• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
বকশীগঞ্জ পৌরসভার মেয়র হলেন ফকরুজ্জামান মতিন 
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফকরুজ্জামান মতিন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফকরুজ্জামান মতিন ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন বাবুল তালুকদার পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট। এ ছাড়াও বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট ও আনোয়ার হোসেন বাহাদুর পেয়েছেন ১ হাজার ২৬৩ ভোট। এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
০৯ মার্চ ২০২৪, ২১:৪৪

বকশীগঞ্জ বিএনপির সদস্য সচিব বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন। যা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তার প্রার্থী হওয়ার কারণে উপজেলা বিএনপিতে তীব্র মতবিরোধ শুরু হয় এবং তৃণমূলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।  তাই দলীয় হাইকমান্ড দলে বিশৃঙ্খলা এড়াতে ফখরুজ্জামান মতিনকে বহিষ্কার করেন বলে জানা গেছে।  এ ব্যাপারে উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব ও মেয়র প্রার্থী ফখরুজ্জামান মতিনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪১

নাশকতার মামলায় বকশীগঞ্জ জামায়াত আমির গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার একটি মামলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত জামায়াতের আমির মাওলানা আরমান বাট্টাজোড় কে আর আই কামিল মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজাড় গ্রামের মাওলানা আউয়াল হোসেনের ছেলে। মাওলানা আরমানের বিরুদ্ধে জামালপুরের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাই সোমবার রাতে অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জামায়াত নেতাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৪

বকশীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিএনপি নেতা আব্দুল্লাহ আল সাফি লিপন (৪৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে পৌর এলাকার পাখিমারা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিপন বকশীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাখিমারা গ্রামের মৃত খলিল মাস্টারের ছেলে। বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, বিএনপি নেতা আব্দুল্লাহ আল সাফি লিপনের নামে ২০১৭ সালে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। তিনি দীর্ঘদিন ওই মামলায় আদালতে হাজিরা না দিলে বিজ্ঞ আদালত আব্দুল্লাহ আল সাফি লিপনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত লিপনকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩

অগ্নিদগ্ধ হয়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নুর ভক্ত মন্ডল (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান নুর। তিনি বিনোদরচর গ্রামের সওদাগর মন্ডলের ছেলে। নিহতের পরিবারের বরাদ দিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন নুর ভক্ত মন্ডল। ঘটনার দিন সন্ধ্যায় নিজ ঘরের মেঝেতে বিছানা করে শুয়ে পড়েছিলেন নুর। বিছানার পাশে কুপির আগুন জ্বালানো ছিলো। হঠাৎ কুপিটি বিছানায় পড়ে গেলে কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হন তিনি। এ সময় স্থানীয়রা দ্রুত পানি ছিটিয়ে আগুনটি নেভালেও ঘটনাস্থলেই মারা যান নুর। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিন উল হক, বকশীগঞ্জ খানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে মরদেহটি দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা ও ভুক্তভোগীর পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, অসাবধানতাবশত কুপির আগুন থেকে সুত্রপাত হয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
১১ জানুয়ারি ২০২৪, ১৩:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়