• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নতুন মেয়র মানিক
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান মানিক আবারও নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুবারের মেয়র। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু। তিনি হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪১০টি। ভোট গ্রহণের হার ৬৬ দশমিক ৩৬ ভাগ। শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম আকন্দ ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।  নির্বাচন কর্মকর্তা আরও জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৯ হাজার ৪৭৩ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২ হাজার ৯২৩ জন। শতকরা হার ৬৬ দশমিক ৩৬। ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে।  নির্বাচনে অপর ২ মেয়র প্রার্থী আবদুল খালেক (মোবাইল ফোন) ভোট পেয়েছেন ২১০ এবং হামদান মন্ডল (জগ) ভোট পেয়েছেন ১৭২।
০৯ মার্চ ২০২৪, ১৯:৫৬

বগুড়ার ৯৬৯ ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
বগুড়ার সাতটি সংসদীয় আসনের ৯৬৯ কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।  শনিবার (৬ জানুয়ারি) জেলার সবগুলো উপজেলা পরিষদ থেকে ভোটগ্রহণ কর্মকর্তারা মালামাল বুঝে নিয়ে কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জেলার ৯৬৯ ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকা হিসেবে বিবেচিত ১১৩টি ভোটকেন্দ্রে শনিবারই ব্যালট পেপার পৌঁছে যাবে। বাকি কেন্দ্রগুলোতে রোববার সকালে যাবে ব্যালট। বগুড়ার সাতটি আসনে এবার মোট ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন। আসনগুলোতে সংসদ সদস্য হতে লড়াই করছেন ৫৮ জন প্রার্থী। এরমধ্যে ১৬টি রাজনৈতিক দলের প্রার্থী ৪০ জন এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন ১৮ জন প্রার্থী লড়ছেন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৬

বগুড়ার সোনাতলার চেয়ারম্যান গ্রেপ্তার
বগুড়ার সোনাতলা উপজেলার চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন গ্রেপ্তার হয়েছেন। তিনি সোনাতলা উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি।  সোমবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে তিনি গ্রেপ্তার হয়েছেন।  জানা গেছে, বগুড়া-১ আসনে এক স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজার রহমান শ্যামলের সমর্থককে মারধরের মামলায় সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ ৬ জন গ্রেপ্তার হয়েছেন। ঢাকায় যাওয়ার পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর আগে র‍্যাব-১২ এর একটি গোয়েন্দা দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাকি পাঁচজন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী। তবে বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা হওয়া যায়নি।  মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে গ্রেপ্তার মিনহাদুজ্জামান লিটনসহ ৬ জনকে বগুড়া ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।   মিনহাদুজ্জামন লিটন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাহদারা মান্নানের ভাই।  এর আগে রোববার দিবাগত রাতে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার কে এস এম মোস্তাফিজুর রহমানের সমর্থক রেজওয়ানুল রিজভীকে মারধরের ঘটনা ঘটে। বর্তমানে রিজভী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরেই সোনাতলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রিজভীর স্ত্রী নাহিদ নাসরিন সাথী বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামন লিটন ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনসহ ৭ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, উপজেলা চেয়ারম্যান লিটনের নেতৃত্ব জোড়গাছার ভেলুরপাড়া চারমাথা এলাকায় আব্দুল মতিনসহ ৭ থেকে ৮ জন ব্যক্তি ঈগল মার্কার সমর্থক রিজভীর ওপরে হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা দিয়ে মারধর ও মাথায় গুরুতর আঘাত করা হয়। বগুড়া ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান বলেন, সোনাতলায় এক প্রার্থীর সমর্থককে মারধরের মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনকে র‍্যাব সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। আজ ভোরে তাদের হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া মেনে তাদের আদালতে সোপর্দ করা হবে। বাকি পাঁচজনের পরিচয় পরে জানানো হবে।  র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, সিরাজগঞ্জে র‍্যাব-১২ হেডকোয়ার্টার্সের একটি গোয়েন্দা দল বঙ্গবন্ধু সেতুর আগে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়।
০২ জানুয়ারি ২০২৪, ১৩:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়