তায় থাকা যুবক মাদরাসাছাত্র তন্ময় নিহত হয়। তিনি মাদরাসার ছাত্র এবং কোরআনের হাফেজ।   অন্যদিকে একই এলাকার চরপাড়ার বাসিন্দা ওমেদ শেখ বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে একই এলাকার দুইজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৮ মার্চ ২০২৪, ২০:১৪

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে হাবিব (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামে এ ঘটনা ঘটে। হাবিব ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি ফসলি জমিতে কাজ করছিলেন। মৃত হাবিবের চাচা রওশন আলী বলেন, হাবিব বেশ কিছুদিন হলো অসুস্থ। সকালে চরকাদাই গ্রামে নিজ ফসলি জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে হাবিব গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বজ্রপাতে হাবিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাকে আর্থিক সহায়তা করা হবে।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫

বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে দরকার জনসচেতনতা : দুর্যোগ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান বলেছেন, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমানোর প্রথম পদক্ষেপ হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমানোর নিমিত্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো প্রচারের জন্য পোস্টার-ব্যানার প্রস্তুত করে জেলা, উপজেলা সদর, স্কুল, কলেজ, হাট বাজার ও জনসমাগম হয় এমন স্থানে লাগানো এবং মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-পুরোহিতদের মাধ্যমে প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় গত ২০২১-২২ অর্থবছরে দেশের অধিক বজ্রপাত প্রবণ ১৫টি জেলায় ৩৩৫টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, দেশের অধিক বজ্রপাতপ্রবণ ১৫ জেলায় প্রাণহানি রোধে ৬ হাজার ৭৯৩টি বজ্রনিরোধক দণ্ড স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে বজ্রপাত থেকে সুরক্ষার জন্য ৬ হাজার ৭৯৩টি বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা হবে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়