• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
আম্বানির ছেলের বউ যার সঙ্গে প্রেম করতেন
সম্প্রতি ভারতের গুজরাটের জামনগরেজমকালো আয়োজনে অনুষ্ঠিত হল নীতা আম্বানি ও মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড, দক্ষিণী ও হলিউডের সেলিব্রিটিরা। সেই সঙ্গে হাজির হয়েছিলেন নন্ত আম্বানির হবু স্ত্রী রাধিকার প্রাক্তন প্রেমিকও। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাধিকার প্রাক্তন প্রেমিকের নাম রোহন আগরওয়াল। ২০১৩ পর্যন্ত রোহনের সঙ্গে সম্পর্কে ছিলেন রাধিকা। যদিও পরে ব্যবসায়ী পরিবারের সন্তান রোহানের সঙ্গে রাধিকার বিচ্ছেদ হয়ে যায়। স্কুলে রাধিকা, রোহন ও অনমোল তিন বন্ধু ছিলেন। তবে বিচ্ছেদ হলেও এখনও প্রাক্তনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রোহন। সাবেক প্রেমিকার বিয়েতে এসে নাচের অনুষ্ঠানও করেছেন তিনি। রাধিকা ও অনন্ত আগামী ১২ জুলাই বিয়ে করতে চলেছেন। এর আগে অনন্ত আম্বানির প্রি-ওয়েটিং ঘিরে গুজরাটের জাম-নগরে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে চাঁদের হাট বসে। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইভাঙ্কা ট্রাম্প, সস্ত্রীক মার্ক জাকারবার্গ, বিল গেটস, সুন্দর পিচাইসহ বড় বড় অতিথিরা।  দেশের স্বনামধন্য অতিথিদের মধ্যে হাজির ছিলেন বলিউডের তিন খান শাহরুখ, আমির ও সালমান। এছাড়াও, রণবীর-দীপিকা থেকে শুরু করে বলিউডের অন্য অতিথিরাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। ক্রিকেট জগতের নক্ষত্রেরাও আমন্ত্রণ পেয়েছিলেন এই অনুষ্ঠানে।  
২৬ মার্চ ২০২৪, ১১:২৬

যুবককে বউ খুঁজে দিলেন এআই!
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে এক যুবকের বউ খুঁজে পাওয়ার খবর পাওয়া গেছে। ওই যুবকের এমন পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে হইচই।  ওই যুবকের নাম আলেজান্ডার জাদান। তিনি এক্সের এক পোস্টে জানান, ডেটিং অ্যাপ টিন্ডারে অ্যাকাউন্ট চালনার জন্য চ্যাটজিপিটির সাহায্য নেন। আর সেই চ্যাটজিপিটিই আলেকজান্ডাকে ৫০০০ বান্ধবী খুঁজে দেয়। মনের মানুষ খুঁজতে কীভাবে এআইয়ের সাহায্য নিলেন তিনি, এমনই প্রশ্ন আসে নেটিজেনদের মনে। এক্সের পোস্টে আলেকজান্ডার লিখেন, আমি ডেটিং অ্যাপে এক মহিলাকে প্রেম প্রস্তাব দিই। প্রায় এক বছর ধরে চ্যাটজিপিটি আমার হয়ে ওই মহিলার সঙ্গে কথা বলে। আমার মনের মানুষটি খুঁজতে চ্যাট জিপিটি প্রায় ৫,৩২৯ জন তরুণীর সঙ্গে আমার ডেটের ব্যবস্থা করে। কখনও কখনও ১ দিনে ৬ জন তরুণীর সঙ্গে আমার ডেট নিশ্চিত করে ফেলত সে। তবে এরই মাঝে আমি আমার মনের মানুষ ক্যাটরিনাকে খুঁজে পেয়েছি। খানিকটা চ্যাটজিপিটির দৌলতেই। তবে এই কাজ মোটেও সহজ ছিল না আলেকজান্ডারের কাছে। তিনি বলেন, প্রথম দিকে আমার ভীষণ সমস্যা হত। প্রোগ্রামটি আমায় ঠিকঠাক বুঝতে পারত না। তার পরে বেশ কিছু দিন আমি ওকে প্রশিক্ষণ দিই। তারপর চমৎকারভাবে, আমার মতো করেই ও তরুণীদের সঙ্গে আলাপচারিতা শুরু করে।  আলেজান্ডার জানান, আমার ঠিক কেমন নারী চাই, সেই সমস্ত ফিল্টারও আমি চ্যাটজিপিটিতে রেখেছিলাম। আমার মনের মতো মহিলাদেরই ডেটে যাওয়ার প্রতিশ্রুতি দিত সে। ক্যাটরিনাও দীর্ঘদিন আমি ভেবে চ্যাটজিপিটির সঙ্গেই কথা বলেছে। যদিও বিয়ের দিন অবধি আমি সেই কথা তাকে জানাইনি। বিয়ের পরে সবটা বলেছি ওকে। ও বিষয়টিকে মজার ছলেই নিয়েছে।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮

ছেলে রাজ্যসহ পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। সম্প্রতি ছেলে রাজ্যকে সঙ্গে নিয়ে তার নানার বাড়ি ঘুরতে গিয়েছিলেন এই নায়িকা। গত ১১ জানুয়ারি সেখান থেকে ছেলেসহ পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছিলেন পরীমণি। কিন্তু রাস্তায় হঠাৎ ফল কিনে খান রাজ্য, পরীমণি, পরিবারের সদস্যরাসহ চিত্রনায়িকার গাড়ি চালক। আর এতেই বাঁধে বিপত্তি। ফলগুলো খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা। এরপর থেকেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন সবাই।     রোববার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে খবরটি নিজেই জানিয়েছেন পরীমণি।  পাঠকদের সুবিধার জন্য পরীমণি পোস্টটি হুবহু তুলে ধরা হলো— শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এতো ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম।      বাবু খুবই অল্প পরিমাণ  মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হাসপাতালে।  সবাই মোটামুটি সুস্থ হলেও পুণ্য এখনও হসপিটালাইজড! নানু বাড়ি থেকে ভীষন রকম গুড এনার্জী নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি।      স্বাভাবিক ভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই বন্ধু মেসেজে, ফোনে ‘কাগজের বউ’র প্রশংসা করলেন! আমার, তায়েব ভাই, ইমনের নতুন কেমেস্ট্রি আর অভিনয়ের ভালোলাগা প্রকাশ করলেন! আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন। কি যে সুন্দর ছবি বানিয়েছি নিজেরই তো বিশ্বাস হচ্ছে না! আমার বেশ আনন্দ হচ্ছে এসবে। সবাই কে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।   
১৪ জানুয়ারি ২০২৪, ১৬:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়