• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বগুড়ায় জন্ম নিল অদ্ভুত আকৃতির ছাগল
দেখতে যেন সদ্য জন্ম নেওয়া মানবশিশু, শরীরে নেই কোনো পশম। গঠনাকৃতি ছাগলের মতো হলেও মুখের গড়ন কিছুটা মানুষের মতো।  এমনই একটি ছাগলছানা জন্ম নিয়েছে বগুড়ার সারিয়াকান্দিতে। গত শনিবার (২০ এপ্রিল) শনিবার বিকেলে উপজেলার কৈয়েরপাড়া গ্রামে লাবলু মিয়ার বাড়িতে অদ্ভুত আকৃতির ছানাটির জন্ম দেয় ওই বাড়ির পালিত একটি ছাগল।   খবরটি চাউর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে। বিরল এ দৃশ্য দেখতে লাবলু মিয়ার বাড়িতে ভিড় জমান এলাকার মানুষ। যদিও ছাগল ছানাটির জন্ম হয় মৃত অবস্থায়।   স্থানীয় অনেকেই মৃত ছাগল ছানাটির ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রেখেছেন। মানুষের সমাগম ঠেকাতে ছানাটিকে অল্প সময়ের মধ্যেই মাটিতে পুঁতে দেন লাবলু মিয়া।   জানা যায়, লাবলু মিয়ার ১৩টি ছাগল রয়েছে। তার মধ্যে একটি ছাগল প্রশব করে ছানাটিকে। তবে কী কারণে ছানার আকৃতি এমন হয়েছে, তা জানা যায়নি।  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম বলছেন, পুষ্টি বা জিনগত ত্রুটির কারণে এমনটি ঘটে থাকতে পারে।   
২৪ এপ্রিল ২০২৪, ১৪:১৯

বগুড়ায় হিট স্ট্রোকে নারীর মৃত্যু
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে তাপদাহে হিট স্ট্রোকে মঞ্জুরী বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের জানুপাগ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। সোমবার (২২ এপ্রিল) ১১টার দিকে শজিমেক হাসপাতালের দন্ত বিভাগে এ ঘটনা ঘটে। চোপীনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান গণমাধ্যমকে জানান, জানুপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী ও ৬ সন্তানের জননী মুঞ্জুরী বেগম দাঁতের চিকিৎসা করাতে সোমবার সকালে শজিমেক হাসপাতালে যান। চিকিৎসা নিতে সেখানে লাইনে দাঁড়িয়ে ছিলেন মুঞ্জুরী বেগম। চোপীনগর ইউনিয়নের চেয়ারম্যান আরও বলেন, প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সেখানে থাকা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
২৩ এপ্রিল ২০২৪, ০১:৪৪

বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
বগুড়ার শিবগঞ্জে তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে মোকামতলা ইউনিয়নের মাটিরঘর এলাকায় উত্তরা ট্রেডার্সে এ দুর্ঘটনা ঘটে।  পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।  আগুন লাগা দোকানটির ব্যবস্থাপক এনামুল হক জানান, বিকালে মেঘনা গ্রুপের একটি ট্যাংক লরি থেকে তেল নামানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ট্যাংক লরিটি ভস্মীভূত হয়। এরপর দোকানে থাকা অসংখ্য গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হতে থাকে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে বসত বাড়িতে। এতে বসত বাড়ির কয়েকটি ঘর, ৫টি গরু, কয়েকশ ব্যারেল তেল আগুনে পুড়ে গেছে। বিস্ফোরিত হয় অসংখ্য গ্যাস সিলিন্ডার। এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শামছুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে শিবগঞ্জ, সোনাতলা, গোবিন্দগঞ্জ ও বগুড়া সদর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। দীর্ঘ ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করা হচ্ছে।
১৫ এপ্রিল ২০২৪, ২৩:৫৮

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় একজন নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। দুর্ঘটনায় নিহত নারী উপজেলার পৌর এলাকার মৃত ঘেতু ফকিরের স্ত্রী সাহেদা বেগম (৬০)। পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ইফতারি শেষে সাহেদা বেগম তার নাতিকে কোলে নিয়ে তারই ছেলে শফিকুল ইসলামের মুদি খানার দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। দোকানটি হাসনাপাড়া-সারিয়াকান্দি সড়কের পাশে অবস্থিত। সাহেদা বেগম এ সড়কের পাশে দাঁড়িয়ে দোকানের টিভি দেখছিলেন। এ সময় সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি মোটরসাইকেল সাহেদা বেগমকে জোরে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই সাহেদা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার সময় ঘাতক মোটরসাইকেল চালক মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে এ ঘটনায় তার কোলে থাকা নাতনি কোনও আঘাতপ্রাপ্ত হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে পরিবারের কোনও অভিযোগ না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
০৫ এপ্রিল ২০২৪, ১১:০০

১০০ টাকার বেগুন বগুড়ায় বিক্রি হচ্ছে ২০ টাকায়, মিলছে না ক্রেতা
বগুড়ার বাজারে আলু ছাড়া কমেছে অধিকাংশ শাকসবজির দাম। তবুও মিলছে না ক্রেতা। এতে চরম বিপাকে পড়েছেন সবজি ব্যবসায়ীরা।  রোজা শুরুর আগের দিনও রাজাবাজার ও ফতেহ আলী বাজারে ৫০ টাকা কেজি দরের বেগুনের দাম ওঠে ১০০ টাকায়। ৪০ টাকার শিম বিক্রি হয় ৮০ টাকায়। এভাবে টমেটো, গাজর, খিরা, শসা ও লেবুসহ প্রায় সব ধরনের শাকসবজি দ্বিগুণ দামে বিক্রি হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে বেগুনের দর খুচরা বাজারে কেজিপ্রতি ২০ টাকায় নেমেছে। অন্য শাকসবজির দামও নেমেছে অর্ধেকে। এ দিকে রোজার আগের দিন থেকে শিম ১০০, গাজর ৪০, টমেটো ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। লেবুর হালি ছিল সর্বনিম্ন ৪০ টাকা। শসার কেজি ১০০ টাকা, খিরা ৮০ টাকা।  সরেজমিনে কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিনের ব্যবধানে শিমের দাম চাওয়া হচ্ছে ২০ থেকে ৩০ টাকা, গাজর ১৫ টাকা ও টমেটো ২৫ টাকা, শসা ও খিরা ৪০ টাকা। লেবুর হালি ২০-২৫ টাকা। এ বিষয়ে রাজাবাজারের একজন ব্যবসায়ী জানান, গত সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের শাকসবজির দাম চড়া ছিল। শুক্রবার ধস নামে। ১০০ টাকা কেজির বেগুন ২০ টাকা হলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না।  দাম কমার বিষয়ে এ ব্যবসায়ী বলেন, আমদানি বেশি। সেই তুলনায় ক্রেতা নেই। এ কারণে কম দামেও পণ্য বিক্রি করা যাচ্ছে না। যেখানে দেশি নতুন পেঁয়াজের কেজি ছিল ৮০ টাকা। গতকাল থেকে সেই পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলুর দাম কেজিতে ছয় টাকা বেড়ে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমেছে অর্ধেক। রোজার এক দিন আগে ৪০ টাকা বেড়ে বিক্রি হয় ৮০ টাকা কেজি দরে। অথচ রোববার আবার আগের দামেই কাঁচামরিচ বিক্রি হয়। ফতেহ আলী বাজারের এক ব্যবসায়ী জানান, আলুর দাম তিন দিন আগেও কেজিপ্রতি ৩০ টাকা ছিল। শুক্রবার ৩৬ টাকায় বিক্রি হয়। মাঠে কৃষকের খেতে আলু নেই। এ কারণে সরবরাহ কমায় দাম বাড়ছে। কৃষি বিপণন বিভাগ বগুড়ার মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের জানান, বেগুন, শিম, খিরা, শসা ও লেবুর দাম যেভাবে বেড়েছিল সেভাবেই কমেছে। বাজারে সরবরাহের তুলনায় ক্রেতা না থাকায় দাম কমেছে।
১৮ মার্চ ২০২৪, ১৪:৪৫

বগুড়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ার সদর উপজেলায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ মার্চ) উপজেলার চকফরিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম আজহারুল ইসলাম শান্ত (২৪)। নিহত শান্ত বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে।  শান্তর পরিবার দীর্ঘদিন ধরে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এ ছাড়াও সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতেন তিনি। পরিবারের সদস্যদের ধারণা, শান্ত এবং তার বন্ধু ইমরান মিলে ইন্টারনেটের ব্যবসা করতেন। বিকেলে ইন্টারনেটের কাজ করার জন্য বাসা থেকে বের হন শান্ত। কারও সঙ্গে শান্তর প্রকাশ্য শত্রুতা আছে কিনা তা জানা নেই তাদের।  তবে পরিবার বলছে, এলাকায় একটা গ্রুপের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে শান্তর কথা-কাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, দুর্বৃত্তরা শান্তকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
০২ মার্চ ২০২৪, ২৩:৪১

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৩
বগুড়ার শাজাহানপুরে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ ট্রাকের চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক নাটোর সদর উপজেলার আল আমিন (৩৯), কুড়িগ্রাম সদর উপজেলার কুদ্দুস মিয়া (৩৭) ও চালকের সহকারী উলিপুর উপজেলার নুর ইসলাম (২২)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী একটি ট্রাক বগুড়া থেকে নাটোরে যাচ্ছিল। পথে বীরগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন। স্থানীয়রা খবর দিলে হাইওয়ে ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৮

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ ভাইয়ের
বগুড়ার সদরের সাবগ্রাম এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়িয়া বটতলায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন মহানুর ইসলাম ও সিফাত। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। জানা যায়, নিহত মহানুর শহরের বেসরকারি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও বগুড়ার গাবতলী উপজেলার পারানীপাড়া গ্রামের মো. সুমনের ছেলে। আর নিহত সিফাত একই উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জল হোসনের ছেলে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের কৈপাড়া এলাকায় ভাড়া থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সাড়ে ১০টার দিকে মাইনুর আর সিফাত দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম স্ট্যান্ড এলাকার ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল ভরে নিয়ে বাড়ি ফিরছিল। পথে দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুধবাহী লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই কিশোর পড়ে যায়। এ সময় আরেকটি ট্রাক এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোর।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাতুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। দুই কিশোরের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৪

বগুড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ 
বগুড়ার সারিয়াকান্দিতে গরীব অসহায় শীতার্তদের মধ্যে কম্বল এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মাঠে এ কর্মসূচি পালিত হয়। পৌর এলাকার বিধবা রমিছা বেগম (৭৫) বাস করেন একটি ছোট্ট কুঁড়েঘরে। গত কয়েকদিন ধরেই তিনি শীতে কষ্ট করছেন। শীত নিবারণের জন্য কোনও গরম কাপড় তার ঘরে নেই। সেনাবাহিনীর কম্বল পেয়ে তিনি খুব খুশি। রমিছা বেগম বলেন, কয়দিন থেকে শীতে খুব কষ্ট করছি। কেউ কোন খোঁজ খবর নেয়নি। আজ কম্বল পেয়ে তিনি খুবই খুশি। কথা হয় বিনামূল্যে চিকিৎসা নিতে আসা নারচী গ্রামের আবেদিন জয়নাল টুকুর (৭০) সাথে। তিনি জানান, গত কয়েক বছর ধরে তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। সেনাবাহিনীর সদস্যরা চিকিৎসা সেবা দেবে একথা জেনে তিনি এসেছেন চিকিৎসা নিতে। বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ পেয়ে তিনি খুবই খুশি। সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক এ উপজেলার মোট ৪০০টি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও, মেডিকেল ক্যাম্পেইন এ ৫০০ জন গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।  শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন, বিএ-৭১৭৮ লে. কর্নেল এস এম সুদীপ্ত শাহীন, পিপিএম (বার), পিএসসি, অধিনায়ক, অগ্রগামী ঊনষাট। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি ও বগুড়া সেনানিবাসের বিভিন্ন পদস্থ কর্মকর্তা।
১০ জানুয়ারি ২০২৪, ১৭:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়